Faruk's English Care

Faruk's English Care A specialised page on English to make competitive exams easier. This is Faruk Hosen. A dedicated English trainer specializing in spoken and academic English.
(2)

With a background in English Literature, I have committed to helping students develop strong language skills, focusing on practical, conversational abilities and academic success. I brings language learning to life, ensuring students not only understand English but feel confident using it in real-world contexts. As an educator at Everest Public School and College and through This platform, Faruk's English Care, I continuously works to make English accessible and enjoyable for my students.

03. প্রয়োজনীয় কিছু ছোট ছোট ইংরেজি বাক্য ।
21/09/2025

03. প্রয়োজনীয় কিছু ছোট ছোট ইংরেজি বাক্য ।

ইংরেজি করুন।
18/09/2025

ইংরেজি করুন।

03. গুরুত্বপূর্ণ ৩০টি ইংরেজি প্রবাদ বাক্য শিখুন।
17/09/2025

03. গুরুত্বপূর্ণ ৩০টি ইংরেজি প্রবাদ বাক্য শিখুন।

02. Daily use ইংরেজি বাক্য শিখুন।
15/09/2025

02. Daily use ইংরেজি বাক্য শিখুন।

Daily use ইংরেজি বাক্য শিখুন।
14/09/2025

Daily use ইংরেজি বাক্য শিখুন।

13/09/2025

My brother has no interest ____ music.

A. for B. in
C. with D. at

ইংরেজি করুন
04/09/2025

ইংরেজি করুন

২১৬৯ পদের প্রধান শিক্ষকঃপরীক্ষা ৯০ MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।টিকলে ১০ ভাইভা। বাংলা+ইংরেজি:২৫+২৫ এবং গণিত,বিজ্ঞান+সাধারণ ...
31/08/2025

২১৬৯ পদের প্রধান শিক্ষকঃ

পরীক্ষা ৯০ MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।টিকলে ১০ ভাইভা। বাংলা+ইংরেজি:২৫+২৫ এবং গণিত,বিজ্ঞান+সাধারণ জ্ঞান:২০+২০ মোট:৯০।

সবাই আবেদন করতে পারবেন।কোনো বিভাগীয় কোটা নেই সবার জন্য উন্মুক্ত বয়সসীমা ৩২ এর ভিতর।

আগ্রহী প্রার্থীদের বয়স ০১.০৮.২০২৫ তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৩২ বয়সসীমার মধ্যে থাকতে হবে।

আবেদনের শুরু: ২১.০৯.২০২৫ খ্রিঃ, দুপুর ১২.০০টা
আবেদনের শেষ: ২০.১০.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা
আবেদনের ফি জমাদানের শেষ তারিখ (User ID প্রাপ্তদের জন্য): ২৩.১০.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা।

পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয়, কিছুই মনে থাকছে না— তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান! পরীক্ষার আগে এই সমস্যা অনেক...
31/08/2025

পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয়, কিছুই মনে থাকছে না— তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান! পরীক্ষার আগে এই সমস্যা অনেকেরই হয়। তবে কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে সহজেই স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক পরীক্ষার জন্য মেমোরি বাড়ানোর ৮টি অনন্য উপায়।

১. শুধু পড়লেই হবে না, মনে রাখার জন্য স্মার্টভাবে নোট নিতে হবে। রঙিন মার্কার দিয়ে মূল পয়েন্ট হাইলাইট করা, গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত আকারে লিখে ফ্ল্যাশকার্ড তৈরি করা বা নিজেই তথ্যগুলো সংক্ষেপে লিখে নিলে মনে রাখতে সহজ হয়।

২. বড় বড় অধ্যায় মুখস্থ করতে গিয়ে জট পাকিয়ে গেলে ‘মাইন্ড ম্যাপ’ কৌশল ব্যবহার করুন। এতে মূল বিষয়কে কেন্দ্র করে শাখা-প্রশাখার মতো তথ্য সংযুক্ত করলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়, যা দ্রুত মনে রাখতে সাহায্য করে।

৩. যদি মনে রাখতে চান, তাহলে অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন। পড়া শেষ করে বন্ধুকে বা পরিবারের কাউকে বুঝিয়ে বলুন। এটি মস্তিষ্ককে তথ্য প্রসেস ও সংরক্ষণে সহায়তা করে।

৪. কোনো কঠিন তথ্য সহজে মনে রাখতে ছন্দ, গল্প বা সংক্ষিপ্ত রূপ তৈরি করতে পারেন। যেমন, ইংরেজি শব্দ মনে রাখার জন্য তার সাথে মিলিয়ে বাংলা কোনো মজার শব্দ তৈরি করতে পারেন।

৫. ঘুমের অভাবে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, ফলে তথ্য সংরক্ষণে ব্যাঘাত ঘটে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো জরুরি। পরীক্ষার আগে রাতে জেগে পড়ার চেয়ে পর্যাপ্ত ঘুম নেওয়া বেশি কার্যকর।

৬. একটানা দীর্ঘক্ষণ পড়ার চেয়ে মাঝে মাঝে বিরতি নিয়ে পড়লে মস্তিষ্ক ভালোভাবে তথ্য ধরে রাখতে পারে। ২৫-৩০ মিনিট পড়ার পর ৫-১০ মিনিট বিরতি নিন, এতে মনোযোগ বৃদ্ধি পাবে।

৭. স্মৃতিশক্তি বাড়াতে খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, বাদাম, ডার্ক চকলেট, সবুজ শাক-সবজি, ফল ইত্যাদি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

৮. মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন ও হালকা ব্যায়াম করুন। এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে এবং মনোযোগ বৃদ্ধি পায়, যা পড়া মনে রাখতে সহায়ক।

পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে এই কৌশলগুলো অনুসরণ করলে পড়া যেমন সহজ হবে, তেমনি আত্মবিশ্বাসও বাড়বে। তাই এখন থেকেই এগুলো অভ্যাসে পরিণত করুন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করুন!

💥💥বাংলা ব্যাকরণের সকল অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর একসাথে!! ✍️ বিসিএস, প্রাইমারি, নিবন্ধনসহ সকল গ্রেডের চাকরি পরীক্ষার জন্...
31/08/2025

💥💥বাংলা ব্যাকরণের সকল অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর একসাথে!!
✍️ বিসিএস, প্রাইমারি, নিবন্ধনসহ সকল গ্রেডের চাকরি পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের এই প্রশ্নগুলো মহা গুরুত্বপূর্ণ। শেয়ার করে রাখুন।

প্রাইমারি বিগত সালের গণিত  প্রশ্ন।  শেয়ার করে রাখুন।
31/08/2025

প্রাইমারি বিগত সালের গণিত প্রশ্ন। শেয়ার করে রাখুন।

Address

Barguna
Barishal
8700

Telephone

+8801718475784

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faruk's English Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faruk's English Care:

Share