
13/05/2025
হারামে আরাম নেই....
আজকে তার বিয়ে!
৮টা বছর ধরে তার জন্য অপেক্ষা করেছি। এই ৮টা বছরে কতগুলো বিয়ে ভেঙেছি নিজেও জানি না। এখন সে সরকারী চাকরি করে অথচ একটা সময় তার পকেটে ২০টাকাও ছিলো না। মাসে কতবার যে তার জন্য রান্না করে নিয়ে যেতাম, বই কিনতে পারতো না বলে কতগুলো বই উপহার দিয়েছি সেগুলো কখনো হিসাব করিনি। অথচ চাকরি পাওয়ার পর সে আমার বয়সটা ঠিকই গুনে গুনে হিসাব করেছে। যদিও সে নিজে থেকে আমাকে বলেনি আমার বয়স বেশি, বলেছে তার পরিবার থেকে বলেছে। অথচ বেকার থাকাকালীন এই পরিবারের দেওয়া খোটা শুনে কতবার যে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে তার হিসাব নেই। এখন আমি ২৭ বছরের বুড়ি আর সে ২৮ বছরের টগবগে যুবক যে বিয়ে করেছে ১৮ বছরের সুন্দরী এক নারীকে। বেশ মানিয়েছে দুজনকে, ফেসবুকে ছবি আপলোড করেছিলো, খুব মন ভরে দেখলাম দুজনকে, একটু পরেই আবার ভাবলাম এতক্ষণ দেখা ঠিক হবে না যদি আমার নজর লেগে যায়!!
এই পোষ্ট টা তাদের জন্য যাদের বয়ফ্রেন্ড বলে অপেক্ষা করো।
কোনো এক আপুর পোষ্ট🙂💔