02/05/2025
জীবন বড় অদ্ভুত আজ জাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারবে শপিং করে দিতে পারবে সেই তোমার সাথে আত্মীয় সম্পর্ক রাখবে আসলে তার কি রকম আয় সেটা তুমি জেনেও তার অবস্থান বুজেও তাকে তুমি অপমান করবে। আসলে আজ কাল আত্মীয়তা বজায় রাখার জন্য অনেক অর্থ প্রয়োজন। তা না হলে তোমার কাছের মানুষই রক্তের সম্পর্ক জাদের সাথে তারাই তোমাকে মূল্য দিবে না। কখনো তারা জিজ্ঞেস করবে না তুমি কোন অবস্থায় আছো অথবা তোমার বউ কিংবা সন্তান অসুস্থ থাকলে জিজ্ঞেস ও করবে না জে এই সীমিত আয় দিয়ে কিভাবে চিকিৎসা করাবে বা কিভাবে দিনকাল পার করছো অনেক বার অসুস্থ হয়ে দেখেছি অনেক টাকা চিকিৎসা করতে জেয়ে অনেক দেনা হয়েছি কিন্ত এই খোজ কেই নিবে না। আজকাল টাকার কাছে সম্পর্ক তুচ্ছ 🥲🥲।