
01/10/2025
আল্লাহ 🥺
আমাদের সরকারি বিএম কলেজ এর দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া। গত ২ মাস ধরে দাঁতের ব্যাথা নিয়ে ডা: ইকবাল হোসেন আমান এর কাছে চিকিৎসাধীন, প্রথমে আক্কেল দাঁত চিকিৎসা করার জন্য দাঁত সোজা করার কথা বলে এবং টিথ এলেইনার বানানোর জন্য তাকে টাকা দেওয়া হয়, এর পর আক্কেল দাঁতের পাশে আরেকটা দাঁতে সমস্যা দেখা গেলে সে রুট ক্যানেল করায় এবং যেটার কারনে মেয়েটির শরীর পেরালাইসড এর মতো হয় এরপর ডাক্তার প্রলেপ খুলে দেয় এবং ঔষধ দেয়। কিন্তু সে কিছু বিবেচনা না করেই ঔষধ দেয় যার সাইডইফেক্ট সাদিয়ার অবস্থা গুরুতর ভাবে অসুস্থ করে দেয় এবং মুখ থেকে সারা শরীর এসিড মারার মতো পুড়ে যায় এবং মুখ এবং গলার ভিতর গলে যাওয়ার মতে হয়।
এর প্রভাবে স্টিভিন জনসন নামক রোগটি হইছ। মেয়ের ফেইস মনে হয় এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া ইইছে,মুখ গলার ভিতর মনে হয় গলে গেছে এমন অবস্থা।মেয়েটি এখনো শেরই বাংলা মেডিকেল এর মেডিসিন ওয়ার্ড এ ভর্তি ডাক্তার বলেছে সময় লাগবে।
শেরেই বাংলা মেডিকেল কলেজের অধ্যাপক ডা: এস এম সরওয়ার বলেন ডা: ইকবাল হোসেন আমান এর ভুল চিকিৎসা ও কোনো বিবেচনা ছাড়াই ভুল ঔষধের প্রভাবে এটি হয়েছে৷ তবে এই অবস্থা থেকে সুস্থ হওয়ার জন্য অনেক সময় ও ট্রিটমেন্ট লাগবে। কারো সাথে আর এমন না হোক