Raz Mohammad

Raz Mohammad কর্ম জীবনের সবচেয়ে ব্যাস্ততম সময় এসে
বুঝলাম জীবনের সবচেয়ে উপভোগ্য সময়
ছিলো বাল্যাকাল.! ❤️‍🩹🙂

ছেলেদের চেহারা তো ১০ম শ্রেণী পর্যন্ত সুন্দর.....!!তারপর তো ক্যারিয়ারের জন্য চেহারা টানষ্ট হয়ে যায়.....!🥺❤️‍🩹
26/11/2025

ছেলেদের চেহারা তো ১০ম শ্রেণী পর্যন্ত সুন্দর.....!!
তারপর তো ক্যারিয়ারের জন্য চেহারা টা
নষ্ট হয়ে যায়.....!🥺❤️‍🩹

যতো বড় হবেন ততো বুঝবেন পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন হয় না..!😅❤️‍🩹
25/11/2025

যতো বড় হবেন ততো বুঝবেন পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন হয় না..!😅❤️‍🩹

মাটির একটা নড়াচড়াতেইবুঝলাম, জীবন থেমে যেতে সময় লাগে না....!
21/11/2025

মাটির একটা নড়াচড়াতেই
বুঝলাম, জীবন থেমে যেতে সময় লাগে না....!

বাচ্চাদের সর্দি-কাশি না থাকলেও নাকের ড্রপ দেওয়া কেন জরুরি?অনেকে ভাবেন, যদি বাচ্চার সর্দি-কাশি না থাকে, তাহলে নাকের ড্রপ...
10/11/2025

বাচ্চাদের সর্দি-কাশি না থাকলেও নাকের ড্রপ দেওয়া কেন জরুরি?

অনেকে ভাবেন, যদি বাচ্চার সর্দি-কাশি না থাকে, তাহলে নাকের ড্রপ দরকার নেই। কিন্তু বাস্তবে, নরসল বা স্যালাইন ড্রপ শুধু সর্দির জন্য নয়, বাচ্চার স্বস্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

✅ শুকনো নাকের জন্য:
শিশুর নাক শুষ্ক হলে ভিতরে খোসা জমে যায়। নাকের ভিতর শুকনো থাকা অস্বস্তি তৈরি করে, ঘুম ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা হতে পারে।

✅ নাক পরিষ্কার রাখতে:
নবজাতক বা ছোট বাচ্চা নিজেই নাক মুছতে পারে না। ড্রপ দিয়ে নাক পরিষ্কার রাখলে ধুলো, ময়লা বা জমে থাকা সেক্রিশন সহজে বের হয়।

✅ শ্বাসপ্রশ্বাস সহজ করা:
শুষ্ক বা সামান্য বন্ধ নাকের কারণে বাচ্চা ঠিকমতো শ্বাস নিতে পারে না। নরসল ড্রপ শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে।

✅ ইনফেকশন প্রতিরোধ:
নাকের ভিতরে খোসা বা ধুলো জমে গেলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। ড্রপ ব্যবহার করলে নাক স্বাস্থ্যকর থাকে।
©️

স্বপ্নের কোন রং নেই তবুও স্বপ্ন রঙিন,ইচ্ছের কোন ডানা নেই তবুও ওরে সীমাহীন!!!
08/11/2025

স্বপ্নের কোন রং নেই তবুও স্বপ্ন রঙিন,
ইচ্ছের কোন ডানা নেই তবুও ওরে সীমাহীন!!!

📍কোন প্রানীর কামড়ে Rabies vaccine দিতে হবে এবং কোন কোন প্রানীর কামড়ে দিতে হবে না?? ➡️যেসব প্রাণীর কামড়ে Rabies vaccine ...
07/11/2025

📍কোন প্রানীর কামড়ে Rabies vaccine দিতে হবে এবং কোন কোন প্রানীর কামড়ে দিতে হবে না??

➡️যেসব প্রাণীর কামড়ে Rabies vaccine দিতে হবে:-👇👇

🔺কুকুর
🔺বিড়াল
🔺শিয়াল
🔺বানর
🔺বেঁজি
🔺বাদুর

➡️যেসব প্রাণীর কামড়ে Rabies vaccine দেওয়ার প্রয়োজন নাই:-👇👇

🔹ইঁদুর
🔹কাঠবিড়ালী
🔹মানুষ
🔹খরগোশ
🔹গুঁইসাপ

🔴গর্ভাবস্থায় Rabies vaccine দেওয়া যাবে কি?

➡️উত্তরঃগর্ভাবস্থা,স্তন্যদানকালে,ছোট বাচ্চা, বৃদ্ধ অবস্থায় বা অন্য যেকোনো অসুস্থতায় Rabies vaccine দেওয়া যায় তাতে কোন সমস্যা নাই।

🔴Rabies আক্রান্ত পশুর দুধ বা মাংস খেলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে কি?

➡️উত্তরঃRabies আক্রান্ত পশুর দুধ বা মাংস খেলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা নাই।

22/10/2025

একটু গজল গাওয়ার চেষ্টা করলাম একটু একটু ভুল আছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ❤️💝

গুরুত্ব দিলেই বিরক্ত আর না দিলে অভিযোগএইভাবে শেষ হয়ে যায় - হাজারো মানুষ এর যোগাযোগ 🥹💔
18/10/2025

গুরুত্ব দিলেই বিরক্ত আর না দিলে অভিযোগ
এইভাবে শেষ হয়ে যায় - হাজারো মানুষ এর যোগাযোগ 🥹💔

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raz Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share