03/08/2025
BCS Written (General) Time Management Strategy:
অনেকেই আমার কাছে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন।৪৬তম বিসিএস লিখিত (জেনারেল) টাইম ম্যানেজমেন্ট কেমন হতে পারে... (আপকামিং বিসিএস প্রার্থীরাও দেখতে পারেন)
🌻🌻বাংলা🌻🌻
১.ব্যাকরণ-৩৫-৪০ মিনিট
২.ভাব-সম্প্রসারণ -১৮-২০ মিনিট
৩.সারাংশ/সারমর্ম-১০-১২মিনিট
৪.সাহিত্য-৪০-৪৫ মিনিট
৫.অনুবাদ-১২-১৩মিনিট
৬.কাল্পনিক সংলাপ-১৪-১৫মিনিট
৭.পত্র/দরখাস্ত-১৪-১৫মিনিট
৮.গ্রন্থ সমালোচনা-১৭-১৮মিনিট
৯.রচনা-৫৫-৬০মিনিট
🌻🌻ইংরেজি🌻🌻
1.Thematic Questions-45-50mins (sometimes it kills more than 1hr + time, so be careful about it.)
2.Grammar-35-37 mins
3.Summary-14-15 mins
4.Letter to Editor-17-18mins
5.Essay-55-60mins
6.E to B Translation-22-23 mins
7.B to E Translation -22-23 mins
✅Essay সবার শেষে লেখার চেষ্টা করবেন।ভালো করে দেখে নিবেন ১টা নাকি ২টা উত্তর করতে হবে। (৪৫তম তে অনেকেই বুঝেনি ২টি essay উত্তর করতে হবে ⚠️⚠️)
✅Thematic question paraphrasing / objective style এ লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
✅Sentence এর ক্ষেত্রে simple /complex /compound যে কোনোটাতে লিখতে পারবেন।আর ৪৫ এর মতো ম্যানশন করা থাকলে ঐভাবেই লিখতে হবে।
🌻🌻বাংলাদেশ বিষয়াবলি🌻🌻
এখানে মার্কস অনুসারে সময় ভাগ করা খুব টাফ বিষয়, কারণ এমন কিছু প্রশ্ন থাকবে অনেক সুন্দর করে লিখা যায়। আবার কিছু প্রশ্ন থাকে ১০মার্কসের জন্য ১-১.৫পেইজ লেখার মতো পুঁজি থাকে না 😑😑
আর,এখানে সময় ভাগ করতে গেলে নিম্নরূপ হয়:
⏭️৫মার্কসের জন্য ৬মিনিট
⏭️১০মার্কসের জন্য ১২ মিনিট
⏭️২০ মার্কসের জন্য ২৪মিনিট।
সুতরাং আমি বলবো পারা না পারা প্রশ্ন বুঝে এখানে সময় সাজিয়ে নিবেন। যেমন: ৪৪তম বিসিএস-এ আমার ৬-৭টা ২০মার্কসের প্রশ্ন কমন পড়েছিলো (প্রায় ১৩৫-১৪০ মার্কস)। আমি ঐগুলোতে সময় একটু বেশি দিয়েছিলাম, বাকি গুলোতে কম দিয়ে বানিয়ে যা পারছি লিখে আসছি।
বাংলাদেশ বিষয়াবলিতে আপনাকে বানিয়ে লিখতেই হবে, কারণ ৬০-৭০% এর বেশি কমন পাওয়া যায় না বললেই চলে।
উপযুক্ত ম্যাপ,ডাটা দেওয়ার মতো সুযোগ থাকলে অবশ্যই দিবেন,এতে নাম্বার ভালো আশার চান্স বাড়ে।
🌻🌻আন্তর্জাতিক বিষয়াবলি🌻🌻
১.কনসেপচুয়াল-৭৫-৮০ মিনিট
২.ইম্পেরিকাল-প্রতিটি ২৩-২৪ মিনিট করে
৩.প্রবলেম সলভিং-২২-২৩ মিনিট
এখানেও আপনাকে বানিয়ে লিখতে হবে, তবে সম্প্রতিক অংশ থেকে বেশি প্রশ্ন আসে। তাই আপ টু ডেট থাকা জরুরি। ভালো মার্কস পাওয়ার জন্য ম্যাপ এবং কালার পেন (নীল কালি) ইউজ করতে পারেন।
কনসেপচুয়াল সাবধানে লিখবেন,কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হাবিজাবি লিখে মার্কস তেমন পাবেন না। ৪১ তম বিসিএসে শ্যাডো প্যানডেমিক এসেছিলো, বানিয়ে যা লিখেছি নিশ্চিত শূন্য পাবো (উল্টা মার্কস মাইনাস করে দিছে কিনা কি জানি 😃)
🇧🇩🇧🇩গাণিতিক যুক্তি🇧🇩🇧🇩
২ ঘন্টায় ৫০ মার্কসের গণিত আরামসে উত্তর করা যায়।তবে কমন না পড়লে বা না পারলে ২ঘন্টা কেনো ২০ ঘন্টা দিলেও গণিত মিলাইতে পারবেন না। সুতরাং এখানে টাইম নিয়ে টেনশনের কিছু নাই। বেসিক ক্লিয়ার থাকলে এবং মাথা ঠান্ডা রাখলে ভালো উত্তর করা সম্ভব।
⏭️ম্যাথ না মিললে বারংবার ট্রাই করবেন না, কারণ মাথা গরম করলে বাকি ম্যাথ গুলাও মিলাইতে পারবেন না,সহজ গুলাও তখন কঠিন মনে হবে। সুতরাং১/২বার ট্রাই করার পর না পারলে পরের ম্যাথে চলে যাবেন।
⏭️মুদি দোকানে ব্যবহার করে এমন নরমাল ক্যালকুলেটর নিয়ে যাবেন। (মানসিক দক্ষতার আগে ঐ ক্যালকুলেটর ইনভিজিলেটর জমা নিয়ে নিবে অথবা রুমের বাহিরে রেখে আসতে বলবে)
⏭️কোনো লাইন ভুল হলে কচুকাটা না করে একটানে কেটে দিবেন। কচুকাটা করলে দৃষ্টিকটু লাগে।
⏭️জ্যামিতির চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন।
🇧🇩🇧🇩মানসিক দক্ষতা🇧🇩🇧🇩
এখানে ৫০ মার্কসের জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ থাকে। প্রিলির মতোই এমসিকিউ টাইপ প্রশ্ন হয়। এখানে চিত্র সংক্রান্ত, কাউন্টিং ফিগার বা জটিল ক্যালকুলেশন থাকলে এইগুলো স্কিপ করে প্রথমে সহজগুলো উত্তর করে ফেলবেন, তারপর হাতে যথেষ্ট সময় নিয়ে বাকিগুলো উত্তর করবেন।একদমই না পারলে স্কিপ করুন,আন্দাজে ভুল দাগাবেন না।
⚠️⚠️বৃত্ত ভরাটে সতর্ক থাকবেন যেনো ৪০ দাগাতে গিয়ে ৪১ দাগিয়ে না ফেলেন। কিংবা 'খ' দাগাতে গিয়ে 'গ' যেনো না দাগান। রেজিষ্ট্রেশন নম্বর পূরণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন।
🇧🇩🇧🇩সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি🇧🇩🇧🇩
এখানে লিখে শেষ করাই চ্যালেঞ্জিং হয়ে যায়,কারণ বিজ্ঞান বিষয়ে অনেক ছোট ছোট প্রশ্ন থাকে।
বিজ্ঞান, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল যে পার্টটি আপনার কাছে সহজ মনে হবে ঐটি দিয়ে শুরু করতে পারেন। যেমন:আমি ৪৪তম তে শুরুতে ইলেক্ট্রিক্যাল দিয়েছি,তারপর কম্পিউটার, সবার শেষে বিজ্ঞান লিখেছি।
তবে সময় বিভাজনের ক্ষেত্রে,
বিজ্ঞান অংশের জন্য-১ ঘন্টা ৪০মিনিট
কম্পিউটার -৫০-৫৫মিনিট
ইলেকট্রিক্যাল-২০-২৫মিনিট
🇧🇩🇧🇩কিছু নির্দেশনা🇧🇩🇧🇩
✅কালার পেন ইউজ করতে সময় বেশি লাগলে কালার পেন ইউজ করবেন না।
✅খাতায় যথাসম্ভব কাটাকাটি কম করবেন।
✅ইংরেজি Complex / Compound Sentence লিখতে গিয়ে ভুল করার চেয়ে প্রয়োজনে simple sentence লিখুন।কিন্তু ভুল যেনো না হয়/একদম কম হয়।
✅অযথা জায়গায় জায়গায় কোটেশন বা ডাটা দিবেন না, মনে রাখবেন ডাটা বা কোটেশনের চেয়ে ভিতরের লিখার মান ভালো হলে ডাটা / কোটেশন ছাড়াই ভালো নম্বর পাবেন।
✅বিজ্ঞানে চিত্রসহ উত্তর চাইলে চিত্র পেন্সিল দিয়ে আঁকবেন, লেভেলিং করবেন, চিত্রের নিচে নাম দিবেন।
✅রচনা ১৫-২০ পেইজ লিখতে হবে এমন ধারণা থেকে বের হয়ে, গুছিয়ে ভালোভাবে উপস্থাপন করে ১০-১২ পেইজ লিখলেও অনেক ভালো নম্বর পাবেন (আমি কখনো ১২-১৩ পেইজের বেশি লিখতে পারিনি 😑)
তেমনিভাবে ভাব-সম্প্রসারণও গুছিয়ে ২.৫-৩পেইজ লিখুন, মোর দেন এনাফ।।।
✅বাংলা এবং ইংরেজি এই ২টি বিষয়ে বানানের দিকে খেয়াল রাখবেন।
✅English Letter to editor, বাংলায় পত্র / দরখাস্ত এইসবের ফরমেট ঠিক রেখে লিখবেন।
✅সম্ভব হলে প্রতিটি প্রশ্নের শুরুতে ভূমিকা সূচক কিছু লিখুন এবং শেষে উপসংহার সূচক কিছু লিখুন। এতে করে আপনার খাতা অন্যদের থেকে কিছুটা হলেও আলাদা দেখাবে।
✅সর্বোপরি,সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করুন,উনাকে স্মরণ করে পরীক্ষার খাতায় লিখা শুরু করুন।আশা করি আপনার পরিশ্রমের মূল্য কোনোনা কোনোভাবে উনি আপনাকে দিবেন।
শুভেচ্ছান্তে
সুশান্ত চন্দ্র সেন
বিসিএস(প্রশাসন) সুপারিশপ্রাপ্ত,৪৪তম বিসিএস
সিনিয়র অফিসার,বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বর্তমানে কর্মরত)
#বিসিএস_লিখিত
#গ্রন্থসমালোচনা
#বিসিএস