16/06/2024
সম্পত্তি দখলের লোভে মৃত্যু ভাইয়ের মেয়ে জামাই এবং ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয় প্রেমের কাহিনী সাজিয়ে হত্যা মামলা দায়ের।
অভিযোগের তীর বহুল সমালোচিত ও বিতরকির্ত পিকে হালদারের অন্যতম সহযোগি ক্যাপ্টেন (অব) মোয়াজ্জেম দিকে।
যদিও মামলায় নিজে বাদী না হয়ে, বাদী করা হয়েছে, ক্যাপ্টেন (অব) মোয়াজ্জেম এর বোন নাসিমা ইয়াসমিনকে।
মৃত্যু’র প্রায় ৪ বছর পর করা হয় হত্যা মামলা। এমন ঘটনায় এলাকায় তৈরি হয়েছে হাস্যরস । ইট ভাটা দখল করতে সাজানো নাটক, করা হয়েছে মিথ্যা মামলা এমনটাই দাবী ভুক্তভোগী পরিবারের।