06/12/2025
সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
আজ অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের সাথে আমাদের একজন গৌরবময় রোভার স্কাউট সদস্যের অসাধারণ অর্জনের সংবাদ প্রকাশ করছে।
মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রেসিডেন্ট'স রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড প্রদান করেন।
পিআরএস রবিন চন্দ্র মজুমদার আমাদের কলেজের অর্থনীতি বিভাগের নিবেদিত প্রাণ, সৎ, পরিশ্রমী এবং মানবিক সেবায় অঙ্গীকারবদ্ধ রোভার রবিন চন্দ্র মজুমদার আজ রোভার স্কাউট শাখার সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করেছেন।
আরও গর্বের বিষয় হলো—তিনি সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপ, বরিশাল থেকে দীর্ঘ ২০ বছর পর ৭ম বারের মতো এই মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতি লাভ করেছেন।
এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়; সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের এক অনন্য সাফল্য।
রোভার আন্দোলনের মূল দর্শন—
"Service to the Community, Leadership through Action, and Discipline in Life"
রবিন চন্দ্র মজুমদার তার পুরো রোভারিং জীবনে প্রতিটি ক্ষেত্রেই এই আদর্শকে বাস্তবে রূপ দিয়েছেন।
গ্রুপের প্রতিটি কার্যক্রম, সেবা ক্যাম্প, আন্তর্জাতিক, জাতীয়,আঞ্চলিক প্রোগ্রাম, সামাজিক উদ্যোগ—সব জায়গায় রবিনের দায়িত্বশীলতা, নেতৃত্ব, নিষ্ঠা ও সেবার মানসিকতা আমাদের ইউনিটকে বারবার সমৃদ্ধ করেছে।
তার আন্তরিকতা, কাজের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বগুণের ফলেই আজকের এই মহামূল্য অর্জন সম্ভব হয়েছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
রবিন চন্দ্র মজুমদারের এই সাফল্য আমাদের কলেজের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে, শক্তি দেবে।
সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের পক্ষ থেকে রবিন চন্দ্র মজুমদারকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা।
তার আগামীর পথচলা হোক আরও আলোকিত, আরও দায়িত্বপূর্ণ এবং মানবতার সেবায় আরও সমৃদ্ধ।
— সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।