জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ব্লগসহ নানা ওয়েবসাইটে বরিশাল বিষয়ক গ্রুপ, পেইজসহ বিভিন্ন ধরনের পোষ্টগুলো খেয়াল করলেই বোঝা যায়, কত বিপুল সংখ্যক ‘বরিশাইল্যা’ বা বরিশালের ব্যাপারে আগ্রহী ভার্চুয়াল জগতে একটিভ। অর্থাৎ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন। প্রযুক্তির সহজলভ্যতা দিন দিন এর সংখ্যা বাড়াবে বইকি, কমাবে না। তাই অনলাইন মিডিয়াই যে আগামীর মিডিয়া- সে বিষয়টি এখন সকলেই নিশ্চিত। এমন ভাবনা থেকে দেশে ব
্যাঙের ছাতার মত অসংখ্য নিউজ পোর্টাল ও অনলাইন দৈনিক গড়ে উঠেছে। ভার্চুয়াল পাঠক, শ্রোতা বা দর্শকের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় অন্যান্য জাতীয় নিউজ মিডিয়া অর্থাৎ এজেন্সি, পত্রিকা, এমনকি টিভি চ্যানেলগুলোও ওয়েব-ভার্সন শক্তিশালী করতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রথম আলো, ডেইলি ষ্টার, একাত্তর, ইন্ডিপেন্ডেন্ট, সময় ও দেশ টিভি অনলাইনের পাশাপাশি বিডিনিউজ ও বাংলা নিউজ ইতিমধ্যেই এই নয়া মিডিয়ার সম্ভাবনা প্রমাণ করে দিয়েছে। প্রবাস থেকেও প্রকাশিত হচ্ছে বেশ কয়েকটি অনলাইন পত্রিকা। নোয়াখালী ওয়েবের মত অজস্র আঞ্চলিক অনলাইনও শক্ত অবস্থান গড়ে নিয়েছে। বরিশালকেন্দ্রীক বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালও রয়েছে, যারা প্রায় নিয়মিত সংবাদ পরিবেশন করে। তবে তারা এই অঞ্চলের শুদ্ধ সাংবাদিকতার ঐহিত্য ধারন করা তো দূরের কথা, পেশাদারিত্বেরও ছোঁয়াই লাগাতে পারেনি। খোঁজ নিয়ে দেখেছি, এর প্রধান কারণ এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের কেউই অভিজ্ঞ পেশাদার সাংবাদিক নন। তাই এই বরিশাইল্যা অনলাইনগুলো দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অনলাইনে পাঠক, শ্রোতা ও দর্শকের মধ্যে ক্ষুধা তৈরী করলেও তা মেটাতে পারছে না। যা মেটাতেই এসেছি আমরা, টিম বরিশাল। এটি মূলত দেশ-বিদেশের বিভিন্ন এলাকায় কর্মরত পেশাদার ও অভিজ্ঞ বরিশাইল্যা সাংবাদিকদের একটি দল। শুদ্ধতার অঙ্গীকার নিয়ে কাটানো দুই যুগের অভিজ্ঞতা সঙ্গী করে এ দলের নেতৃত্বে আছেন বরিশালের জেষ্ঠ্য সাংবাদিক স্বপন খন্দকার। দলটির মূল লক্ষ্য অনলাইন জার্নালিজমে নতুন যুগের সূচনা করা। এটি কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠী নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলকে সাংবাদিকতার শুদ্ধ বা সহি বাঙালধারার সাথে পরিচিত করানোর পথেই আমরা হাঁটবো।