Taqwa Cyber Security BD

Taqwa Cyber Security BD . Taqwa Cyber ​​Security BD

সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সকল সমস্যার সমাধান করা হয়।

আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা

(4)

নিজেদের পে আউট ডিজেবল করতে না চাইলে, এগুলো ফলো করুন।১. প্রথমেই ফেসবুক একাউন্ট এর নাম ও জন্মসাল নিজেদের পাসপোর্ট বা এনআইড...
29/07/2025

নিজেদের পে আউট ডিজেবল করতে না চাইলে, এগুলো ফলো করুন।

১. প্রথমেই ফেসবুক একাউন্ট এর নাম ও জন্মসাল নিজেদের পাসপোর্ট বা এনআইডি অনুযায়ী করে নিন।

২. সব সময় নিজেদের নামের ব্যাংক একাউন্ট ও টিন সার্টিফিকেট ব্যবহার করার ট্রাই করুন। অন্যকারো টিন বা ব্যাংক সেট আপ করলেও সমস্যা নেই তবে না করাই বেটার।

৩. ট্যাক্স ইনফরমেশন দেয়ার সময় ঠান্ডা মাথায় সঠিকভাবে তা আপডেট করুন। ক্যাটাগরি, কান্ট্রি এগুলো দেখে শুনে সিলেক্ট করুন।

৪. ফেইকভাবে যারা মনিটাইজ এনে দেয়, সে ধরনের সার্ভিস নেয়া থেকে বিরত থাকুন। নিজেদের কনটেন্ট আপলোড করতে থাকলে মনিটাইজ আসবেই। তাই ফেইকভাবে মনিটাইজ নিয়ে মনিটাইজ ফ্ল্যাগ না করাই উত্তম।

*** সবকিছু বলার পরেও আপনারা আউট ইনফরমেশন ভুল সেট আপ করেন, যার কারনে পেমেন্ট আটকে যায়, ভেরিফাই ডকুমেন্টস এ চলে যায় পে আউট। অবশেষে ডিজেবল।

তাই নিজেরা পে আউট সেট আপ না করে অভিজ্ঞ কারো হেল্প নিন সব সময়, যেকোনো প্রয়োজনে Taqwa Cyber Security BD এর হেল্প নিতে পারেন।

বি দ্র: ইউটিউব এক্সপার্ট দের হেল্প নেয়া থেকে বিরত থাকুন।



সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ইন্ডিয়ান এবং বাংলাদেশের এক চ^ ক্র কাজ করে যাচ্ছে!প্রধান টার্গেট: যুবক এবং ৩৫ থেকে ৪৫ বছরের ম...
29/07/2025

সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ইন্ডিয়ান এবং বাংলাদেশের এক চ^ ক্র কাজ করে যাচ্ছে!
প্রধান টার্গেট: যুবক এবং ৩৫ থেকে ৪৫ বছরের মিডেল এজ মেনদেরকে! প্রথমে তারা টার্গেট খুঁজে বের করে এবং একটি মেয়ের একাউন্ট থেকে ইনবক্সে নক করে।রেসপন্স করা হলে বারবার ভিডিও কল দেয়।অনেক সময় বিরক্ত হয়ে কেউ কেউ কল রিসিভ করলে,তারা সঙ্গে সঙ্গে আপত্তিকর ভিডিও চালিয়ে দেয় এবং স্ক্রিন রেকর্ড করে।পরে সেই রেকর্ড এডিট করে আপত্তিকর কন্টেন্ট বানিয়ে ভয়াবহভাবে ব্ল্যাক^ মেইল করতে শুরু করে।

অনেকে না বুঝে, সম্মানের কথা চিন্তা করে হাজার হাজার টাকা এই প্রতারক চক্র^ কে দিয়েও রেহাই পাচ্ছেন না!

এটার একমাত্র সলিউশন সচেতন থাকা। তারপরও যদি এমন ভুল হয়ে যায়, নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করুন।এসব বিষয়ে সহায়তা পেতে আমাদেরকে ইনবক্স করুন।

অ'শ্লী'ল'তা ছড়ানোর অভিযোগে ৪২ হাজার বিশিষ্ট আরো ১টি ১৮+ আইডি রি'মু'ভ করা হলো।
29/07/2025

অ'শ্লী'ল'তা ছড়ানোর অভিযোগে ৪২ হাজার বিশিষ্ট আরো ১টি ১৮+ আইডি রি'মু'ভ করা হলো।

আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে, করে নিন  Meta Blue verified, কোন প্রকার ডকুমেন্টের ঝামেলা ছাড়াই সর্বোচ্চ কম দ...
29/07/2025

আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে, করে নিন Meta Blue verified, কোন প্রকার ডকুমেন্টের ঝামেলা ছাড়াই সর্বোচ্চ কম দামে মেটা ব্লু ভেরিফাই ❤️
বিস্তারিত জানতে ইনবক্স করুন 📌

***বিশেষ সর্তকতামূলক পোস্ট***🔴 অনলাইনে প্রতারণা — সাবধান হোন*বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল বা ...
29/07/2025

***বিশেষ সর্তকতামূলক পোস্ট***

🔴 অনলাইনে প্রতারণা — সাবধান হোন*

বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল বা SMS–এর মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার বা পুরস্কারের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা বাড়ছে।

👤 প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশ ফেরত আত্মীয়, ধনাঢ্য ব্যবসায়ী, অনলাইনে কমদামে বিভিন্ন মালামাল বিক্রি কিংবা সহজে ইউরোপ-আমেরিকার ভিসার ব্যবস্থা করার প্রলোভনে মানুষকে টার্গেট করে বিশ্বাস অর্জন করছে।

🕵️‍♂️ ফিশিং (Phishing) ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য জেনে নিচ্ছে এবং এরপর মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) অথবা ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

⚠️ সতর্ক থাকুন — সচেতন হোন:
✔️ অচেনা নম্বর বা লিংকে ক্লিক করবেন না।
✔️ আপনার জাতীয় পরিচয়পত্র, ওটিপি, পাসওয়ার্ড, বা পিন কেউ চাইলে কখনোই দিবেন না।
✔️ লোভনীয় পুরস্কার, লটারির প্রলোভনে ক্লিক বা টাকা পাঠাবেন না।
✔️ আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে নিকটস্থ থানায় জানান।

📌 আমরা সবাই সচেতন হলে প্রতারণা রোধ করা সম্ভব।
নিজে সচেতন হোন, পরিবার ও প্রিয়জনকেও সতর্ক করুন।

ফেক আইডি খুলে হয়রানি বন্ধ করুন। প্রযুক্তি এখন অনেক উন্নত চাইলেই শনাক্ত করা যায়। তাই এসব ভুল কাজ থেকে ফিরে আসুন, নয়তো ...
28/07/2025

ফেক আইডি খুলে হয়রানি বন্ধ করুন। প্রযুক্তি এখন অনেক উন্নত চাইলেই শনাক্ত করা যায়। তাই এসব ভুল কাজ থেকে ফিরে আসুন, নয়তো ফল ভোগ করতে বেশি সময় লাগবে না।

কারো আইডি / পেজে এমন কোন সমস্যা থাকলে। এখনই Taqwa Cyber Security BD  পেজে নক করুন। ইনশাআল্লাহ ঠিক করে দেওয়া যাবে ❤️‍🩹
28/07/2025

কারো আইডি / পেজে এমন কোন সমস্যা থাকলে। এখনই Taqwa Cyber Security BD পেজে নক করুন। ইনশাআল্লাহ ঠিক করে দেওয়া যাবে ❤️‍🩹

Hasan Mahmud  ভাইয়ের পার্সোনাল ফেসবুক একাউন্টটি ব্লু ভেরিফাইড করে দেওয়া হলো। ফেসবুক নিয়ে কারো কোন সমস্যা থাকলে। অনুগ্রহ ...
28/07/2025

Hasan Mahmud ভাইয়ের পার্সোনাল ফেসবুক একাউন্টটি ব্লু ভেরিফাইড করে দেওয়া হলো।

ফেসবুক নিয়ে কারো কোন সমস্যা থাকলে। অনুগ্রহ করে ইনবক্সে করুন। ধন্যবাদ ❤️‍🩹

28/07/2025

ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার YouTube Pinterest যে কোন ধরনের ইসু সমস্যা সমাধান করা হয়। ফেসবুক পে আউট যে কোন ধরনের সমস্যা সমাধান করা হয়।

27/07/2025

আমার ফ্রেন্ডলিস্টে যদি কেউ ফেক আইডি খুলে কাউকে এডাল্ট ছবি/ভিডিও দিয়ে ব্ল্যাক*মেইল করার মত অপ^ রাধে জড়িয়ে থাকেন আপনাকেই বলছি!

এখন ফেসবুকের সিস্টেম অনেক আপডেট। ফেক আইডি খুলে এসব নোংরা কাজ করলে আপনার IP অ্যাড্রেস ধরে সব অ্যাকাউন্ট পার্মানেন্টলি রিমুভ করে দেবে।

আর আপনি যতই লুকিয়ে থাকেন, প্রযুক্তির যুগে বাংলাদেশ পুলিশের সাইবার ইউনিট আপনার সব তথ্য বের করতে পারবে, ঠিক ঠিক জায়গা থেকেই।

সাধু সাবধান! আজ না হোক কাল ধরা পড়বেনই। অন্যের ক্ষ>তি করে নিজের জীবন নষ্ট করবেন না।

Ahmmed Nayem  ভাইয়ের পার্সোনাল ফেসবুক একাউন্টটি ব্লু ভেরিফাইড করে দেওয়া হলো। ফেসবুক নিয়ে কারো কোন সমস্যা থাকলে। অনুগ্রহ ...
27/07/2025

Ahmmed Nayem ভাইয়ের পার্সোনাল ফেসবুক একাউন্টটি ব্লু ভেরিফাইড করে দেওয়া হলো।

ফেসবুক নিয়ে কারো কোন সমস্যা থাকলে। অনুগ্রহ করে ইনবক্সে করুন। ধন্যবাদ ❤️‍🩹

27/07/2025

🌐 Facebook / Instagram সমস্যা?
✅ ট্রাস্টেড সমাধান পেতে এখনই ইনবক্স করুন!

আমরা অনেকেই হঠাৎ আইডি/পেইজ নিয়ে বিপদে পড়ি। ভুল কাউকে ভরসা করে আরও ক্ষতি না করে — আগে যাচাই করুন, তারপর যোগাযোগ করুন।

📌 যেসব সমস্যায় সহায়তা করি:
🔐 হ্যাকড আইডি বা পেইজ রিকভার
🚫 ডিজেবল আইডি/পেইজ ব্যাক আনা
🔓 লক/টু-স্টেপ বাইপাস
🔵 ব্লু ভেরিফিকেশন (প্রোফাইল)
⚠️ সাসপেন্ড ইস্যু
📉 বোস্টিং সমস্যা
🛑 ফেক বা হ্যারাসমেন্ট আইডি রিমুভ (জিডি কপিসহ)

💬 দ্রুত সাহায্য পেতে:
👉 শুধু "Hi/Hello" না লিখে, আপনার সমস্যার বিস্তারিত লিখুন।
🕒 আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব রিপ্লাই দিতে।

📢 বিশ্বাসযোগ্য সাপোর্ট চাইলে ইনবক্স করুন ❤️

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Cyber Security BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share