28/10/2025
"আমরা পুরো ম্যাচেই ভালো বোলিং করছিলাম। কিন্তু শেষের দিকে স্লোগ ওভারে এসে বিশেষ করে শেষ ওভারে তাদের ব্যাটাররা অনেক হিট করে। এটা ব্যাপার না ক্রিকেটে এটা হয়ে থাকে। কিন্তু আমরা কিছু ক্যাঁচ ও মিস করেছি। তারা অনেক ভালো ফিল্ডিং করেছে। অনেক কঠিন কঠিন ক্যাঁচও ধরেছে। আমাদের ব্যাটারদের উচিত ছিলো আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা। আশা করি সামনের ম্যাচে আমরা কামব্যাক করবো। "
🗣️ ক্যাপ্টেন লিটন দাস 🇧🇩