
08/07/2025
"প্রাক্তন"
মানে- যাকে ভাবলে আজও জড়িয়ে ধরতে ইচ্ছে করে। প্রাক্তন মানে-আজও যাকে ফিরে পেতে মন চায়, কিন্তু পরিস্থিতি বাঁধা দেয়! প্রাক্তন মানে-আজও কোনো Romantic song শুনলে যার পুরোনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে। প্রাক্তন মানে, I hate you but I still love you. প্রাক্তন মানে- Block list এ থাকা সত্ত্বেও f**k ID দিয়ে তার প্রোফাইল চেক, প্রাক্তন মানে-যাকে এখনও অন্য কারো সাথে দেখলে নিজের মধ্যে একটা তীব্র কষ্ট বোধ করা। প্রাক্তন মানে chatlist এ আগে যার নাম সবার উপরে ছিলো তাকে হারিয়ে ফেলা। প্রাক্তন মানে যে শুধুই আমার ছিলো, সে আজ অন্য কারো..!💔💔