কিষাণ বীজালয় KB

কিষাণ বীজালয় KB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কিষাণ বীজালয় KB, Digital creator, Swarupkati, Barishal.

✴️ বিশ্বস্ত বীজ, সফল চাষবাদ ✴️
🌐 আমদানিকৃত ও ঘরোয়া মানসম্মত সবজি, ফল ও ফুলের বীজ এখন আপনার হাতের নাগালে!
🌱 ছাদবাগান ও সৌখিন কৃষি এবং ছোট বা বড় পরিসরে চাষ উপযোগী
📩 অনলাইনে অর্ডার করতে ইনবক্সে করুন
✅ বিশ্বস্ত কৃষকের প্রথম পছন্দ – কিষাণ বীজালয় KB

🍅 এখনই আপনার বাগানের জন্য সংগ্রহ করুন প্রিমিয়াম মানের সকল ধরনের বীজ। আমাদের কাছে পাবেন চায়না থেকে আমদানিকৃত গুণগত মানসম্...
26/09/2025

🍅 এখনই আপনার বাগানের জন্য সংগ্রহ করুন প্রিমিয়াম মানের সকল ধরনের বীজ। আমাদের কাছে পাবেন চায়না থেকে আমদানিকৃত গুণগত মানসম্পন্ন শাকসবজি বীজ এবং সাশ্রয়ী মূল্যে। বীজ গজানো থেকে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে যোগাযোগ করুণ কিষাণ বীজালয় KB.

📩 মিনি প্যাকেটেও পাওয়া যাবে – হোম গার্ডেন ও সৌখিন চাষের জন্য আদর্শ।
💬 অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন এখনই!
📦 আমরা হোমডেলিভারি দিয়ে থাকি
📍 সীমিত স্টক –
☎️ ০১৭৪৪৯৮৮২২৮.

#কিষাণ_বীজালয় #সৌখিন_কৃষি #বীজেরজগৎ #বীজ #চায়না_বীজ #হাইব্রিড_বীজ #হাইব্রিড_বীজ #সৌখিন_কৃষি #বীজেরজগৎ #সবুজবাড়ি #চায়না_বীজ #নিরাপদখাদ্য ゚

🍅 এখনই আপনার বাগানের জন্য সংগ্রহ করুন প্রিমিয়াম মানের বিভিন্ন ধরনের মরিচ বীজ।📩 মিনি প্যাকেটেও পাওয়া যাবে – হোম গার্ডেন ও...
26/09/2025

🍅 এখনই আপনার বাগানের জন্য সংগ্রহ করুন প্রিমিয়াম মানের বিভিন্ন ধরনের মরিচ বীজ।

📩 মিনি প্যাকেটেও পাওয়া যাবে – হোম গার্ডেন ও সৌখিন চাষের জন্য আদর্শ।
💬 অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন এখনই!
☎️ ০১৭৪৪৯৮৮২২৮.
📦 আমরা হোমডেলিভারি দিয়ে থাকি
📍 সীমিত স্টক –

#কিষাণ_এগ্রো_ফার্ম #সৌখিন_কৃষি #বীজেরজগৎ #চায়না_বীজ #হাইব্রিড_বীজ ゚ #সৌখিন_কৃষি #নিরাপদখাদ্য #সবুজবাড়ি

🔴🔴 কোন মাসে কি ফসল চাষ করা যাবে তার একটি তালিকা।কৃষি ক্যালেন্ডার📅🛑*ছাদ বাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে পেইজটি লাইক ফলো দি...
10/09/2025

🔴🔴 কোন মাসে কি ফসল চাষ করা যাবে তার একটি তালিকা।
কৃষি ক্যালেন্ডার📅

🛑*ছাদ বাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে পেইজটি লাইক ফলো দিয়ে যুক্ত হন আমাদের সাথে,ধন্যবাদ।

করলার বেশি বেশি ফলন পেতে করণীয় করলা একটি জনপ্রিয় সবজি। সঠিক পরিচর্যা ও কিছু কৌশল মেনে চললে করলার ফলন অনেক গুণ বৃদ্ধি করা...
10/09/2025

করলার বেশি বেশি ফলন পেতে করণীয়

করলা একটি জনপ্রিয় সবজি। সঠিক পরিচর্যা ও কিছু কৌশল মেনে চললে করলার ফলন অনেক গুণ বৃদ্ধি করা সম্ভব।

✅ বীজ বপনের সময়
মার্চ থেকে এপ্রিল অথবা জুলাই-সেপ্টেম্বর মাসে করলা চাষের উপযুক্ত সময়। তবে হাইব্রিড জাত বারোমাস ই হয়।

✅ মাটি ও সার ব্যবস্থাপনা
উর্বর, ঝুরঝুরে দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি সবচেয়ে ভালো।

গোবর সার, ইউরিয়া, টিএসপি ও এমওপি সঠিক পরিমাণে প্রয়োগ করতে হবে।

✅ গাছের যত্ন
লতাগুলো মাচায় উঠিয়ে দিতে হবে যাতে বাতাস চলাচল ভালো হয়।

নিয়মিত সেচ দিতে হবে, তবে জলাবদ্ধতা যেন না হয়।

✅ ফুল ও ফলন বৃদ্ধির কৌশল
পুরুষ ও স্ত্রী ফুলের সুষম বৃদ্ধি নিশ্চিত করতে ফুল ফোটার সময় বুস্টার ব্যবহার করা যায়।

ফল আসার সময় জৈব ও তরল সার প্রয়োগে ফলনের পরিমাণ বৃদ্ধি পায়।

✅ রোগবালাই দমন
ডাউনি মিলডিউ ও পাউডারি মিলডিউ রোগ প্রতিরোধে জৈব কীটনাশক ব্যবহার করুন।

ফলের মাছি দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করা কার্যকর।

✅ ফসল সংগ্রহ

নিয়মিত ফল তোলা উচিত। বেশি সময় ধরে গাছে ফল ঝুলে থাকলে নতুন ফলন কমে যায়।

👉 সঠিক পরিচর্যা করলে করলা থেকে প্রতি একরে প্রচুর ফলন পাওয়া সম্ভব।

#করলা #সবজিচাষ #উচ্চফলন #জৈবচাষ #বাগানটিপস

10/09/2025
ছাদবাগানে ফলের ক্রেটে বরবটি চাষ১. মাটি শোধন পদ্ধতিমাটি ২–৩ দিন রোদে শুকিয়ে নিন।প্রতি ক্রেটে ২৫ গ্রাম নিমখোল + ৩০ গ্রাম ক...
10/09/2025

ছাদবাগানে ফলের ক্রেটে বরবটি চাষ

১. মাটি শোধন পদ্ধতি

মাটি ২–৩ দিন রোদে শুকিয়ে নিন।

প্রতি ক্রেটে ২৫ গ্রাম নিমখোল + ৩০ গ্রাম কাঠের ছাই মিশিয়ে ৭ দিন রেখে দিন।

২. বীজ শোধন পদ্ধতি

৫ গ্রাম আদা-রসুন বেটে রসটা ১ লিটার পানিতে মিশিয়ে দিয়ে এতে বরবটির বীজ ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

পরিষ্কার পানিতে ধুয়ে শুকিয়ে নিন।

৩. ক্রেট ও মাটি প্রস্তুতি

ক্রেটের আকার: ১২–১৮ ইঞ্চি গভীর ফলের ক্রেট ব্যবহার করুন।

মাটি মিশ্রণ: ৫০% দো-আঁশ মাটি + ৩০% গোবর সার/কম্পোস্ট + ২০% বালি।

প্রতি ক্রেটে ৫০ গ্রাম হাড়গুঁড়া ও ৩০ গ্রাম কাঠের ছাই মেশান।

৪. বীজ রোপণ

প্রতি ক্রেটে ৫–৬টি বরবটির বীজ ১ ইঞ্চি গভীরে বপন করুন।

অঙ্কুর বের হলে ৩–৪টি শক্ত চারা রেখে দিন।

৫. রোদ ও পানি

প্রতিদিন অন্তত ৬–৮ ঘণ্টা রোদ দরকার।

মাটি শুকিয়ে গেলে পানি দিন, তবে পানি জমে থাকা যাবে না।

৬. সার ব্যবস্থাপনা

প্রতি ২০–২৫ দিনে ৫০–৭০ গ্রাম গোবর সার বা কম্পোস্ট দিন।

ফুল আসার আগে ১০০ গ্রাম হাড়গুঁড়া দিন।

৭. সহায়ক কাঠামো

বরবটি লতানো গাছ, তাই বাঁশ/দড়ির মাচা বা জালি তৈরি করে সাপোর্ট দিন।

৮. রোগ ও পোকামাকড় দমন

নিম তেল স্প্রে: ৫ মি.লি. নিম তেল + ১ লিটার পানি + সামান্য সাবান মিশিয়ে প্রতি ৭–১০ দিনে স্প্রে করুন।

রসুন-লঙ্কা-আদার পেস্ট ছেঁকে স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ হবে।

🍅 এখনই আপনার বাগানের জন্য সংগ্রহ করুন প্রিমিয়াম মানের হানি পাম্পকিন বীজ।📩 মিনি প্যাকেটেও পাওয়া যাবে – হোম গার্ডেন ও সৌখি...
07/09/2025

🍅 এখনই আপনার বাগানের জন্য সংগ্রহ করুন প্রিমিয়াম মানের হানি পাম্পকিন বীজ।

📩 মিনি প্যাকেটেও পাওয়া যাবে – হোম গার্ডেন ও সৌখিন চাষের জন্য আদর্শ।
💬 অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন এখনই!
📦 আমরা হোমডেলিভারি দিয়ে থাকি
📍 সীমিত স্টক –

#কিষাণ_বীজালয় #সৌখিন_কৃষি #বীজেরজগৎ #চায়না_বীজ #হাইব্রিড_বীজ

🌱🫘🌱ছাদ বাগানে লাল বরবটি সহজেই চাষ করা যায়। এই লাল রঙের বরবটি শুধু বাগানকেই নয়, খাবারের টেবিলকেও করে তোলে আকর্ষণীয়।🔹 টব/জ...
07/09/2025

🌱🫘🌱ছাদ বাগানে লাল বরবটি সহজেই চাষ করা যায়। এই লাল রঙের বরবটি শুধু বাগানকেই নয়, খাবারের টেবিলকেও করে তোলে আকর্ষণীয়।

🔹 টব/জিও ব্যাগ: অন্তত ১৫–১৮ ইঞ্চি গভীর ব্যাগ ব্যবহার করুন।
🔹 মাটি প্রস্তুতি: দোআঁশ মাটির সাথে কম্পোস্ট, কোকোপিট ও কিছুটা বালি মিশিয়ে নরম মাটি তৈরি করুন।
🔹 চাষ পদ্ধতি: বরবটির লতা দ্রুত বেড়ে ওঠে, তাই বাঁশ বা মাচা দিয়ে সহায়তা দিন।
🔹 পরিচর্যা: নিয়মিত পানি দিন, তবে অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় নষ্ট হতে পারে।
🔹 সার প্রয়োগ: গাছ বড় হওয়ার পর জৈব সার বা তরল সার ব্যবহার করলে ফুল ও ফলন বেশি হবে।
🔹 ফলন: সঠিক পরিচর্যায় সারা মৌসুম জুড়ে টাটকা বরবটি পাওয়া যায়।
🌱লাল বরবটি বীজ পাবেন `কিষাণ বীজালয়' পেইজে।

#ছাদবাগান #বরবটিচাষ #জিওব্যাগচাষ #সবজিবাগান #কিষাণ_বীজালয় #জৈবপদ্ধতি

আমাদের প্রতিদিনের রান্নাঘরের উচ্ছিষ্ট জিনিস যেমন সবজির খোসা, ফলের খোসা( লেবু জাতীয় ফল বাদে), ব্যবহৃত চায়ের পাতা, ডিমের ...
07/09/2025

আমাদের প্রতিদিনের রান্নাঘরের উচ্ছিষ্ট জিনিস যেমন সবজির খোসা, ফলের খোসা( লেবু জাতীয় ফল বাদে), ব্যবহৃত চায়ের পাতা, ডিমের খোসা—এসবই গাছের জন্য দারুণ জৈব সার। তবে এগুলো সরাসরি মাটিতে দিলে পচতে গিয়ে তাপ তৈরি হয়, যাতে গাছের ক্ষতি হতে পারে। এজন্য কিচেন ওয়েস্ট অন্তত ৩০–৪০ দিন মাটির গর্তে বা ড্রামে পচিয়ে গাছের জন্য ব্যবহার করতে হবে। চাইলে এর সাথে শুকনো পাতা, ছাই, সামান্য গোবর বা কম্পোস্ট মিশিয়ে দিলে দ্রুত কম্পোস্ট তৈরি হবে। যদি তাড়াহুড়ো করে গাছ লাগাতে হয় তবে কিচেন ওয়েস্টের ওপর অন্তত ৩–৪ ইঞ্চি সাধারণ মাটি দিয়ে ঢেকে তার ওপর চারা বসান। এতে গাছ সুরক্ষিত থাকবে এবং ধীরে ধীরে নিচ থেকে প্রয়োজনীয় পুষ্টি পেয়ে বাড়বে। এভাবে রাসায়নিক সার ছাড়াই ঘরে বসে ১০০% অর্গানিক সার তৈরি করা যায়।
আপনিও চেষ্টা করে দেখুন।

#কিষাণ_বীজালয় #ঘরোবাটিপস #টবেবাগান #জৈবপদ্ধতি #বেগুনচাষ #ছাদবাগান ゚

সবুজ বেগুন #কিষাণ_বীজালয়  #ঘরোবাটিপস  #টবেবাগান  #জৈবপদ্ধতি  #বেগুনচাষ  #ছাদবাগান    ゚
07/09/2025

সবুজ বেগুন

#কিষাণ_বীজালয় #ঘরোবাটিপস #টবেবাগান #জৈবপদ্ধতি #বেগুনচাষ #ছাদবাগান ゚

টবে জৈব পদ্ধতিতে বেগুন চাষের নিয়মগাছের বয়স অনুযায়ী জৈব সার প্রয়োগচারা রোপণের পর থেকে ১ মাস বয়স পর্যন্ত → প্রতি ৭ দিনে ১ ...
25/08/2025

টবে জৈব পদ্ধতিতে বেগুন চাষের নিয়ম

গাছের বয়স অনুযায়ী জৈব সার প্রয়োগ

চারা রোপণের পর থেকে ১ মাস বয়স পর্যন্ত → প্রতি ৭ দিনে ১ গ্লাস চাল ধোয়া পানি দিন।

১-২ মাস বয়সে (ডাল বাড়ার সময়) → প্রতি ১০ দিনে ½ কেজি পচা গোবর সার বা ১ মুঠো ভার্মি কম্পোস্ট দিন।

ফুল আসার সময় (২-৩ মাস বয়স) → প্রতি ১২-১৫ দিনে ১ গ্লাস কলার খোসা ভিজানো পানি ও সামান্য পেঁয়াজের খোসা ভিজানো পানি দিন।

ফল ধরার সময় থেকে ফসল তোলা পর্যন্ত → প্রতি ১৫ দিনে ১-২ কেজি কেঁচো সার বা পচা গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে দিন, আর প্রতি ৭ দিনে চাল ধোয়া পানি দিন।

ঘরোয়া ছত্রাক ও পোকামাকড় প্রতিরোধ

নিমপাতার ঝোল → প্রতি ১০ দিনে একবার পাতায় স্প্রে করলে জাব পোকা, সাদা মাছি ও ফল ছিদ্রকারী পোকা কমবে।

রসুন+কাঁচা মরিচ ঝোল → প্রতি ১২ দিনে স্প্রে করলে পোকামাকড় নিয়ন্ত্রণে থাকে।

কাঠের ছাই → গোড়ায় ছিটিয়ে দিলে ছত্রাক ও পোকা প্রতিরোধ হয়।

#টবেবাগান #বেগুনচাষ #জৈবপদ্ধতি #ঘরোবাটিপস #ছাদবাগান ゚ #কিষাণ_বীজালয়

Address

Swarupkati
Barishal

Telephone

+8801682817784

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিষাণ বীজালয় KB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share