07/03/2025
আয়াতুল কুরসী - জিন ও শয়তান থেকে নিরাপত্তা
যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে, আর যে ব্যক্তি বিকালে তা পড়বে সে সকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে।
اَللّٰهُ لَآ إِلٰهَ إِلَّا هُوَ ۚ اَلْحَىُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ۚ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ؕ مَنْ ذَا الَّذِى يَشْفَعُ عِندَهٗ إِلَّا بِإِذْنِهٖ ؕ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ إِلَّا بِمَاشَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْأَرْضَ ۚ وَلَا يَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيمُ
আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রা তো নয়-ই। আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে সে, যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাদের সামনে-পিছনে যা কিছু রয়েছে, সবই তিনি জানেন। তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ব করতে পারে না, তবে যতটুকু তিনি চান তার কথা ভিন্ন। তাঁর কুরসি সমস্ত আসমান ও যমীন ব্যাপী। আর এগুলোর রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করতে পারে না। তিনি সুউচ্চ সুমহান।
(সূরা বাকারা-২৫৫)
হাকিম, মুসতাদরাক, হাদীস ২০৬৪