12/01/2025
অযথা দুঃখ দেওয়া নিষেধ
মুহম্মদ নুরুল হুদা
পৃথিবীর কত কিছুতেই তো নিষেধাজ্ঞা লেখা থাকে।
দেয়ালের গায়ে লেখা থাকে- পোস্টার লাগানো নিষেধ!
বাগানের সাইনবোর্ডে লেখা থাকে- ফুল ছেড়া নিষেধ!
অথচ এই আমি কখনো মন, প্রাণ, দেহের কোথাও
আজও লিখে দিতে পারিনি- অযথা দুঃখ দেওয়া নিষেধ!