03/10/2025
আল্লাহ কে ডাকতে হলে টাইলস বাঁধানো এসি রুমের দরকার হয়না! সৃষ্টিকর্তাকে বালু,পাথরে ভরা খোলা মাঠেও ডাকা যায়!
এসির মধ্যে বসে আল্লাহ'কে ডাকলে বা তার কাছে আর্জি জানালে সেটা তিনি শুনবেন কিনা জানিনা!
তবে এভাবে বালু-মাঠ-পাথর কিংবা কোন মরুর বুকে বসে তাকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দিবেন বলে আমি বিশ্বাস করি।
ছবিটিঃ কুয়াকাটার একটি চর থেকে তোলা, এক জেলে আসরের নামাজ আদায় করছেন।