12/05/2021
UPL নোটিশ প্রসঙ্গে……
*
“নট ফর সেল ক্লাব” কোনো বই প্রকাশনা বা বিপনন প্রতিষ্ঠান নয়! আমরা বাংলাদেশের প্রণিত ২০০০ সালের ২৮নং কপিরাইট আইনের ১৩ অধ্যায়ের ৭২ ধারার “১” “ক” এবং “অ” শর্তের বৃত্তে আমাদের কার্যাদি পরিচালনা করে কেবলমাত্র ছাপার খরচে ব্যক্তিগত সংগ্রহ ও গবেষণার জন্য বই নির্মাণ করি!
প্রসঙ্গত:
এক.
“সেপিয়ন্স“ বইটির একাধিক অনুবাদ বাংলাদেশে আছে, এবং আমাদের প্রকাশিতটি আপনাদের করা অনুবাদের কপি বা পাইরেসী নয়; এটি একটি মৌলিক অনুবাদ!
দুই.
বাজারে এখনও অন্য একটি প্রকাশনীর অনুবাদ অহরহ বিক্রি হচ্ছে, যারা প্রথাগতভাবে বানিজ্যিক কাঠামোয় বই ছাপে!
তিন.
নীলক্ষেতে মূল সেপিয়েন্স-এর ইংরেজী কপি এবং বাংলা অনুবাদের ফটোকপি বই হিসাবে নিয়মিত বিক্রি হয়!
চার.
আমরা আমাদের কোনো বই বিক্রি করি না, কেবলমাত্র বাংলাদেশের কপিরাইট আইন মেনেই সদস্যদের অংশীদারিত্বে ছাপার মূল্যে সংগ্রহ করি!
পাঁচ.
আমাদের এই জ্ঞানের বিপ্লবে সহযোগী না হতে পারলেও আপনাদের নিরব সমর্থন দরকার!
ছয়.
এরপরেও বিষয়টি আইন আদালত পর্যায় পর্যন্ত পৌছালে; আমাদের আইনজীবিও আপনার ভাষান্তর প্রকাশনাসহ বাংলাদেশের প্রতিটি প্রকাশনার প্রতিটি অনুবাদ বইয়ের মূল লেখক এবং মূল প্রকাশক কতৃক অনুবাদসত্ত্ব থাকার প্রমাণ দেখার আবেদন আদালতের কাছে জানাবে!
সাত.
আমরা জ্ঞানের বিপ্লবে নেমেছি; বানিজ্য করতে নামলে ভয় পেতাম; তবে কথায় বলে, প্রতিটি বিপ্লবী জন্মসূত্রে পাগল, আর পাগলদের পাগলামী থাকে আমৃত্যু!
শেষ অনুরোধ.
আমরা আপনার মতো বাংলাদেশের নামকরা প্রকশনা সংস্থার সাথে এমন কোনো আইনী লড়াই-এ যেতে চাই না, যা কারও জন্যও মঙ্গল বয়ে আনবে না!
ধন্যবাদসহ
NFSC