Sports Buzz's

Sports Buzz's (মেসিতে আসক্ত)
হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ ,,,
(জানের দেশ বাংলাদেশ)
(29)

22/10/2025

২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার বার্সেলোনা নাকি ২০২২ -২৩ মৌসুমের ম্যানচেস্টার সিটি,,, আর ২০২৪-২৫ মৌসুমের পিএসজি এই তিন চ্যাম্পিয়ন লীগ উইনার এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা শক্তিশালী ছিল???
আসলে ২০১০-১১ মৌসুমের বার্সেলোনা খেলা সরাসরি দেখা হয় নায় ওই সময় কতটা ভয়ংকর ছিল সেটা সরাসরি দেখিনি কিন্তু যারা দেখছে তারা সব সময়ই বলে এটাই ছিল নাকি বার্সেলোনা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড।।

22/10/2025

বাংলাদেশে ফুটবল নাকি ক্রিকেট কোনটার বেশি জনপ্রিয়তা??

21/10/2025

Farmin Lopez Hattrick goals...

21/10/2025

সেরি-আ সব থেকে সেরা নাম্বার ১০ বর্তমানে আর্জেন্টাইন সুপারস্টার নিকো পাজ। মেসি পরবর্তী পারফেক্ট নাম্বার ১০ আমরা খুঁজে পেতে চলেছি দেখা যাক তিনি আমাদেরকে তার পারফরমেন্স দিয়ে কতটুকু আশ্বস্ত করতে পারে।

19/10/2025

রাতে বার্সেলোনার কামব্যাক এবং সকালে লিওনেল মেসির হ্যাটট্রিক। ফুটবল ফ্যানদের পুরো দিনটাই সুন্দর কেটেছে কিন্তু আমি বুঝিনা লিওনেল মেসিকে নিয়ে এখনো ট্রোল করে এরা কি আসলেই মানুষ???
লিওনেল মেসি নাকি MLS হ্যাটট্রিক করছে এইজন্য ট্রোল করে,, লিওনেল মেসি যখন ইউরোপিয়ান লিগ খেলছে তখন ৮ বার ব্যালন ডি'অর জিতেছে। আটবার গোল্ডেন বুট জিতেছে। ছয়বার ফিফা দ্যা বেস্ট জিতেছে। দুইবার বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছে। কোপার কথা তো বাদই দিলাম। এগুলো সব টপ ক্লাস কম্পিটিশনে দিয়েছে।
আপনারা এখনো লিওনেল মেসির খেলা দেখতে পারছেন এটাই তো কপাল এটা শুধু আমার নয়, যারা ফুটবল খেলা বোঝে তাদের প্রত্যেকেরই বিশ্বাস যদি লিওনেল মেসি এখনো কোনো ইউরোপিয়ান ফুটবল কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতা করত তাহলে তার মত কোন ফুটবলাররা এখনো পারফরমেন্স করতে পারত না।

#মেসি

19/10/2025

→ ক্যারিয়ারে ৮৮৯ তম গোল ৩৯৯ তম এসিস্ট এবং
→ ক্যারিয়ারে ৬০ তম হ্যাট্রিকের সাথে ৩ গোল ১ এসিস্ট
→ এক ম্যাচেই যেনো চেয়েছিলেন সকল রেকর্ড ভেঙ্গে দিতে
Leo Messi

18/10/2025

হোয়াট এ কামব্যাক। রোনাল্ড আরাহর গোলে বার্সেলোনার কামব্যাক।
এই ম্যাচে তিনটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। একদম শেষের মিনিটের গোলে বার্সেলোনার জয়‌।
লামিন ,, রাফিনহার এবং হান্সি ফ্লিকের উদযাপন দেখার মত ছিল

18/10/2025

লামিন ইয়ামালের এসিস্টে ম্যাজিসিয়ান পেদ্রির গোলে।

18/10/2025

Finally my club FC Barcelona is back...

16/10/2025

আর্জেন্টাইন গোল মেশিন লাওতারো মার্তিনেজ কি পারবে তার ক্যারিয়ার শেষে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল স্কোরার হিসেবে নিজেকে তুলে ধরতে।
কারণ প্রথম স্থানে যাওয়া কোন প্রকার এই সম্ভব নয় কারণ সেখানে আছে মহাবিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। দ্বিতীয়তে আছে আর্জেন্টিনা আরেক তারকা বাতুস্তুতা।
আর লাওতারো মার্তিনেজের তাকে টপকাতে হলে এখনো মনে হয় ২০ টির মত গোল করা লাগবে। দেখা যাক ক্যারিয়ার শেষে কতদূর যেতে পারে এই তারকা।

16/10/2025

ইনশাল্লাহ বাংলাদেশ একদিন আর্জেন্টিনা স্টাইলে কাম ব্যাক করবে। যখন জেতা শুরু করবে তখন আর ভাঙবে না।
আসলে কিছু বছর ধরে আমাদের ভাগ্যটাই অনেক অল্পের জন্য হেরে যাওয়া লাগে। এমনভাবে হারি যেন আরো কষ্টটা বেশি হয় আরেকটু হলেই জিততে পারতাম এমনটা মনে হয়।
আর্জেন্টিনার অবস্থা ঠিক এমন ছিল প্রত্যেকদিন প্রত্যেকটা ম্যাচ এমনই হতো বিশেষ করে বড় টুর্নামেন্ট গুলোতে এমনভাবে হেরে বাদ পড়তো যা বেদনাদায়ক এবং হজম করা কঠিন ছিল ঠিক তেমনি বাংলাদেশের অবস্থা।
এমন খারাপ সময় কাটিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের একদিন গান ব্যাক করব।

16/10/2025

professional ফুটবলারা এমনিই হয়....

Address

Nalchity
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Sports Buzz's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share