আমার কাব্য

আমার কাব্য আমাতে আমি বিলীন হয়ে যাই।

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
07/08/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

আমিও একটা ফুল চাই ছোট্ট গোলাপ, একটা বেলি। আমিও একটা নদী চাই, শান্ত, গবীর, অতল গহ্বরে তলিয়ে যাওয়া যাবে এমন। আমারও একটা আক...
07/08/2025

আমিও একটা ফুল চাই ছোট্ট গোলাপ, একটা বেলি। আমিও একটা নদী চাই, শান্ত, গবীর, অতল গহ্বরে তলিয়ে যাওয়া যাবে এমন। আমারও একটা আকাশ হোক ছোট্ট চড়ুই, একটা শালিক উড়ুক। আমারও একটা পাহাড় হোক কুঁড়েঘরের পাশ দিয়ে বয়ে যাক ঝর্ণা। আমিও একট সন্ধ্যা চাই, একটা বিকেল, গোধূলি রঙের আকাশ। আমিও একটা মানুষ চাই, সুখ-দুঃখ, আমার কথা বলতে ও তাকে শুনতে। আমারও একটা মানুষ হোক, ক্ষতি কি?

06/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আমি একদিন সত্যি সত্যিই থেমে যাবো, আর কোনোদিন কারো ডাক শুনবো না। চেনা মুখগুলো দূর থেকে তাকিয়ে থাকবে, কারো দিঘল কালো চোখের...
06/08/2025

আমি একদিন সত্যি সত্যিই থেমে যাবো, আর কোনোদিন কারো ডাক শুনবো না। চেনা মুখগুলো দূর থেকে তাকিয়ে থাকবে, কারো দিঘল কালো চোখের নদীতে আর কখনো সাঁতার কাটবোনা আমি।

জীবন কখনো আমাদের মনমতো হবে না। আমরা যা চাই অধিকাংশ সময় তা হয় না, হওয়ার কোনো সম্ভবনা থাকে না। তবুও আমরা ভাবি-যদি এমন হতো ...
05/08/2025

জীবন কখনো আমাদের মনমতো হবে না। আমরা যা চাই অধিকাংশ সময় তা হয় না, হওয়ার কোনো সম্ভবনা থাকে না। তবুও আমরা ভাবি-যদি এমন হতো জীবন, যদি এই মানুষটা থেকে যেত, কী এমন ক্ষতি হতো? যা আছে, যা পেয়েছি, তাতে আমরা সুখী নই। আমরা সবসময় ভাবী, যা পাইনি সেটা পেলেই আমি সুখী হতাম। মূলত আমরা অপ্রাপ্তিটাকেই খুব বলে ভেবে নিই। আমরা চিন্তা করি, অতিরিক্ত চিন্তা করি। তারপর সবকিছু এলোমেলো হয়ে যায় আর হতাশার সাগরে ডুবে যাই। আমরা যতদিন বাস্তবতা মেনে নিতে না পরব, ততদিন আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে কখনোই বের হতে পারব না। যা পেয়েছি, যা আছে তাতে যদি আমরা সন্তস্ট না হতে পারি তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না, দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না, হতাশা থেকে বের হতে পারব না। আপনি যদি ওভার থিংকিং করা বন্ধু না করেন তা হলে দেখবেন আপনার জীবন ক্রমশ এলোমেলো হয়ে যাবেন। তাই ছোট ছোট জিনিসগুলো মেনে নিন, উপলব্ধি করেন জীবন, দেখবেন জীবন সুন্দর। বেঁবে থাকার মতো সুন্দর আর কিছু নেই পৃথিবীতে।

যা দেখে চোখ দুটো শান্তি পায় তা আমার নিজের নয়। যার সঙ্গ পেলে বিষাদে ভরা মূহুর্তগুলো রঙিন হয় সে আমার নয়। যা পেলে জীবনের গত...
05/08/2025

যা দেখে চোখ দুটো শান্তি পায় তা আমার নিজের নয়। যার সঙ্গ পেলে বিষাদে ভরা মূহুর্তগুলো রঙিন হয় সে আমার নয়। যা পেলে জীবনের গতিপথটা হয়তো আরেকটু সহজ হতো কিন্তু তাতে বিন্দুমাত্র নিজের অধিকার জোটানো যায় না। আমার জীবনে এ এক অদ্ভুত অনুভূতি। নিজের দখলে নেই অথচ তা দেখলে চোখ জুড়িয়ে যায়, ভাববলে মনে সুখ অনুভব হয়। অধিকার নেই বলেই তা সুন্দর। সুন্দর কিছুকে আমি সহজে নিজের করে নিতে পারি না। কখনো সেটা সুন্দর মানুষ, সুন্দর বিষয় কখনো ভিন্ন কিছু। চেয়েছি যা দু'হাত ভরে, কখনো দুচোখের পাতায় কখনো তা ভাবনার গভীরে। সেই চাওয়াটুকুই বোধহয় হয়েছে মস্ত এক ভুল কারন, যা কখনই পাওয়া হবে না নিজের দখলে।

আজকাল কোথাও কোনো মৃত্যু সংবাদ শুনলে আমি মনে মনে অংক করতে বসে পড়ি। মৃতের জন্মতরিখ থেকে মৃত্যু তারিখ বিয়োগ করে দেখি-ক বছর ...
03/08/2025

আজকাল কোথাও কোনো মৃত্যু সংবাদ শুনলে আমি মনে মনে অংক করতে বসে পড়ি। মৃতের জন্মতরিখ থেকে মৃত্যু তারিখ বিয়োগ করে দেখি-ক বছর বাঁচলো মানুষটা! তারপর বিয়োগফল থেকে নিজের বর্তমান বয়স বিয়োগ করে দেখি, মৃতের মৃত্যুকালীন বয়সে পৌঁছুতে আমার কতদূর বাকি! ঠিক তখনই দূরবর্তী মসজিদের মাইকে আরও একটি মৃত্যুর সংবাদ ভেসে আসে। হয়ত এমন কেউ-যার মৃত্যুকালীন বয়স আমার বর্তমান বয়সের অর্ধেক-,কিংবা তার চেয়েও কম। আমি তখন অংক ভুলে যাই। ভুলেযাই জাগতিক জড়তার হিসাব! ভাবতে থাকি যে কোনো মূল্যেই হোক বয়স না মানা মৃত্যুর সাথে গড়ে তুলবো ভাব! যদিও জীবনের সাথে বিচ্ছেদই যার চিরারচিত স্বভাব। দিবসের কোলাহল শেষে রাত্রির পথ ধরে হেটে এসে দেখি, ভেঁজানো কপাট জুড়ে ঝুলে আছে তালা, কখন কোথায় মৃত্যু এসে বলে, আহা জীবন-তুমি তো হেরে গেলা।

এই নগরের এক প্রান্তে প্রচুর ডিনার কিন্তু খিদেঁ নেই-আরেক প্রান্তে প্রচুর খিদেঁ কিন্তু ডিনার নেই। যেরকম স্বাধীন দেশের স্বপ...
03/08/2025

এই নগরের এক প্রান্তে প্রচুর ডিনার কিন্তু খিদেঁ নেই-আরেক প্রান্তে প্রচুর খিদেঁ কিন্তু ডিনার নেই। যেরকম স্বাধীন দেশের স্বপ্ন আমরা দেখেছিলাম-সেরকম কিছুই তো আমরা পাইনি। মাঝে মাঝে, পশুদের আমার কাছে মানুষের চেয়েও শ্রেষ্ঠ বলে মনে হয়। হিংস্র বাঘের কথাই ধরুন না কেন....একটা বাঘ ততটুকু খাদ্য সংগ্রহ করে যতটুকু তার প্রয়োজন। তার বেশি কিছু নয়। অথচ একজন মানুষ... অন্যদের বঞ্চিত করে সম্পদের পাহার গড়ে তোলে। পশুর গর্ভে শুধু পশুই জন্মায়.. বাঘের জন্মে হিংস্র বাঘ, হরিণের গর্ভে হরিন শিশু। কিন্তু মানুষের বেলায়....মানুষের গর্ভে বাঘের চেয়েও হিংস্র মানুষ জন্ম নেয়, সাপের চেয়েও বিষধর মানুষ জন্ম গ্রহন করে।

সত্যি কথা বলতে কি! আমরা যাদের বন্ধু বা প্রিয়জন বলে ভাবি, সবসময় কি তারাও আমাদের তেমনি ভাবে? না। আসলে কি জানেন বন্ধু বলেন ...
02/08/2025

সত্যি কথা বলতে কি!
আমরা যাদের বন্ধু বা প্রিয়জন বলে ভাবি, সবসময় কি তারাও আমাদের তেমনি ভাবে? না। আসলে কি জানেন বন্ধু বলেন বা প্রিয়জন কারও কাছেই আমরা অতটা গুরুত্বপূর্ণ না যতটা আমরা ভাবি। হয়ত কারও কারও জীবনে আমরা শুধুমাত্র সময় কাটানোট একটা বেস্ট অপশন হয়ে আছি। অথচ আমরা ভাবি তাদের জীবনে আমাদের জায়গাটা ভীষণভাবে অটুট। সেটা কেউ কখনো নিতে পারবে না। আমরা ভুল ভাবি। আমাদেরকে ছাড়াও তাদের আরও অনেক বন্ধু থাকে, কাছের মানুষ থাকে যাদের সাথে তাদের ভালো সময় কাটে। আমাদের মনে করার সময়ও তাদের থাকে না। যারা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সবসময় তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারি না। প্রিয় মানুষের প্রয়োরিটি লিস্টে আমরা সবসময়ই প্রথম হয়ে থাকি না। এগুলোই জীবনের অপ্রিয় সত্যি। এগুলো মেনে নেওয়াটা কষ্টের, কিন্তু প্রয়োজনীয়।

মানুষ আসলে মানুষকে ভালোবাসে না, তার প্রতিটি গল্পকে ভালোবাসে, আর তার চেয়ে জঘন্য ব্যপার হলো, সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দে...
02/08/2025

মানুষ আসলে মানুষকে ভালোবাসে না, তার প্রতিটি গল্পকে ভালোবাসে, আর তার চেয়ে জঘন্য ব্যপার হলো, সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। পৃথিবীর প্রায় সব মানুষ নিজের ষোলআনা বোঝে। যেখানে সফলতার গন্ধ আছে, যখানে প্রতিষ্ঠিতর গন্ধ আছে, সেখানেই ভীড় জমায়। আর সেটাকে আত্মীয়তা, রক্তের টান, বন্ধুত্ব কিংবা ভালোবাসা বলে চালিয়ে যায়।

যার কাছে শান্তি মেলে তার সাথে স্থায়ী হওয়া যায় না। পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই। কারো মন ও পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচ...
01/08/2025

যার কাছে শান্তি মেলে তার সাথে স্থায়ী হওয়া যায় না। পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই। কারো মন ও পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ। অধিকার নেই তবুও আসক্তি! নামহীন একটা অস্পর্শ্য মানবিক টান আমাদের মুক্তি দেয় না, আবার বন্দিও রাখে না। জীবনের গতিপথে মাঝামাঝি এমন এক জায়গায় এনে ছেড়ে দেয়-যা হতে পালাতে গিয়ে দেখি, সে পথের কোনো শেষ গন্তব্যই নেই। ৬০/৬৫ বছর গড় আয়ুর এই জীবনে সবচেয়ে বড় পরাজয় তো এই, যাকে সবচেয়ে বেশি নিজের করে চেয়েছি তাকে কখনো নিজের করে পাওয়া হবে না।

মানুষ মূলত একাই, অভিশ্রান্ত বয়ে চলা এক নদীর মত একা, মানুষে মানুষে যতটুকু সম্পর্ক, বন্ধুত্ব, মায়া-মমতা সবটাই ক্ষনিকের। যত...
01/08/2025

মানুষ মূলত একাই, অভিশ্রান্ত বয়ে চলা এক নদীর মত একা, মানুষে মানুষে যতটুকু সম্পর্ক, বন্ধুত্ব, মায়া-মমতা সবটাই ক্ষনিকের। যতই আমরা অন্যদের সঙ্গে সময় কাটাই, সম্পর্কের সেতু গড়ি একে অপরকে পাশে পাই সেগুলো একটা সময় মলিন হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় দূরত্ব এক এক করে ভেঙ্গে পরে সম্পর্কের সেতু, অনন্তকালের জন্য বিছিন্ন হয় যোগাযোগ। বেলাশেষে মানুষ মূলত একাই।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share