The Daily GUB

The Daily GUB Government and UGC approved First Private University in Barishal Division.

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের কে বিজয়া দশমীর শুভেচ্ছা। ‘শুভ বিজয়া’
02/10/2025

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের কে বিজয়া দশমীর শুভেচ্ছা।
‘শুভ বিজয়া’


01/10/2025

😌😌😌

বরিশাল মঙ্গলগ্রহের মত।।🙂
01/10/2025

বরিশাল মঙ্গলগ্রহের মত।।🙂



গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ সম্প্রতি EduRank এর র‍্যাংকিং অনুযায়ী বর্তমানে বরিশালের মধ্যে ২য়, বাংলাদেশের মধ্যে ১২৯তম এ...
30/09/2025

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ সম্প্রতি EduRank এর র‍্যাংকিং অনুযায়ী বর্তমানে বরিশালের মধ্যে ২য়, বাংলাদেশের মধ্যে ১২৯তম এবং এশিয়ার মধ্যে ৫৬৬৩ তম স্থানে রয়েছে। এই র‍্যাংকিং আসলে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য কিছুটা হতাশজনক, কারণ বরিশালে ২য় হলেও দেশের এবং এশিয়ার মধ্যে কোনোভাবেই সন্তোষজনক নয়। এটি প্রমাণ করে যে এখনো অনেকদূর এগোনোর প্রয়োজন আছে এবং বিশ্ববিদ্যালয়কে মান উন্নয়নের দিকে আরও জোর দিতে হবে। সামনের দিনে আরও উন্নত অবস্থানে পৌঁছাতে হলে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

প্রথমত, বিশ্ববিদ্যালয়ের পারমানেন্ট ক্যাম্পাস দ্রুত স্থাপন করা জরুরি। একটি স্থায়ী ক্যাম্পাস শুধু অবকাঠামোগত উন্নয়নই নয় বরং শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দ্বিতীয়ত, শিক্ষার মান উন্নয়ন সর্বাধিক গুরুত্বপূর্ণ। মানসম্মত শিক্ষক নিয়োগ, আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন এবং নিয়মিত শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নের মাধ্যমে মান উন্নত করা সম্ভব।

এছাড়া, গবেষণা কার্যক্রমে জোর দিতে হবে। উন্নত গবেষণা ল্যাব, গবেষণা ফান্ড ও আন্তর্জাতিক গবেষণার সাথে সহযোগিতা বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবস্থানকে শক্তিশালী করবে। গবেষণার পাশাপাশি ভালো মার্কেটিং ও ব্র্যান্ডিং এর মাধ্যমেও বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া যেতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের সাফল্যের গল্প তুলে ধরা এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবেগ.....🥲💔
30/09/2025

আবেগ.....🥲💔

29/09/2025

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন অবধি পাঁচ দিন দুর্গোৎসব হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। মহালয়ার মাধ্যমে দুর্গা দেবীকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়েছে।২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা পেয়েছে। এরপর ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ০১ অক্টোবর মহানবমী এবং ০২ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

কথা কইয়ো না.. 🤗
29/09/2025

কথা কইয়ো না.. 🤗

নটরডেম থেকে শিক্ষাসফরে নাসায় নিয়ে যাচ্ছে।🔥
28/09/2025

নটরডেম থেকে শিক্ষাসফরে নাসায় নিয়ে যাচ্ছে।🔥

The Daily GUB এর পক্ষ থেকে সকলকে জানাই, শুভ শারদীয়া 💜
27/09/2025

The Daily GUB এর পক্ষ থেকে সকলকে জানাই,
শুভ শারদীয়া 💜


26/09/2025

🖤🥀

" মনে হচ্ছে ইন্টার্নশিপ করছে, কিন্তু আসলে ফ্রি বিস্কুটের রিভিউ দিচ্ছে ফেসবুকে। 🤭"
26/09/2025

" মনে হচ্ছে ইন্টার্নশিপ করছে, কিন্তু আসলে ফ্রি বিস্কুটের রিভিউ দিচ্ছে ফেসবুকে। 🤭"

26/09/2025

আজ ২৬ সেপ্টেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন।

Address

Mallick Tower, Natullahbad
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when The Daily GUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily GUB:

Share