01/11/2023
প্রিয় পাঠক,
গত ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং পাঠক পরিবার ৫ম বর্ষে পদার্পণ করেছে। গত পাঁচ বছরে পাঠক পরিবার বই নিয়ে অনেকগুলো অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় পাঠক পরিবারের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে একটি অনলাইন প্রতিযোগিতা। আগামী ১লা নভেম্বর, ২০২৩ইং থেকে শুরু হতে যাচ্ছে "পাঠক পরিবার-এর ৫ম বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে অনলাইন প্রতিযোগিতা ২০২৩"। সকল বইপ্রেমী বন্ধুদের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হলো।
বিস্তারিত :
১. বুক রিভিউ :
প্রত্যেক প্রতিযোগি যেকোনো তিনটি বইয়ের উপরে সর্বোচ্চ ৬০০ শব্দের মধ্যে বুক রিভিউ লিখে পোস্ট করতে হবে।
২. বুক ফটোগ্রাফি :
প্রত্যেক প্রতিযোগি যেকোনো তিনটি বইয়ের ছবি তুলে পোস্ট করতে হবে।
৩. আবৃত্তি : প্রত্যেক প্রতিযোগি যেকোনো একটি কবিতা/কাব্যাংশ mp4 ফাইল আকারে পোস্ট করতে হবে
৪. পোস্টের ক্যাপশনে এই হ্যাশট্যাগটি ব্যবহার করা বাধ্যতামূলক।
৫. পাঠক পরিবারের অফিসিয়াল গ্রুপে পোস্ট করতে হবে।
৬. নিম্নোক্ত Google Form টি Fill up করে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে হবে।
৭. পোস্টে আপনার ৫জন বন্ধুকে মেনশন করতে হবে।
এই প্রতিযোগিতাটি ৩০শে নভেম্বর, ২০২৩ইং তারিখ পর্যন্ত চলবে।
প্রতিটি বিভাগেই সেরা তিনজনকে পাঠক পরিবার এবং বাংলার প্রকাশন-এর পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেয়া হবে আকর্ষণীয় বই।