GaurNitai TV

GaurNitai TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GaurNitai TV, Video Creator, Barisal.

হরিবোল 🙌🙏
"GaurNitaiTV" - তে সবাইকে সু-স্বাগতম, কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা 🙏 কৃপা করে কলিযুগ পাবন অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর বানী প্রচারে ভক্তিমূলক কন্টেন্ট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করে এবং ইনভাইট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন।
হরেকৃষ্ণ 🙏

চাতুর্মাস্য ব্রতকথা চাতুর্মাস্য কি, এবং কেন?? চাতুর্মাস্য চলাকালীন কি কি করণীয়?বিস্তারিত জানতে ধৈর্য সহকারে পোষ্টটি পড়ু...
09/07/2025

চাতুর্মাস্য ব্রতকথা
চাতুর্মাস্য কি, এবং কেন??
চাতুর্মাস্য চলাকালীন কি কি করণীয়?
বিস্তারিত জানতে ধৈর্য সহকারে পোষ্টটি পড়ুন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। হরিবোল 🙏
চাতুর্মাস্য সময়কাল ২০২৫ ইং
১ম মাসঃ (১০ জুলাই - ০৮ আগস্ট) : শাক বর্জন
২য় মাসঃ (০৯ আগস্ট - ০৬ সেপ্টেম্বর) : দই বর্জন
৩য় মাসঃ (০৭ সেপ্টেম্বর - ০৬ অক্টোবর) : দুধ বর্জন
৪র্থ মাসঃ (০৭ অক্টোবর - ০৫ নভেম্বর) : আমিষ বর্জন


#চাতুর্মাস্য ব্রতকথা:
শ্রাবণ-ভাদ্র-আশ্বিন ও কার্তিক এ চারমাস শ্রীভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন। বলা হয় শয়নী একাদশী (জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী) তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন। পার্শ্ব একাদশী (ভাদ্র শুক্লা একাদশী)তে পার্শ্ব পরিবর্তন করেন, এবং উত্থান একাদশী (কার্তিক শুক্লা একাদশী)তে উত্থিত হন।
বছরের এই চারি মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজো ও তমোগুণী প্রভাব অধিক দেখা যায়। অঘটন বেশী ঘটে। তাই কায়মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। কোনও কোনও বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।
ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম করেন।
চতুর্মাসেষু কর্তব্যং কৃষ্ণভক্তি বিবৃদ্ধয়ে ॥
পুরাণে বলা হয়েছে....
যো বিনা নিয়মং মর্ত্যো
ব্রতং বা জপ্যমেব বা।
চাতুর্মাস্য নয়েন্ মূর্খো
জীবন্নপি মৃতো হি সঃ ॥
যে ব্যক্তি নিয়ম, ব্রত বা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে, সেই ব্যক্তি অজ্ঞ ও জীবন্মৃত।
শ্রীব্রহ্মা নারদমুনিকে বলছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে।
ব্রত নিয়মগুলি হলো :-
১) বেশী বেশী করে হরিনাম জপ করতে হবে। যারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তাঁরা শুরু করে দেবেন। যারা নিয়মিত মন্ত্র জপ করেন, তাঁরা জপসংখ্যা বৃদ্ধি করবেন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম। আমাদের মনকে সুরক্ষা দান করে মন্ত্র হরিনাম।
২) প্রতিদিন গীতা-ভাগবত শ্রবণ বা পাঠ করতে হবে। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনাই আমাদের অসার হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে। যারা ভগবৎ কথায় সময় দিতে পারে না, তারা আজেবাজে কথায় সময় পেয়ে বসে।
৩) তর্ক, গালগল্প এড়িয়ে চলতে হবে। কলিযুগের মানুষ আমরা তর্ক করতে, ঝগড়া বাধাতে, গালগল্পে খুবই উন্মুখ হয়ে থাকি।
৪) প্রত্যূষে স্নান সারতে হবে। মঙ্গলময় শ্রীহরির কৃপাকটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্মমুহূর্তে শুচিশুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়।
৫) শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাষকলাই ডাল খাওয়া চলবে না। এই সময়ে এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে। মন বিক্ষিপ্ত করে।
স্কন্দ পুরাণে বলা হয়েছে-
"শ্রাবণে বর্জয়েৎ শাকং
দধি ভাদ্রপদে তথা।
দুগ্ধম্ আশ্বযুজে মাসি
কার্তিকে চামিষং ত্যজেৎ"।
বিশেষতঃ কার্তিক মাসে বেগুন, বরবটি, শিম আহার নিষিদ্ধ।
৬) শ্রীহরি অর্চন কিংবা শ্রীহরিভক্তিমূলক অন্য কোনও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আচারে হোক, প্রচারে হোক যেকোনও সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো।
বিঃদ্রঃ এই চাতুর্মাস্য ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত- এইভাবে পালন করে থাকেন। মোটামুটি যে দিন শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন।

হরিবোল হরিবোল 🙏
কৃপাকরে আপনি এই মহান ব্রত পালন করুন ও অন্যদের উৎসাহিত করুন।
পোষ্টটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন অথবা আপনার টাইমলাইনে রেখে দিন। এছাড়াও নিত্য নতুন ধর্মীয় কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল (GaurNitaiTV) সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব ফলো করে যুক্ত হোন আমাদের সাথে।
জয় শ্রীল প্রভুপাদ 🙌 জয় গুরুমহারাজ 🙌
#চাতুর্মাস্য #চাতুর্মাস্য_ব্রত #দামোদর_মাস #ভীষ্মপঞ্চক_ব্রত #চাতুর্মাস্য_মাহাত্ম্য #ইসকন #ব্রত #চাতুর্মাস্য_ব্রতকথা

07/07/2025

Me & Mind Short Drama, IYF Barishal, GaurNitaiTV

06/07/2025

Return RathaYatra 2025, উল্টো রথযাত্রা ISKCON Barishal, GaurNitaiTV

🙏 হরেকৃষ্ণ 🙏 একাদশী সংবাদ🌹আগামী ০৬-০৭-২০২৫ ইং তারিখ রোজ রবিবার পবিত্র শয়ন একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল(বাংলাদে...
05/07/2025

🙏 হরেকৃষ্ণ 🙏
একাদশী সংবাদ🌹
আগামী ০৬-০৭-২০২৫ ইং তারিখ রোজ রবিবার পবিত্র শয়ন একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল
(বাংলাদেশ) ০৫:১৭-০৯:৪৭
(পশ্চিমবঙ্গ) ০৪:৫৬-০৯:২৬
তাই আসুন আমরা সবাই ভগবান প্রদত্ত একাদশী ব্রত পালন করি এবং মানব জীবন সার্থক করি।
🙏কৃপাকরে আপনি নিজে একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করুন ।।
🙏❤️❤️একাদশী ব্রত মাহাত্ম্য❤️❤️🙏
মহারাজ যুধিষ্ঠির বললেন--'হে কৃষ্ণ! আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন।'
শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন--হে নারদ! এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়।
আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী 'শয়ন' নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি।
বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনরকম দুঃখ, রোগ-ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না। এই ভাবে বহু দিন অতিবাহিত হল। কিন্তু একসময় হঠাৎ দৈবদুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোন বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের 'স্বাহা' 'স্বধা' ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল।
তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল--মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারিবর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগন জীবন ধারন করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়।
রাজা মান্ধাতা বললেন--তোমারা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব। অন্ন থেকেই প্রজার পালন। তাই অ অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।
তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণবন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন।
ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন--'হে রাজন! এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শুদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন--হে মুনিবর! তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন।
তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন--আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিনী। হে রাজন! প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন।
মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল।
এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ তথা নারদ-ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে।

03/07/2025

Hare Krishna Kirtan & Dance During Return Rathyatra 2024
ISKCON Barishal, Prabhujis Part, GaurNitaiTV
যিনি তাল লয় ও সংগীতমাধুর্য বিহীন হয়েও
জগন্নাথদেবের সামনে নৃত্যগীত করেন,
সেই পুন্যাত্মা সাধুবৈষ্ণব সংসর্গে নিশ্চয়ই
মোক্ষপদ লাভ করেন। - স্কন্দপুরান

01/07/2025

Hera Panchami হেরা পঞ্চমী, শ্রীলক্ষ্মীবিজয়োৎসব
RathaYatra Festival 2025 ISKCON Barishal, GaurNitaiTV

29/06/2025

বৈদিক নাটকঃ গীতার আলোকে নতুন জীবন
পরিচালনায়ঃ জাগ্রত ছাত্রসমাজ বিভাগ
শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির (ইস্‌কন) বরিশাল

28/06/2025

গুন্ডিচা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী
শ্রী শ্রী রাধা-শ্যামসুন্দর মন্দির (ইস্‌কন) বরিশাল

28/06/2025

RathaYatra Festival 2025 ISKCON Barishal, GaurNitaiTV

26/06/2025

RathaYatra Adhivas & Final Preparation ISKCON Barishal, GaurNitaiTV

25/06/2025

RathaYatra 2025 Invitation ISKCON Barishal, GaurNitaiTV

24/06/2025

Jagannath SnanaYatra Festival 2025 ISKCON Barishal GaurNitaiTV

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when GaurNitai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GaurNitai TV:

Share

Category