YouTube Banaripara

YouTube Banaripara 01912165902 এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে কেউ বিকাশ করবেন না

ওসমান হাদীর সর্বশেষ ও বিস্তারিত চিকিৎসা আপডেটঃওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে।এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী এক...
13/12/2025

ওসমান হাদীর সর্বশেষ ও বিস্তারিত চিকিৎসা আপডেটঃ

ওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে।
এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন।

গু*লিটি ওসমান হাদীর মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় (কার্ডিয়াক অ্যারেস্ট)। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়।

হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল চরম সংকটজনক—

তার GCS স্কোর ছিল ৩, যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ

চোখের মনি আংশিকভাবে ডায়ালেটেড ছিল, যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত

মস্তিষ্কে তীব্র ফোলা (Brain edema) ছিল

এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয়‼️

বর্তমানে ওসমান হাদী লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস-প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে চালু রাখা হচ্ছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য।

মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায়,এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ‼️

কিন্তু আমরা মুসলমান—আমরা হতাশ হই না❤️

আমরা বিশ্বাস করি,যিনি একজন মানুষকে এরকম আশংকাজনক অবস্থায় ২ বার কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে আবারও ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন।

আজ শুক্রবার—দোয়া কবুলের বিশেষ দিন।
সবাই নিজের জায়গা থেকে, মন খুলে, চোখের পানি নিয়ে ওসমান হাদীর জন্য দোয়া করবেন।

হে আল্লাহ,তুমি ওসমান হাদীকে পূর্ণ সুস্থতা দান করো।
তাকে আবার তার পরিবার, তার প্রিয়জন ও আমাদের মাঝে ফিরিয়ে দাও।

আমিন 🤲

#হৃদয়েররানীপারভীন #কনকসারোয়ার #পিনাকী #ইলিয়াস #জামায়াত #বিএনপি #বাংলাদেশ #ইনকিলাব

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
17/11/2025

আলহামদুলিল্লাহ
সুম্মা আলহামদুলিল্লাহ

তাইজুল স্যার 👉👉👉
17/11/2025

তাইজুল স্যার 👉👉👉

11/11/2025

প্রাইমারী শিক্ষকদের নিজ জেলা হতে ২০০ কিলো মিটার দুরে বদলি দিয়ে বাড়ীভাড়া সংযুক্ত করলে শিক্ষক খুজে পাওয়া যাবে না।

তার মা জানে না তার ছেলে কেন ম*'রলো!! তার বাপ জানে না এই লা*শ এর দায়ভার কার!! তার বউ জানে না তার স্বামীর কি দোষ!! তার সন্...
26/10/2025

তার মা জানে না তার ছেলে কেন ম*'রলো!!
তার বাপ জানে না এই লা*শ এর দায়ভার কার!!
তার বউ জানে না তার স্বামীর কি দোষ!!
তার সন্তান জানেও না তার বাপে যে আর কখনো ফিরবে না!!

শুভ জন্মদিন।বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ।১৮৭৩ সালের এই দিনে বরিশালে তাঁর জন্ম। ...
26/10/2025

শুভ জন্মদিন।বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ।১৮৭৩ সালের এই দিনে বরিশালে তাঁর জন্ম। সবার কাছে তাঁর পরিচিতি ছিল হক সাহেব নামে।আল্লাহ তায়া’লা ভালো কাজগুলো কবুল
করে নিন। ভুলত্রুটি ক্ষমা করে দিন। জান্নাতের উঁচু মাকাম
দান করুন। আমীন। আমীন। আমীন। ফি আমানিল্লাহ

23/10/2025
পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া 🌍, যার আয়তন প্রায় ১৭.০৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) বর্গকিলোমিটার। অথচ এর জনসংখ্যা মাত্র ১...
02/10/2025

পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া 🌍, যার আয়তন প্রায় ১৭.০৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) বর্গকিলোমিটার। অথচ এর জনসংখ্যা মাত্র ১৪৬ মিলিয়ন। রাশিয়ার বিশাল ভূমি — সাইবেরিয়ার টুন্ড্রা, বরফঢাকা উত্তরাঞ্চল ও বিস্তীর্ণ বনভূমি — অনেকটি এলাকা এমন যা মানব বসবাসের জন্য উপযোগী নয়।

অপর দিকে, ক্ষুদ্র বাংলাদেশ 🇧🇩 মাত্র ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার আয়তনে বেঁচে আছে। তবুও এখানে বাস করছে প্রায় ১৭৫ মিলিয়ন মানুষের পরিবার। উর্বর জমি, নদীমাতৃক ভূমি ও সুষম জলবায়ুর কারণে দেশের প্রায় সব কোণায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই তুলনা দিয়ে বোঝা যায় — রাশিয়া যতই বড় হোক না কেন, জনসংখ্যায় বাংলাদেশ তাকে ছাড়িয়ে গেছে। 😊🔥✨
সংগৃহীত

28/09/2025

বিমানবন্দরে(Airport)ব্যবহৃত ৫০টি দরকারি ইংরেজি ভাষা-
Where is the check-in counter (হোয়ার ইজ দা চেক-ইন কাউন্টার) – চেক-ইন কাউন্টার কোথায়
Where can I collect my luggage (হোয়ার ক্যান আই কালেক্ট মাই লাগেজ) – লাগেজ কোথায় পাব
Can I see your boarding pass? (ক্যান আই সি ইওর বোর্ডিং পাস) – আপনার বোর্ডিং পাসটা দেখাতে পারবেন?
Where is the immigration desk? (হোয়ার ইজ দা ইমিগ্রেশন ডেস্ক) – ইমিগ্রেশন ডেস্ক কোথায়?
I need a trolley. (আই নিড আ ট্রলি) – আমার একটা ট্রলি দরকার।
What time is the flight? (হোয়াট টাইম ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কখন?
When is the boarding time? (হোয়েন ইজ দা বোর্ডিং টাইম) – বোর্ডিং টাইম কখন?
Show me your passport. (শো মি ইওর পাসপোর্ট) – আপনার পাসপোর্ট দেখান।
Where is the security check? (হোয়ার ইজ দা সিকিউরিটি চেক) – নিরাপত্তা চেক কোথায়?
Liquids are not allowed. (লিকুইডস আর নট এলাউড) – তরল নেওয়া যাবে না।
Where is the waiting lounge? (হোয়ার ইজ দা ওয়েটিং লাউঞ্জ) – অপেক্ষার জায়গা কোথায়?
Is there a coffee shop here? (ইজ দেয়ার আ কফি শপ হিয়ার) – এখানে কি কফি শপ আছে?
Where is the food court? (হোয়ার ইজ দা ফুড কোর্ট) – ফুড কোর্ট কোথায়?
Do you have free Wi-Fi? (ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াই-ফাই) – ফ্রি ওয়াই-ফাই আছে?
Where can I charge my phone? (হোয়ার ক্যান আই চার্জ মাই ফোন) – ফোন চার্জ কোথায় দিব?
May I see your ticket? (মে আই সি ইওর টিকিট) – আপনার টিকিটটা দেখাতে পারবেন?
This area is restricted. (দিস এরিয়া ইজ রেস্ট্রিক্টেড) – এই জায়গায় প্রবেশ নিষেধ।
Do you have anything to declare? (ডু ইউ হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার) – ঘোষণা করার মতো কিছু আছে কি?
This is a gift. (দিস ইজ আ গিফট) – এটা একটা উপহার।
Please open your bag. (প্লিজ ওপেন ইওর ব্যাগ) – আপনার ব্যাগ খুলুন।
Stand in line, please. (স্ট্যান্ড ইন লাইন প্লিজ) – লাইনে দাঁড়ান।
Where is the boarding gate? (হোয়ার ইজ দা বোর্ডিং গেট) – বোর্ডিং গেট কোথায়?
Passengers, please proceed. (প্যাসেঞ্জারস, প্লিজ প্রসিড) – যাত্রীরা অনুগ্রহ করে এগিয়ে আসুন।
Your flight is delayed. (ইওর ফ্লাইট ইজ ডিলেইড) – আপনার ফ্লাইট দেরি হয়েছে।
Your flight is on time. (ইওর ফ্লাইট ইজ অন টাইম) – আপনার ফ্লাইট সময়মতো আছে।
Final call for passengers. (ফাইনাল কল ফর প্যাসেঞ্জারস) – যাত্রীদের জন্য শেষ ডাক।
Use headphones during the flight. (ইউজ হেডফোনস ডিউরিং দা ফ্লাইট) – ফ্লাইটে হেডফোন ব্যবহার করুন।
Where is my seat? (হোয়ার ইজ মাই সিট) – আমার সিট কোথায়?
Is there a hotel nearby? (ইজ দেয়ার আ হোটেল নিঅরবাই) – আশেপাশে কি হোটেল আছে?
Where is the taxi stand? (হোয়ার ইজ দা ট্যাক্সি স্ট্যান্ড) – ট্যাক্সি স্ট্যান্ড কোথায়?
Please give me a boarding card. (প্লিজ গিভ মি আ বোর্ডিং কার্ড) – আমাকে বোর্ডিং কার্ড দিন।
I am traveling with family. (আই অ্যাম ট্রাভেলিং উইথ ফ্যামিলি) – আমি পরিবার নিয়ে ভ্রমণ করছি।
This is my hand luggage. (দিস ইজ মাই হ্যান্ড লাগেজ) – এটা আমার হাতব্যাগ।
My bag is overweight. (মাই ব্যাগ ইজ ওভারওয়েট) – আমার ব্যাগের ওজন বেশি।
Can I pay extra by card? (ক্যান আই পে এক্সট্রা বাই কার্ড) – অতিরিক্ত টাকা কি কার্ডে দিতে পারি?
Is this an international flight? (ইজ দিস অ্যান ইন্টারন্যাশনাল ফ্লাইট) – এটা কি আন্তর্জাতিক ফ্লাইট?
Where will the plane land? (হোয়ার উইল দা প্লেন ল্যান্ড) – প্লেন কোথায় নামবে?
How long is the flight? (হাউ লং ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কতক্ষণ?
Where can I rest? (হোয়ার ক্যান আই রেস্ট) – আমি কোথায় বিশ্রাম নিতে পারি?
Can I meet the captain? (ক্যান আই মিট দা ক্যাপ্টেন) – আমি কি ক্যাপ্টেনের সাথে দেখা করতে পারি?
Where is the lost and found? (হোয়ার ইজ দা লস্ট অ্যান্ড ফাউন্ড) – হারানো জিনিসপত্রের অফিস কোথায়?
Traveling with children. (ট্রাভেলিং উইথ চিলড্রেন) – শিশুদের নিয়ে ভ্রমণ।
Is there vegetarian food? (ইজ দেয়ার ভেজিটেরিয়ান ফুড) – নিরামিষ খাবার আছে কি?
Can I get some water? (ক্যান আই গেট সাম ওয়াটার) – আমি কি কিছু পানি পেতে পারি?
Thank you for your service. (থ্যাঙ্ক ইউ ফর ইওর সার্ভিস) – আপনার সেবার জন্য ধন্যবাদ।

02/09/2025

স্ত্রী হলো অর্ধাঙ্গিনী তাই তাকে অর্ধেক তথ্য দিন। সম্পূর্ণ তথ্য দিয়ে জীবনটাকে তেজপাতা করবেন না।।

Address

Barisal
8530

Website

Alerts

Be the first to know and let us send you an email when YouTube Banaripara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category