
20/06/2025
আমি বরাবরই তাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। আমার যা চাওয়া আর যা অপূর্ণতা আমি সেসব কিছু দিয়ে তাকে পূর্ণ করে রাখতে চেয়েছি সবসময়। কিন্তু এখন মনে হচ্ছে তাকে দেখে রাখার জন্য আমার এই রক্তের সম্পর্কের চেয়ে অধিক আপন কেউ আছে।
যাইহোক আমার কাছে সে স্পেশাল। তাই তার জন্য অল্প আয়োজন।