11/09/2025
অফিস খালি, দেরিতে আসেন কৃষি ক'র্মকর্তা'রা, সেবা থেকে ব'ঞ্চি'ত কৃষ'করা...
ঝালকাঠির রাজাপুর উপজেলা কৃষি অফিসের কর্ম'কর্তা'দের অ'নিয়মি'ত উপ'স্থিতি নিয়ে স্থানীয় কৃ'ষকদে'র মাঝে তী'ব্র ক্ষো'ভ দেখা দিয়েছে।
অভি'যোগ রয়েছে, উপজেলা কৃষি ক'র্মক'র্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ ও কৃষি সম্প্র'সা'রণ ক'র্মক'র্তা মেহেরুণ নেছা পাপড়ি দীর্ঘদিন ধরে সকাল ১১টার আগে অফিসে আসেন না এবং দুপুরের পর অফিস শেষ হওয়ার অনেক আগেই চলে যান। ফলে পরা'মর্শ ও সহা'য়তা নিতে আসা কৃষ'করা নিয়'মিত সেবা থেকে ব'ঞ্চি'ত হচ্ছেন।
সরে'জ'মিন ত'দ'ন্তে গত দুই সপ্তাহ ধরে এ অভি'যো'গের স'ত্য'তা পাওয়া গেছে। উপজেলা পরি'ষ'দের সিসিটিভি ফুটেজ দেখলেও কর্ম'কর্তা'দের দেরিতে অফিসে আসা এবং আগেভাগে চলে যাওয়ার প্র'মা'ণ মিলবে বলেও জানায় সচে'তন মহল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালেও অফিসে গিয়ে কর্ম'কর্তা'দের দেখা মেলেনি। মুঠো'ফোনে যোগাযোগ করলে তারা উভয়ই অভি'যোগ অস্বী'কার করেন।
অভি'যোগ রয়েছে, অফিসে কোনো বিশেষ কর্ম'সূচি, কৃ'ষ'ক প্রশি'ক্ষণ বা অনু'ষ্ঠান থাকলেই তারা সকাল ১০টার আগে অফিসে আসেন। কিন্তু অন্য অন্য ক'র্ম দিবসের দিনে দেরিতে আসা ও আগেভাগে চলে যাওয়া নিয়'মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে কৃষ'ক'দের সেবা কার্য'ক্রম প্রায় অ'চ'ল হয়ে পড়েছে।
রাজাপুরের কৃ'ষ'ক মো. আমিনুল ইসলাম ক্ষো'ভ প্রকাশ করে বলেন, “আমরা সারাদিন মাঠে পরি'শ্রম করি। স'ম'স্যা হলে অফিসে আসি, কিন্তু কর্ম'কর্তা'দের পাওয়া যায় না। এতে আমরা চর'ম'ভাবে ক্ষ'তিগ্র'স্ত হচ্ছি।”
আরেক কৃ'ষ'ক মো. মনির হাওলাদার জানান, “বীজ, সা'র কিংবা রো'গবা'লা'ইয়ে'র বিষয়ে জানতে গেলে অফিস খা'লি থাকে। এতে সময় ও অ'র্থ দুটোই ন'ষ্ট হয়।”
এ বিষয়ে উপজেলা কৃষি স'ম্প্রসার'ণ ক'র্মক'র্তা মেহেরুণ নেচ্ছা পাপড়ি বলেন, “আমার কাজ অফিসে বসে করা ন'য়। আমাকে নিয়'মিত মাঠে থাকতে হয়। তাই ৯টা থেকে ৫টা অ'ফি'সে থাকি না।”
উপজেলা কৃষি ক'র্মক'র্তা শাহিদা শারমিন আফরোজও অভি'যোগ অ'স্বীকা'র করে বলেন, “আমি অ'ফি'স প্র'ধা'ন হিসেবে সবদিকে নজর রাখতে হ'য়। অধিকাংশ সময় আমাকে মা'ঠে থাকতে হয়। তবে স্বী'কা'র করছি, প্রতিদিন নি'য়'ম মেনে ৯টা থেকে ৫টা প'র্য'ন্ত অফিসে থাকা স'ম্ভ'ব হয় না।”
উপজেলা নি'র্বা'হী ক'র্মক'র্তা (ভা'রপ্রা'প্ত) মো. জহিরুল ইসলাম জানান, “বিষ'য়টি খতিয়ে দেখে প্রয়ো'জনী'য় ব্য'ব'স্থা নেওয়া হবে।”
সচে'তন মহ'লের মতে, কৃষি ক'র্মক'র্তাদে'র নিয়'মিত অফিসে উপ'স্থিতি নিশ্চিত করা গেলে কৃ'ষক'রা সম'য়ম'তো দিক'নির্দে'শনা পাবে এবং ক্ষ'তি'র পরি'মাণ কমবে। তাই দ্রু'ত সে'বা'র স্বা'র্থে কর্ম'কর্তা'দের উপ'স্থিতি নিশ্চিত করার দা'বি জানিয়েছেন স্থা'নীয়'রা।