11/10/2025
অর্থ কম বা যোগ্যতা সীমিত হোক, কিন্তু কথার মাধুর্য, আচরনের সৌন্দর্য এবং মানসিকতার ন্যায়পরায়নতা যেন কখনো হারিয়ে না যায়। কারন মানুষের চোখে সম্মানই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সত্য প্রকাশ পেলে মিথ্যার নাটক শেয হয়ে যায়। তাই কখনো সত্য জেনেও চুপ থাকতে হয়-মানুষের মিথ্যার মঞ্চ কত বড়, সেটা দেখার জন্য..... অকৃতজ্ঞ প্রিয় মানুষই সব চেয়ে বিপদজ্জনক। শত্রুদের সঙ্গে লড়াই সহজ, কিন্তু যে প্রিয় মানুষ বিশ্বাস ও ভালোবাসা ভেঙে দেয়, তার আঘাত মন থেকে সহজে মুছে যায় না....প্রয়োজনের বাইরে মানুষকে মনে রাখা খুব কমই ঘটে। যেমন অন্ধ লোকের জন্য লাঠি ছিল জীবনের সঙ্গী, কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে তা ফেলে দেওয়া হলো। আমাদের জীবনেও অনেক সম্পর্ক ঠিক এমনই -প্রয়োজন শেষ হলেই মনে রাখা শেষ। মানুষকে ঠকাবেন না-মানুষ কতদিন বাঁচবে, তা অজানা। কিন্তু বদদোয়া হৃদয়ে আগুনের মতো জ্বলে, মানুষকে সুখে থাকতে দেয় না। তাই জীবন যত ছোট, সততার আলো দিয়ে পথকে আলোকিত করুন। সময় কখনোই একজায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ তুমি দুঃখে আছো, কাল হয়তো আনন্দেই ভরবে জীবন। বিশ্বাস রেখো, দেরি হলোও তোমার মনের ইচ্ছে একদিন পূর্ণ হবেই।
আমার কাব্য