Dola's Vlog Bd

Dola's Vlog Bd Real Page▪️Do follow my page for more updateds আমার আমি অনেক দামি

'রিলস দেখতে পাগল' এমন মানুষদের ব্যাপারে কিছু তথ্য যা আসলে অন্যদের জানা উচিত- ১. এরা রিলস দেখতেছে, এই টাইমে আপনি মেসেজ দি...
03/06/2024

'রিলস দেখতে পাগল' এমন মানুষদের ব্যাপারে কিছু তথ্য যা আসলে অন্যদের জানা উচিত-

১. এরা রিলস দেখতেছে, এই টাইমে আপনি মেসেজ দিলে রিপ্লাই ঠিকঠাক ভাবে পাবেন না! কল দিলে উল্টা বিরক্ত হবে!

২. এরা ফেসবুকে রিলস দেখা শেষ হলে ইন্সটায় গিয়ে রিলস দেখে,সেখানা দেখা শেষ হলে ইউটিউব এ গিয়ে রিলস দেখে! তিন জায়গায় ৩ টাইপের রিলস!

৩. এরা ১০০ জিবি কিনলে ৮০ জিবি ই শেষ করে রিলস দেখতে দেখতে। এমবির প্রতি মায়া কাজ করেনা!

৪. রিলস দেখতে দেখতে এরা দুনিয়ার সব ভুলে যায়! একদম সব!

৫. এরা কাছের মানুষদের রিলস পাঠায়, রিলস এর রিপ্লাই না পেলেও পাঠায়, পাঠাইতে বিশেষ মজা পায়!

৬. রিলস দেখা নিয়া তাদের কিচ্ছু বলা যায় না! বললেই চেতে যায়!

৭. এদের কে কোনো রিলস পাঠাইয়া শান্তি নাই, রিপ্লাই দেয় যে 'আগেই দেখছি!' 😑

৮. রিলস দেখা মানুষদের আসলে 'প্রেম হয়না!' রিলস দেখেই কুল পায়না, প্রেম করবে কখন?

৯. এরা একজনের পাঠানো রিলস দেখতে গিয়ে আরো ১০০ টা রিলস দেখে ফেলে!

১০. এদের কে যখন ই জিজ্ঞেস করবেন 'কি করো/কি করিস? এরা উত্তর দেয় 'রিলস দেখি!'

22মে বুধবার নৃসিংহ চতুর্দশী সবাই পালন করবেন 🙏
19/05/2024

22মে বুধবার নৃসিংহ চতুর্দশী
সবাই পালন করবেন 🙏

14/05/2024
20/04/2024

যাকেই দেখি সেই সুন্দর আর কিউট হয়ে যাচ্ছে..
আর এদিকে আমি দিন দিন ঠাকুমার ঝুলির সবুজ শাকচুন্নিটার মতো হয়ে যাচ্ছি.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

26/03/2024

হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে....

বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন: *"আপনি আমায় চেনেন ??

শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? তুমি প্রমথ তো !! তোমায় ন্যাংটা বয়স থেকেই চিনি। পুরো বখে যাওয়া ছেলে ছিলে। মিথ্যা কথা বলতে। লোক ঠকানোয় ওস্তাদ ছিলে। লাগানি ভাঙানি ভালোই করতে। আরো অনেক গুন তোমার ছিল সে সব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না। তোমাকে আমি ভালই চিনি।"*

প্রমথ বাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল "অসিত ধরে"র দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন: *“ওনাকে চেনেন ??"*

শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? ওতো অসিত। খুব ভাল করেই চিনি। অলস অকর্মণ্য। কারো সাথে সদ্ভাব ছিল না। পাঁড় মাতাল। শহরের সবচেয়ে পিশাচ উকিল। বৌয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুঁড়ির সাথে ফষ্টিনষ্টি করে। তার মধ্যে একজন তোমার বৌ। ওকেও ছোট থেকেই চিনি।”*

*বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন।*

এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাবার পর নিচু গলায় শান্তস্বরে জজ সাহেব বললেন:

*“দুই গর্দভের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাঠে চড়াব।

নিয়মিত মজার সব গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন 🥰

26/03/2024

প্রথম দেখাতে তো ভুত দেখার মতো চমকে উঠেছিলাম। অবিকল একই দেখতে কী করে হয়? আর সব থেকে বড় কথা, বছর বারো আগে যে মারা গেছে সে এই ট্রেনের কামরায় কীভাবে এলো? যদিও শুনেছিলাম ট্রেন এক্সিডেন্টেই আমার এক সময়ের প্রিয় বন্ধুর মৃত্যু হয়। তাহলে কী.....?

সামনের সিটেই বসেছিল। আমি ট্রেনে ওঠার আগে থেকেই ছিল। ভালো করে কিছুক্ষণ নিরীক্ষণ করার পর বুঝলাম, আমার মৃত বন্ধুর সাথে এই ভদ্রলোকের চেহারার অনেকটাই মিল। তবে ওর ঠোঁট দুটো একটু মোটা আর ভ্রূযুগল হালকা ছিল। এই ভদ্রলোকের চোখে চশমা আর গালে হালকা দাড়ি। আমার বন্ধুটি সবসময় সেভ করে নিট এন্ড ক্লিন থাকতো। চশমাও ছিল না।

হঠাৎ করে ভদ্রলোককে বলেই ফেললাম, কিছু মনে না করলে একটা কথা বলব?

চশমার ওপর দিয়ে সরাসরি তাকিয়ে বেশ খানিকটা গাম্ভীর্যপূর্ন স্বরে তিনি বিজ্ঞের মতো বললেন, বলুন।

একদম সেম টু সেম আপনার মতো দেখতে আমার একটা বন্ধু ছিল। নাম সুশোভন।

উনি একটা খবর কাগজ পড়ছিলেন। পাতা উল্টে আমার দিকে না তাকিয়ে বললেন, ছিলেন মানে?

আমি একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বললাম, বছর বারো আগে একটা ট্রেন এক্সিডেন্টে ওর মর্মান্তিক মৃত্যু হয়।

ভদ্রলোক কেমন যেন চমকে উঠে পেপারটা ভাঁজ করে বললেন, বলেন কী!

ভীষণ প্যাথেটিক! তখন যদিও তাঁর সাথে আমার আর সেরকম যোগাযোগ ছিল না। আরেক বন্ধু মারফত খবরটি পাই। তাছাড়া পেপারেও খবরটি দিয়েছিল।

লোকটি মাথা নেড়ে বললেন, সত্যিই খুব বেদনাদায়ক!

সবথেকে বড় কথা ও নাকি মারা যাবার বছর দু'য়েক আগে বিয়ে করেছিল। একটি কন্যা সন্তানও হয়েছিল। ওদের অবস্থার কথাটা জাস্ট ভাবুন।

বিয়েতে আপনাকে নেমতন্ন করেনি?

আসলে আর যোগাযোগ ছিল না। প্রায় কুড়ি বছর হয়ে গেল কলেজ পাশ করা। ফোন নম্বরও বদলে গেছে, সোশ্যাল মিডিয়াতেও খুঁজে পাইনি।

কিছুক্ষণ চুপ থাকার পর ভদ্রলোক বললেন, কোন কলেজ?

KN কলেজ। বহরমপুর।

আসলে খোঁজ করলে সব মানুষেরই একটা আধটা ড্যামি পাওয়া যাবে। যমজ না হয়েও একই দেখতে মানুষ আছে। অবিকল একই না হলেও অনেকটা একই।

আমি ভদ্রলোকের কথায় সায় দিয়ে বললাম, একদম ঠিক বলেছেন।

তবে কী জানেন, আমারও কলেজের এক বন্ধু ছিল। ঠিক আপনার মতই দেখতে।

আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কী আশ্চর্য! কোন কলেজ? নাম কী?

উনি আমার দিকে স্থির তাকিয়ে বললেন, KN কলেজ। সন্তু।

*
কয়েক মুহূর্ত দুজনের মধ্যে এক ভয়ংকর নীরবতা। ট্রেনে আছি, সেটা বেমালুম ভুলে গিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছি ভদ্রলোক, থুড়ি আমার সেই মৃত বন্ধু, থুড়ি বেঁচে থাকা বন্ধু সুশোভনের দিকে।

বিস্ময় কাটিয়ে কিছুক্ষণ পর বললাম, ভাই তুই বেঁচে আছিস তাহলে?

কেন রে, মরে গেলে ভালো হতো নাকি?

কিন্তু ব্যাটা বিভাস যে আমাকে ফোন করে বলেছিল তুই নাকি ট্রেনের তলায় কাটা পড়েছিস। পেপারেও দিয়েছিল।

ওটা একই নামের অন্য কেউ ছিল হয়তো। তবে শুধু কী মারলি আমায়, তার আগে বিয়ে দিলি, বাচ্চাও হল।

তার মানে তোর বিয়ে হয়নি?

না হয়নি। আর স্টিল নাও আনম্যারেড।

ভাই ক্ষমা করে দে। এরকম একটা ফেক নিউজকে এতকাল সত্যি মেনে আসার জন্য। তবে তুই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছিস।

কীরকম?

চেহারার মধ্যে একটা ভারিক্কি ভাব এসেছে।

বয়স বাড়লে তো আসবেই। তবে না চেনার মতো কিছু ছিল না। আমি তো তোকে প্রথম দেখাতেই চিনতে পেরেছিলাম। তবে তুই কিন্তু অবিলল একই আছিস।

না রে, ভালো করে লক্ষ্য করে দেখ, গায়ে একটু মাংস লেগেছে।

আমি সেটা বলছি না।

তবে?

মানে কলেজে পড়তে যেমন টাল পাবলিক ছিলিস, এত বছর পর আজও সেই টাল-ই থেকে গেছিস।



আমার আশেপাশে এরকম প্রচুর টাল পাবলিক আছে তারা সংখ্যায় এত বেশি যার কারনে মেনশন দিতে পারলাম না🤣

25/03/2024

তারপর একদিন স্কুলের ইউনিফর্ম'টা বাড়িতে এসে খুললাম, আর কোনোদিন পরা হয়ে উঠেনি!

05/02/2024






Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dola's Vlog Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share