Jitu Graphic Hunters

Jitu Graphic Hunters Past Forgot,Present Update,Future Target
(46)

12/01/2025

অযথা দুঃখ দেওয়া নিষেধ
মুহম্মদ নুরুল হুদা

পৃথিবীর কত কিছুতেই তো নিষেধাজ্ঞা লেখা থাকে।
দেয়ালের গায়ে লেখা থাকে- পোস্টার লাগানো নিষেধ!
বাগানের সাইনবোর্ডে লেখা থাকে- ফুল ছেড়া নিষেধ!

অথচ এই আমি কখনো মন, প্রাণ, দেহের কোথাও
আজও লিখে দিতে পারিনি- অযথা দুঃখ দেওয়া নিষেধ!

With Tasnia Farin – I just earned their Farination badge!🎉
10/12/2024

With Tasnia Farin – I just earned their Farination badge!🎉

🧄🧄রসুন সমাচার🧄🧄🧄রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কারণ এর মধ্যে সকল ধরনের রোগ প্রতিরোধী উপাদান থাকে যা কোন প্রক...
21/11/2024

🧄🧄রসুন সমাচার🧄🧄🧄
রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কারণ এর মধ্যে সকল ধরনের রোগ প্রতিরোধী উপাদান থাকে যা কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। সাধারণত রসুনে ভিটামিন, খনিজ উপাদান এবং বিভিন্ন প্রকারের এন্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান দেহের বিভিন্ন রোগ সারিয়ে তুলে এবং পুষ্টি উপাদানের অভাব পূরণ করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
মানব দেহে দুই ধরনের কোলেস্টেরল পাওয়া যায় যার একটি উপকারী এবং অপরটি অপকারী। অপকারী কোলেস্টেরল এলডিএল দেহের জন্য অনেক ক্ষতিকারক বিশেষ করে হার্টের জন্য। কারণ এই কোলেস্টেরল হার্টের পেশি দুর্বল করে দেয় এবং হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি করে। তবে নিয়ম করে রসুনের আচার খেলে তাতে থাকা পুষ্টি উপাদান ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে আনে এবং উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে।
তাই উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে আমি আমার👩‍❤️‍👨সম্মানীয় কিউট হাবিবীর👳‍♂️ জন্য👩‍❤️‍👨 দূর প্রবাসে✈️✈️ এই আচারটি🧄🧄 পাঠিয়ে দিচ্ছি, আপনি দিচ্ছেন তো দূরে থাকা প্রিয় মানুষটির জন্যে। 🤭🤭🤭🤭🤗🤗🤗😀😀

25/10/2024
If anyone need logo design,  business card,social media cover design, name art design, contact with me,, 🥰🥰🥰
25/10/2024

If anyone need logo design, business card,social media cover design, name art design, contact with me,, 🥰🥰🥰

এক বরফশীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন- বা...
23/10/2024

এক বরফশীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন- বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোন উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না?
বৃদ্ধ লোকটি উত্তর দিল- আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি।
কোটিপতি বললেন- আমার জন্য অপেক্ষা করুন। এক্ষুনি আমি ঘরে গিয়ে আপনার জন্য একটি উষ্ণ কাপড় নিয়ে আসছি।
দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বললেন যে তিনি অপেক্ষা করবেন।

ধনী ব্যক্তিটি তার বাড়িতে ঢুকলেন এবং কাজে ব্যস্ত হয়ে গেলেন আর দরিদ্র বৃদ্ধটির কথা ভুলে গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন সেই বৃদ্ধকে খুঁজে বের করার জন্য। কিন্তু তিনি বৃদ্ধটিকে ঠান্ডায় মৃত অবস্থায় দেখতে পান। আর মানুষটির হাতে একটি চিরকুট দেখতে পেলেন।

চিরকুটে লেখা ছিল- যখন আমার কোন উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি।

👉দয়া করে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার থেকে মারাত্মক আর কিছুই হতে পারে না।

©সংগৃহীত

  by me
10/10/2024

by me

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jitu Graphic Hunters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jitu Graphic Hunters:

Share