Tanzu 一 ཐི༏ཋྀ

Tanzu 一 ཐི༏ཋྀ .



আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্নিশ 🌻🦋

15/05/2025

Man >>🗿❤️

ডিরিম 🥹🫶🏻
15/05/2025

ডিরিম 🥹🫶🏻

পূর্ণতার মিছিলে আমি হবো অন্তহীন রঙিন ঘুড়ি!
৫ম সমাবর্তন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আমরা দুই চবিয়ান ✌️✌️

11/05/2025

Incredible ❤️📈

Happy Birthday Queen 💖🫶🏻
09/05/2025

Happy Birthday Queen 💖🫶🏻

27/04/2025

আমার সবচেয়ে দুঃখের বিষয় হইছে নিজের ক্যাপাবিলিটিকে মিট করতে না পারা। আমি মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম। সমাপনী তে A+ বৃত্তি ছিলো, এসএসসি তেও সাইন্সে একেবারে প্রথম সারির স্টুডেন্ট ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত A+ আসেনি । পড়তে পড়তে কখন বইয়ের উপর ঘুমাইয়া পরতাম নিজেই জানিনা, আবার ঠ্যালায় পরলে দিনে ১০-১২ ঘন্টা লেখাপড়াও করতাম একসময়! তার পাশাপাশি মা-য়ের সাথে ঘরের কাজ করতাম, বিকালে খেলতাম, আবার গান শুনতাম-গাইতাম, মুভি- সিরিজ দেখতাম, গল্প লিখতাম, এক রাতেই বিশাল এক গল্পের বই পড়ে শেষ করতাম।

সেই আমি ক্যামনে যেনো ১৮০° ঘুরে গেছি!
আমার এখনো সিলেবাস শেষ হয়নি,আমার টেবিলে এখনও বাবার দেওয়া না পড়া বইয়ের সংখ্যা ২৫+। ওয়াচলিস্টে রাখা মুভি- সিরিজের সংখ্যা প্রায় ৪০ ছুইঁ ছুইঁ। আমার এফোর্ট দেয়ার এবিলিটিই নষ্ট হয়ে গেছে। চোখের সামনে ল্যাপটপ খুলে বসে থাকি ক্লাসের "ক" ও মাথায় ঢোকে না, শুয়ে বসে ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করি, আমি খিটখিটে মেজাজের হইয়া গেছি , নিজের উপর বিরক্তি আসে,হাঁপাইয়া গেছি আমি এই আমারে নিয়া।
কেবল শূণ্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকাইয়া ভাবি- একটা সুন্দর জীবনের কি নিদারুন অপচয় !

এখানে পাপ নেই, শুধু শান্তি এবং পবিত্রতা।🫂🌿
25/04/2025

এখানে পাপ নেই, শুধু শান্তি এবং পবিত্রতা।🫂🌿

বিশুদ্ধ আলিঙ্গন..

23/04/2025

Me realizing how dumb I look when he can go all day without talking to me while I'm checking my phone in every single moment to see if he responded !

চোখের শান্তিইইইইইই ❤️
22/04/2025

চোখের শান্তিইইইইইই ❤️

Context in comment

তুমি আমি এবং আমাদের মেউউউউউ! 🥺❤️
18/04/2025

তুমি আমি এবং আমাদের মেউউউউউ! 🥺❤️

17/04/2025

Sensation and obsession jayse billu kaha tha meaowww 😽

15/04/2025

ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম, আমি বাচ্চাদের দেখলে টাটা করি, রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে দেখলে মনে মনে উপরওয়ালাকে বলি ওকে ভালো করে দিতে, বাড়ি থেকে কেউ চলে গেলে যতক্ষণ না সে চোখের আড়ালে চলে যাচ্ছে ততক্ষণ দরজা খুলে দাঁড়িয়ে থাকি। রাস্তায় অচেনা মানুষের সাথে চোখাচুখি হয়ে গেলে আমি হাসি বিনিময় করি, রাস্তার পাশে কুকুর বেড়াল দেখলে আদর করি, খাওয়াই। অপরিচিত ভিখারীর অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায়, সিনেমার স্যাড সিনে আমি কেঁদে ফেলি। আমার প্রিয় খাবার আমি ভাগ করে খাই, ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি ঠিক ১২ টা বাজলে জন্মদিনের উইশ করব বলে, কারোর সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ি, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে তাদের জীবনে কি চলছে শুনি, যাতে তারা তাদের ভেতরের সমস্যাগুলো ভেন্ট আউট করতে পারে ।

আমি নিজেই আসলে সেই ভালোবাসা যাকে আমি খুঁজে চলেছি। হ্যা আমিই সেই সূর্যমুখী যাকে নিজের ভিতরে চাষ করে অন্যত্র খুঁজে চলেছি।🫶🏻🌻

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzu 一 ཐི༏ཋྀ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanzu 一 ཐི༏ཋྀ:

Share