08/08/2024
এটা শেষ জমানা, সবাই হারামকে হালাল মনে করবে। যাদের ইমান দুর্বল, তারাই হারামকে হালাল মনে করবে আর হালালকে হারাম। সবাই পাপকে প্রশ্রয় দিবে।
এখন তাই শুরু হইছে।
যে ইউনুসকে সরকার বানাচ্ছে, সে ইউনুস একজন ইহুদির সাপোর্টার। একটা সুদখোর ব্যবস্থায়ী কখনো দেশের উন্নত করতে পারবে নাহ
মানুষ কতটা ইমান হারা হলে এই কাজ করতে পারে।