
05/09/2025
একটা মজার কাহিনি শেয়ার করি আপনাদের সাথে 🤭
যারা CPM কাজ করে, ওরা খুব কমই নিজেদের পেজে কাজ করে।
আইডি সেটআপ তাদের হয়, যেটা পরে কাজে লাগানো যায়। দু একটা নষ্ট হলে সেটা কোন ব্যাপার না !
কিন্তু আসল মজা তো অন্য জায়গায় 👉
অনেকেই আবার পার্টনারশিপ পেজ কিনে দেন ২০-২৫% এর আশায়। কেউ কেউ তো একেবারে ৫-১০টা সেটআপ পেজ বা কিছু আইডি কিনে বসেন!
মোট ইনভেস্ট? 😏
💸 প্রায় ১ লক্ষ টাকা গায়েব!
এখন ফলাফল কী?
পেমেন্ট পাওয়ার চান্স ০.১% এরও কম।
যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, তাহলে হয়তো ৫-১০ টার মধ্যে একটা পেজের পেমেন্ট পাবেন।
আর সেই একটা পেজের 20% দিয়েয, দেখা যাবে নিজের ইনভেস্টেড টাকাই ফেরত পাচ্ছেন না!
আর যারা সিপিএম করেছে ,তারা এমন অনেকের কাছ থেকে পেজ নিয়ে করার কারণে, চার-পাঁচটা পেমেন্ট রিসিভ করতে পারে আর সেইগুলোর 80% করে হলে অ্যামাউন্টটা অনেক বেশি বড় হয়ে যায় !
তারা লাভ করুক তাতে সমস্যা নেই কিন্তু 20 25% দেওয়ার কোন মানে হয় এটা কি একেবারেই কম হয়ে যায় না পেমেন্ট পাওয়ার সম্ভাবনা 90% থাকলেও বলা যেত ঠিক আছে
তবুও অনেকে বোকার মতো এই ২০-২৫% শেয়ারে পেজ দেয় কাজ করার জন্য। 🤦♂️
দেখলে হাসিই পায় 🤣
👉 সত্যি কথা বলতে, যদি পার্সেন্টটা একটু বেশি হতো, তখন রিস্ক নিয়ে মেনে নেওয়া যেত। কিন্তু এই অবস্থায় ব্যাপারটা একেবারে টাকা ডুবানোর খেলা! 🪣