22/06/2025
আমি ভয়ংকর খারাপ মানুষ।ঠিক এই কারণেই নিভে গেছে সব বাতি ঘর এমনকি সূর্যও এই প্রেতের ভয়ে পাঠায় না আলো আর এখানে পৃথিবীর নাম এখন ঘোর অন্ধকার।দেখো আমাকে ভালোবাসবে কি-না তা তোমার ব্যাপার।কবোরের ভেতরে যে তার তো মনে হবেই মরে গেছে সবাই আমি ভয়ংকর খারাপ মানুষ। নিজের আড়মোড়া ভাঙার শব্দ ছাড়া আমি ঘৃণা করি আর যে কোনো শব্দ।এই কারণেই শূন্যতা দিয়ে বানিয়েছি এমন নির্যঙ্গ ঘর।