BMC Radio

BMC Radio BM College's only student-run radio station & organization dedicated to bringing you the latest campus news, events and entertainment.

12/08/2025

বিএম কলেজ ভর্তি হয়ে এটাই পাওয়া।

(ভিডিও ইনবক্স থেকে নেওয়া)
ভিডিও পাঠিয়েছেন - Abdullah Al Rifat ভাই।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম ২য় মেধা তালিকায় ভর্তি কৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, ...
12/08/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম ২য় মেধা তালিকায় ভর্তি কৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, কোটা মেধা তালিকা প্রকাশ এর জরুরী বিজ্ঞপ্তি

অসাধারণ সমাজবিজ্ঞান বিভাগ 👏
12/08/2025

অসাধারণ সমাজবিজ্ঞান বিভাগ 👏

13/8/2025Be Ready 24-25 Session. Sociology Department, BM College.❤️💫
12/08/2025

13/8/2025
Be Ready 24-25 Session.
Sociology Department, BM College.❤️💫

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্দেশনা।
12/08/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্দেশনা।

রবীন্দ্র-নজরুল স্মরন✨আয়োজনেঃ সংস্কৃতি পরিষদ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।
12/08/2025

রবীন্দ্র-নজরুল স্মরন✨
আয়োজনেঃ সংস্কৃতি পরিষদ,
সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস।।
12/08/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস।।

11/08/2025

বাঁধনে কেন যুক্ত হবেন?

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আমরা অনেকেই খুঁজি এমন কিছু, যেখানে সময়টা শুধু কাটানো নয়, কাজে লাগানো যায়।
বাঁধন তেমনই একটা platform —যেখানে মানবতার জন্য, দেশের মানুষের জন্য, নিজের জন্য কিছু করার সুযোগ আছে।

হ্যাঁ, এটা স্বেচ্ছাসেবামূলক। কেউ টাকা দেয় না, কেউ বাহবা দেয় না।

কিন্তু যখন আপনি নিজেই স্বেচ্ছায় রক্তদান করেন বা একটা ফোন দিয়ে আপনি কারও জন্য রক্তের ব্যবস্থা করেন, তখন এক পরিবার নিঃশ্বাস নিতে পারে।

আপনার সামান্য সময়, সামান্য চেষ্টা—একজন মানুষের জীবন বাঁচাতে পারে। যেখানে আপনি নিজের সময় আর সামর্থ্য দিয়ে অন্যের জীবন বদলাতে পারেন।

আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার সামান্য সহায়তায় যে পরিবারটি তাদের প্রিয়জনকে ফিরে পায়, তাদের কৃতজ্ঞতা আর দোয়া আপনার জীবনের জন্য এক অনন্য প্রাপ্তি।

নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো, যা হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে—বাঁধনের মতো একটি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া কতটা অর্থবহ হতে পারে আপনার জীবন ও সমাজের জন্য-

🔹 একজন মানুষের জীবন বাঁচানোর অংশীদার হওয়া
🔹 সহানুভূতির জায়গা থেকে কাজ করার আত্মতৃপ্তি
🔹 নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা, সাংগঠনিক দক্ষতা শেখার বাস্তব প্ল্যাটফর্ম
🔹 নতুন মানুষ চেনা, বড় এক বন্ধুত্বের পরিধি তৈরি হওয়া
🔹 আত্মবিশ্বাস ও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া
🔹এবং সবচেয়ে বড় ব্যাপার – একটা ভালো মানুষ হয়ে ওঠার রাস্তা।

আর হ্যাঁ, গবেষণা বলছে—অন্যের পাশে দাঁড়ানো মানসিক স্বাস্থ্য ও নিজের সুখবোধও বাড়ায়।

ভাবুন তো, যখন কেউ বলে, “ভাই/আপু, আপনি না থাকলে হয়তো আজ আমার বাবা/মা বাঁচতো না…”
এই কথার বদলে আর কী দরকার?

বাঁধন শুধুই একটি রক্তদানের সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বাঁধনের মতো সংগঠনে যুক্ত হওয়া মানে নিজের অবসর সময়টুকু মানবতার কাজে ব্যয় করা। একজন বাঁধনকর্মী হিসেবে আপনি সমাজকে যেমন কিছু দিবেন, তেমনি নিজেকেও তৈরি করবেন আরও পরিপূর্ণভাবে।

আজ হোক আপনার সেই শপথ নেওয়ার দিন—"আমি মানবতার পাশে থাকবো, আমি বাঁধনে যুক্ত হবো।"

জয় হোক মানবতার, জয় হোক বাঁধনের। ❤

‎★ সত্য! ★ ঐক্য ★ উন্নতি★‎❝মানব সেবা, নতুন এক সম্ভাবনা ও সকলের মধ্যে একতা প্রতিষ্ঠা করা❞ - এই লক্ষ্যে প্রতিষ্ঠিত ছাত্র ক...
09/08/2025

‎★ সত্য! ★ ঐক্য ★ উন্নতি★

‎❝মানব সেবা, নতুন এক সম্ভাবনা ও সকলের মধ্যে একতা প্রতিষ্ঠা করা❞ - এই লক্ষ্যে প্রতিষ্ঠিত ছাত্র কল্যাণ পরিষদ।

‎💠শুধুমাত্র স্বরুপকাঠি- বানারীপাড়া উপজেলার শিক্ষার্থীদের জন্য।
ছাত্র কল্যাণ পরিষদের - সদস্য ফরম বিতরন চলছে💠

‎** সরকারি ব্রজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থী ও বিশেষ করে স্বরুপকাঠি - বানারীপাড়া রুটের সকল শিক্ষার্থীদের কল্যাণে "এই ছাত্র কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে।

‎** ছাত্র কল্যান সংগঠন প্রতিষ্ঠা হবার পর থেকে এই রুটের শিক্ষার্থীরা আনুষ্ঠানিক ভাবে ফরম সংগ্রহ করে জমা দিয়েছে। নতুন ও পুরাতন শিক্ষার্থী যারা এখনো ফরম নেয় নাই তাদের জন্য আগামী ১৫/০৮/২৫ তারিখ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে।

🚫এটা একটা অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। রাজনীতির কোন স্পর্স এখানে নেই 🚫

🎈বিশেষ আকর্ষণ : ফরম পূরন করে জমা দেয়ার সময় একটা আকর্ষণীয় গিফট পাবেন।🙄

‎★ফরম যেভাবে নিতে পারবেন:
সোমবার, বুধ ও বৃহস্পতিবার স্বরুপকাঠির কলেজ বাসে।
অথবা কলেজে বসেও নিতে পারবেন।

📱ফোনে যোগাযোগ করবেনঃ
১/ এস এম হাসান রাজু : (আহবায়ক)
01642716270
‎২/ এ,কে. আজাদ : (সদস্য সচিব) . 01924262432
৩/ মো: সানিম ( কার্যনির্বাহী সদস্য) 01870035186

‎🎈ফরম পূরন করে পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও সদস্য ফরম সংগ্রহের জন্য ৩০ টাকা জমা দিবেন।
ধন্যবাদ সবাইকে।

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এখনো ডিবেটিং ক্লাবের ফর্ম জমা দেননি আগামীকাল ১০-০৮-২০২৫ রবিবার থেকে ১২-০৮-২০২৫ মঙ্গল...
09/08/2025

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এখনো ডিবেটিং ক্লাবের ফর্ম জমা দেননি আগামীকাল ১০-০৮-২০২৫ রবিবার থেকে ১২-০৮-২০২৫ মঙ্গলবারের মধ্যে ফর্ম জমা দিবেন।
🏠ফর্ম জমা দেয়ার স্থানঃ বিএম কলেজ ডিবেটিং ক্লাব (রসায়ন ভবনের নিচতলায়)
🕛সময়ঃ প্রতিদিন সকাল ১০ঃ৩০ থেকে ১২ঃ৩০ পর্যন্ত

তাই দ্রুত আপনার ফর্ম জমা দিন।
যেকোনো প্রয়োজনেঃ ০১৫১৯৬০৯৭৬৩

09/08/2025

এসে গেছে নতুন টপিক তাকে ছেড়ে দিতে হবে স্থান 🌝🌝

ভুক্তভোগী হয় শিক্ষার্থীরা।

কি বলেন সবাই?
09/08/2025

কি বলেন সবাই?

Address

Barisal
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when BMC Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share