04/12/2025
কুকুর ছানাকে নি*র্যাতন করে হ*ত্যার অভিযোগে এক নারীকে আদালত জেলহাজতে পাঠিয়েছেন।
কিন্তু বিস্ময়ের বিষয়—এ দেশে ভূ*মিদস্যু*দের হাতে পরিবার-পরিবার নিঃশেষ হচ্ছে, নিরীহ মানুষ খুন হচ্ছে; তবুও সেই চক্রের বহুজন আজও আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছে।
একজন নিরপরাধ প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিচার দ্রুত হয়, এটি অবশ্যই প্রশংসনীয়।
তবে প্রশ্ন রয়ে যায়—মানুষ হ*ত্যায় জড়িত প্রভাবশালী দ*স্যুরা কবে আইনের আওতায় আসবে?
আইনের চোখ সবার জন্য সমান হওয়া উচিত—সেটিই এখন মানুষের প্রধান প্রত্যাশা।