Somoy Bulletin 24

Somoy Bulletin 24 In search of truth, we are always by your side, a symbol of trust, on the path of information, conscience and faith.

10/08/2025

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধিঃ ঢাকার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য কুপিয়ে হত্যার প্রতিবাদে ও...

09/08/2025

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে, জাতীয় রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঢাকায় মানববন্ধন।
#মাদকমুক্ত_বাংলাদেশ #জীবন_বাঁচাও #সচেতনতা

08/08/2025

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হ*ত্যা
চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কু*পিয়ে জ*বাই করে হ*ত্যা করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে এক চায়ের দোকানে।
বিকেলে ফেসবুক লাইভে আসেন তিনি, সন্ধ্যায় নি*র্মমভাবে হ*ত্যা করা হয়।

06/08/2025

আদালত চত্বরে ফাঁ সির আসামি স্ত্রীকে জড়িয়ে ধরে কা ন্নায় ভেঙে পড়েন ফরিদপুরে আদালত চত্বরে ইজিবাইক চালক শওকত মোল্লা (২০) হ ত্যা মামলায় ফাঁ সির দণ্ডপ্রাপ্ত আসামি

05/08/2025

গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

03/08/2025

শাহবাগ থেকে, ছাত্রদলের সমাবেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্যমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...
02/08/2025

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া সজিব পাম্প সংলগ্ন এলাকায় আজ রাত আনুমানিক পৌনে আটটার দিকে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম হয়। স্থানীয়রা মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক তরুণীকে উদ্ধার করেন।

পরিচয় পাওয়া গেছে, তরুণীর নাম নুসরাত জাহান সাদিয়া (২১)। তার বাড়ি ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামে। পিতার নাম ফিরোজ হোসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অচেতন করে কোনো যানবাহন থেকে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে সাদিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

01/08/2025

তজুমদ্দিনে নিখোঁজের চার দিন পর বাক-প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাক-প্রতিবন্ধী মোঃ কবির (৩৫) নিখোঁজের চার দিন পর রারিবাড়ির একটি পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তজুমদ্দিন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মোঃ কবির হোসেন রতন, ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি ছিলেন চার সন্তানের জনক—স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গড়ে তুলেছিলেন পরিবার।

নিহতের পরিবার দাবি করেছে, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

#মাদকের_বিরুদ্ধে_প্রতিরোধ #তজুমদ্দিন #মাদকমুক্ত_বাংলাদেশ #ভোলা

30/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

29/07/2025

🔍 ভোলা বোরহানউদ্দিনে মাদকের ভয়াল থাবা, প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ!

📍 ক্রাইম রিপোর্টার, বোরহানউদ্দিন (ভোলা):

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ০৪ নং কাচিয়া ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নগুলোতে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে। গাঁজা ও ইয়াবার অবাধ ব্যবসা রীতিমতো রাস্তায় বসা হাট বাজারে রূপ নিচ্ছে, অথচ প্রশাসনের অবস্থান যেন নীরব দর্শকের মতো।

গোপন সূত্রে জানা গেছে—
🚨 লালমোহন উপজেলার কালমা ডায়রী এলাকা থেকে প্রতিদিন মোটরসাইকেলে করে ইয়াবা সরবরাহ করা হয় কাচিয়ায়।
🚨 ০৬ নং ওয়ার্ডের পুরাগো হাক্কা এলাকায় চলছে প্রকাশ্যে ‘মাদক হাট’।
🚨 ০৮ নং ওয়ার্ডে হাওলাদার বাড়ির পাশে ছমেদের বাড়ির দরজায় "আবু কালাম ও তার বড় ভাইর প্রতিদিনই জমে মাদকের জমজমাট বেচাকেনা। মুসলিম বাজার বৌদ্ধদের ও আছে। ০৯ নং ওয়ার্ডেও ভালো চলে মাদক।
🚨 ০৫ নং ওয়ার্ডে সর্দার বাড়িতে নুরনবীর মাদক ব্যবসা, এবং মেস্তরী বাড়ির পাশে একই নামে আরেকজনের ব্যবসাও জমজমাটভাবে চলছে।

⚠️ পুরো ইউনিয়নজুড়ে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মরণনেশার হাত থেকে রক্ষা পাচ্ছে না নারী-শিশুসহ যুবসমাজ।
⚠️ স্থানীয়দের অভিযোগ—বেশিরভাগ মাদক ব্যবসায়ীই রাজনৈতিক ছত্রছায়ায় রক্ষা পাচ্ছে।

📢 প্রশ্ন থেকে যায়—কে শোনে কার কথা? প্রশাসনের নীরবতা কি কোনো যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে?

🛑 সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর অভিযান দাবি করছে।

🔖 #মাদকমুক্ত_বাংলাদেশ #ভোলা #মাদকের_বিরুদ্ধে_প্রতিরোধ #জীবন_বাঁচাও #সচেতনতা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Somoy Bulletin 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somoy Bulletin 24:

Share