24/04/2025
হে মহান রব্বুল আলামীন,
আপনি ক্ষমাশীল,
আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন…
হে মাওলা,
ক্ষমা চেয়েছিলো বারবার👏👏
যাকে বারবার ক্ষমা করেছি,
তার বিনিময়ে মিথ্যা অপবাদ, অপমান আর লাঞ্ছনার শিকার …
মুখে ক্ষমা চেয়েছে,
অথচ পরক্ষণেই বলেছে বিষে ভরা কথা,
করেছে খারাপ ইঙ্গিত…
আমি কিছু বলিনি,চুপচাপ সয়ে গেছি—
কারণ আমি জানি,আমি মানুষ… পাথর নই,
তবুও ভাঙিনি, নুয়ে পড়িনি।
শুধু নিঃশব্দে বলেছি—
“আমার তো কেউ নাই…”
তবুও আজও দাঁড়িয়ে আছি—
কারণ আমি বিশ্বাস করি
আপনি সবচেয়ে উত্তম বিচারক।
আপনার দরবারে তো কোন সাক্ষীর প্রয়োজন হয় না
আপনি আমার জন্য যথেষ্ট
আপনি আমার শান্তি…