BMC Radio

BMC Radio BM College's only student-run radio station & organization dedicated to bringing you the latest campus news, events and entertainment.

চলছে ক্যাম্পাসে শহীদ শরিফ ওসমানি হাদি ভাইয়ের গ্রাফিতির কাজ।
26/12/2025

চলছে ক্যাম্পাসে শহীদ শরিফ ওসমানি হাদি ভাইয়ের গ্রাফিতির কাজ।

আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদীকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ এবং...
19/12/2025

আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদীকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ এবং বিপ্লব অব্যাহত রাখতে ছাত্র-জনতার কর্মসূচি

জুমুয়ার সালাত আদায় এবং নামাজ পরবর্তী দোয়া ও বিক্ষোভ মিছিল

🗓️তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫
📌স্থানঃ নথুল্লাবাদ গোল চত্বর (জুলাই চত্বর)

দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান

আয়োজনে: বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা

17/12/2025

অনার্স ২৩-২৪ সেশনের বর্তমান অবস্থা 🥱


চিঠি লিখে আত্ম*হত্যা করেছেন সরকারি ব্রজমোহন কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জহিরুল ইসলাম।
17/12/2025

চিঠি লিখে আত্ম*হত্যা করেছেন সরকারি ব্রজমোহন কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জহিরুল ইসলাম।

আজ যোহরের ওয়াক্ত বিএম কলেজ কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজরত অবস্থায় আমার পিছনের চেয়ারে রাখা একটি শীতের ব্লেজার নিয়ে যায় এই চ...
16/12/2025

আজ যোহরের ওয়াক্ত বিএম কলেজ কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজরত অবস্থায় আমার পিছনের চেয়ারে রাখা একটি শীতের ব্লেজার নিয়ে যায় এই চোর।

ব্লেজারের পকেটে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং একগুচ্ছ চাবি ছিলো। যা খুবই গুরুত্বপূর্ণ।

উক্ত ব্যাক্তিকে কেউ চিনে থাকলে তথ্য দেয়ার অনুরোধ রইলো।

-নাহিদ হাসান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ (২০-২১)

ইসলামিক স্টাডিজ বিভাগের চড়ুইভাতি ১১ ডিসেম্বর ২০২৫ সর্বহস্পতিবার স্থান: লাকুটিয়া জমিদার বাড়ী
09/12/2025

ইসলামিক স্টাডিজ বিভাগের চড়ুইভাতি
১১ ডিসেম্বর ২০২৫ সর্বহস্পতিবার
স্থান: লাকুটিয়া জমিদার বাড়ী

সবাই প্রস্তুত??অসাধারণ আয়োজনের অপেক্ষায় BM College Debating Club-BMCDC 😍
07/12/2025

সবাই প্রস্তুত??

অসাধারণ আয়োজনের অপেক্ষায় BM College Debating Club-BMCDC 😍

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালআজ অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের সাথে আমাদের একজন গৌরবময় রোভার স্কাউট সদস্যের অসাধারণ অর্জন...
06/12/2025

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
আজ অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের সাথে আমাদের একজন গৌরবময় রোভার স্কাউট সদস্যের অসাধারণ অর্জনের সংবাদ প্রকাশ করছে।

মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রেসিডেন্ট'স রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড প্রদান করেন।

পিআরএস রবিন চন্দ্র মজুমদার আমাদের কলেজের অর্থনীতি বিভাগের নিবেদিত প্রাণ, সৎ, পরিশ্রমী এবং মানবিক সেবায় অঙ্গীকারবদ্ধ রোভার রবিন চন্দ্র মজুমদার আজ রোভার স্কাউট শাখার সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করেছেন।
আরও গর্বের বিষয় হলো—তিনি সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপ, বরিশাল থেকে দীর্ঘ ২০ বছর পর ৭ম বারের মতো এই মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতি লাভ করেছেন।
এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়; সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের এক অনন্য সাফল্য।

রোভার আন্দোলনের মূল দর্শন—
"Service to the Community, Leadership through Action, and Discipline in Life"
রবিন চন্দ্র মজুমদার তার পুরো রোভারিং জীবনে প্রতিটি ক্ষেত্রেই এই আদর্শকে বাস্তবে রূপ দিয়েছেন।
গ্রুপের প্রতিটি কার্যক্রম, সেবা ক্যাম্প, আন্তর্জাতিক, জাতীয়,আঞ্চলিক প্রোগ্রাম, সামাজিক উদ্যোগ—সব জায়গায় রবিনের দায়িত্বশীলতা, নেতৃত্ব, নিষ্ঠা ও সেবার মানসিকতা আমাদের ইউনিটকে বারবার সমৃদ্ধ করেছে।

তার আন্তরিকতা, কাজের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বগুণের ফলেই আজকের এই মহামূল্য অর্জন সম্ভব হয়েছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
রবিন চন্দ্র মজুমদারের এই সাফল্য আমাদের কলেজের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে, শক্তি দেবে।

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের পক্ষ থেকে রবিন চন্দ্র মজুমদারকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা।
তার আগামীর পথচলা হোক আরও আলোকিত, আরও দায়িত্বপূর্ণ এবং মানবতার সেবায় আরও সমৃদ্ধ।

— সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।

যুক্তির আলোয় করব সত্যের প্রতিষ্ঠা—এই প্রত্যয়ে শুরু হচ্ছে প্রতীক্ষিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ (ফাইনাল) ফাইনালে ...
06/12/2025

যুক্তির আলোয় করব সত্যের প্রতিষ্ঠা—এই প্রত্যয়ে শুরু হচ্ছে প্রতীক্ষিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ (ফাইনাল)

ফাইনালে মুখোমুখি
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ — Blooming Botany
রাষ্ট্র বিজ্ঞান বিভাগ — PSDA

📍 ভেন্যু: মুক্ত মঞ্চ
🗓️ তারিখ: ৮ ডিসেম্বর, ২০২৫
⏰ সময়: সকাল ১০টা

চিন্তার শাণিত যুক্তি, মেধার সৌন্দর্য আর বক্তৃতার নান্দনিকতায় ভরা এক রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী হতে সবাইকে আমন্ত্রণ।
চলুন, যুক্তির শক্তিতে সত্যের পথে একসাথে এগিয়ে যাই।

বি এম কলেজ ডিবেটিং ক্লাব (বিএমসিডিসি)

শুভেচ্ছা ও অভিনন্দন। 💝সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপে নিম্নলিখিত শিক্ষকবৃন্দকে সহকারী রোভার স্কাউট লিডার (ARSL)...
04/12/2025

শুভেচ্ছা ও অভিনন্দন। 💝

সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপে নিম্নলিখিত শিক্ষকবৃন্দকে সহকারী রোভার স্কাউট লিডার (ARSL), পদে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হলো।

04/12/2025

বাকসু নিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের জরুরী সংবাদ সম্মেলন

Address

Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when BMC Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share