আমাদের পয়সার হাট

আমাদের পয়সার হাট মজা কারার জন্য এই page.

কেউ বাজে কমেন্ট ক?

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা
17/07/2025

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা

কদমবাড়ী, পয়সারহাট,আগৈলঝাড়া, বরিশাল, সরকারি কাজে অনিয়ম
03/07/2025

কদমবাড়ী, পয়সারহাট,আগৈলঝাড়া, বরিশাল, সরকারি কাজে অনিয়ম

শুভ জন্মদিন, স্যার! আপনার জ্ঞান,ও দিকনির্দেশনা আমাদের প্রতিদিন নতুন কিছু শেখার অনুপ্রেরণা যোগায়। আপনি সবসময় সুস্থ, সুখ...
28/06/2025

শুভ জন্মদিন, স্যার! আপনার জ্ঞান,ও দিকনির্দেশনা আমাদের প্রতিদিন নতুন কিছু শেখার অনুপ্রেরণা যোগায়। আপনি সবসময় সুস্থ, সুখী এবং সফল থাকুন, এই কামনা করি,ধন্যবাদ স্যার।

আগৈলঝাড়া নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক!
26/06/2025

আগৈলঝাড়া নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক!

লুৎফর রহমান তালুকদার চাঁদাবাজ হিসেবে পরিচিত
22/06/2025

লুৎফর রহমান তালুকদার
চাঁদাবাজ হিসেবে পরিচিত

সেনা প্রধানের এই প্রস্তাব আমার মতে প্রশংসনীয়। জাতীয় নির্বাচন নিয়ে সুন্দর একটি প্রস্তাব পুরো বাংলাদেশে একদিনেই নির্বাচন ন...
22/06/2025

সেনা প্রধানের এই প্রস্তাব আমার মতে প্রশংসনীয়। জাতীয় নির্বাচন নিয়ে সুন্দর একটি প্রস্তাব
পুরো বাংলাদেশে একদিনেই নির্বাচন না দিয়ে, ৮ দিনে ৮ টি বিভাগের নির্বাচন দিতে হবে। বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন দিতে হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫ জন সেনাবাহিনীর সদস্য, দুই জন বিজিবি + তিনজন পুলিশ মোতায়েন থাকবে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে। প্রতিটি কেন্দ্রের সার্বিক অবস্থা লাইভ টেলিকাস্ট করতে হবে। বিমানবাহিনী একটা স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দিবে। কোন কেন্দ্র আক্রান্ত হলে তারা দ্রুতই রিজার্ভ ফোর্স সরবরাহ করবে। এমনটি করতে পারলে সুষ্ঠ নির্বাচন সম্ভব।

05/06/2025

আগৈলঝাড়ায় গরুর হাটে চাঁদাবাজির সময় চার চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ!

==========শোক সংবাদ ==========উত্তর চাঁদত্রিশিরা নিবাসী মোঃ কিবরিয়া মোল্লা কিছু সময় পূর্বে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহ...
09/05/2025

==========শোক সংবাদ ==========
উত্তর চাঁদত্রিশিরা নিবাসী মোঃ কিবরিয়া মোল্লা কিছু সময় পূর্বে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,সে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন,আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন । (আমিন)

আজ ড. ইউনূস যখন বিজনেস সামিটের মঞ্চে দাঁড়িয়ে বললেন—“আমার দেশের মানুষ খুব গরীব”—তখন সেই কথার ওজন শব্দে নয়, ছিল নীরব কণ...
10/04/2025

আজ ড. ইউনূস যখন বিজনেস সামিটের মঞ্চে দাঁড়িয়ে বললেন—“আমার দেশের মানুষ খুব গরীব”—তখন সেই কথার ওজন শব্দে নয়, ছিল নীরব কণ্ঠে চাপা কান্নায়।

তিনি থেমে গিয়েছিলেন। কিছু মুহূর্ত চুপ করে ছিলেন।
রাজনীতিতে অভ্যস্ত এক দেশে যেখানে আবেগও স্ক্রিপ্টেড হয়, সেখানে একজন রাষ্ট্রনেতা নিজের অনুভূতিকে চাপা না দিয়ে প্রকাশ করলেন—এ এক অনভ্যস্ত দৃশ্য।

বাংলাদেশে দারিদ্র্য নতুন কিছু নয়।
কিন্তু এই সত্যকে এতদিন বলা হতো উন্নয়নের গল্পে লুকিয়ে।
“সব ঠিক আছে” বলার অভ্যাসে আমরা ভুলে গেছি—প্রতিদিন কয়েক কোটি মানুষ ১০০ টাকারও কম আয়ে দিন কাটায়।

রাজনীতিবিদদের চোখে পানি আসে মেট্রোরেল উদ্বোধনে, দলীয় সভায়, কিংবা আত্মীয় হারানোর ব্যক্তিগত বেদনায়।
কিন্তু মানুষের দুঃখ?
সেটা থাকে পরিসংখ্যানের নিচে চাপা।

ড. ইউনূস এসব ভাঙলেন।
তিনি চাইলেই পারতেন, গ্লোবাল লিডারশিপ স্টাইলে কথা বলতে।
চাইলেই বলতেন—“আমরা উন্নয়নের পথে, সামনে এগিয়ে যাচ্ছি।”

কিন্তু তিনি দাঁড়ালেন একেবারে অন্য প্রান্তে।
তিনি নিজের গলার কম্পন লুকালেন না, নিজের দেশের অভাবকে ঢাকলেন না, বরং সবাইকে সামনে রেখে বললেন, “তারা আমার মানুষ।”

এই একটুকু উচ্চারণ—আসলে এক বিপ্লব।
কারণ সত্যি বলার সাহস সবার থাকে না।
বিশেষ করে যখন তা নিজের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে।

আমরা একজন মানুষ পেয়েছি যা অনেক মূল্যবান।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের পয়সার হাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share