Nature Beauty

Nature Beauty Life is beautiful ❤️
(1)

আলহামদুলিল্লাহইফতার আয়জোন ২০২৫🌸
09/03/2025

আলহামদুলিল্লাহ

ইফতার আয়জোন ২০২৫🌸

একটা মানবিক আবেদনএকজন বৃদ্ধ লোক পায়ের রিক্সা চালায় আজ ল্যাব এইডের সামনে মাকে ডক্টর দেখিয়ে বের হয়ে আমার মা বললো দেখ চাচা ...
11/12/2024

একটা মানবিক আবেদন

একজন বৃদ্ধ লোক পায়ের রিক্সা চালায় আজ ল্যাব এইডের সামনে মাকে ডক্টর দেখিয়ে বের হয়ে আমার মা বললো দেখ চাচা কেমন করে ডাকছে।তাকে দেখে মা রিক্সায় উঠতে চায় নায়।আমি বললাম উঠো না হলে ওনি টাকা নিবে না।তারপর আমি একটু সামনে এসে তাকে বললাম আপনি রিক্সাটা রেখে একটু এই দিকে আসেন।সে এতো খুশি হয়ে আসছে।আমি তাকে বললাম কি খাবেন সে বললো আমাকে একটু পুরি চা খাওয়ালে হবে।আসলে এতোটা অসহায় লাগছে।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কত ভালো রাখছে তার পরও কত অভিযোগ আমাদের 🙂

আমি তাকে যতটুকু পারছি আমার সার্মথ্য অনুযায়ী চেষ্টা করছি সাহায্য করার।

বাট এই বয়সে সে কর্ম করে এটা আসলেই অবাক করছে।দুইটা ছেলে একজনও তাকে দেখে না।
সে আমাকে বললো আমাকে না খাওয়াইয়া টাকা টা দিলে আমি বাজার করতে পারতাম।এটা শুনে আসলে আমার অনেক খারাপ লাগছে।
আমি তাকে সামান্য কিছু টাকাও দিছি।

আমি আমার নম্ভর দিছি সে যোগাযোগ করবে বলছে।

যদি সবাই মিলে তার জন্য কিছু করতে পারি 😐যারা বরিশালে আছেন তারা একটু রেসপন্স কইরেন।

আমি আসলে একা করলে হয়তো তাকে অল্প দিতে পারবো আর আমি দিবো ইনশাল্লাহ ।বাট আমি চাই চাচাকে একটু সাহায্য করতে।এমন মানুষদের জন্য কিছু করতে পারলে আসলেই নিজের মনে শান্তি মিলে🙂

কেউ চাইলে সরাসরি থেকেও সাহায্য করতে পারবেন।

আমি নিজ উদ্দেগে যতটুকু পারি বাকি টা আল্লাহ ভরসা।

আমি এগুলো লিখতাম না বাট মনে হলো এমন মানুষকে তুলে ধরলে আমাদের সমাজের হৃদয়বান মানুষরা হয়ত এসব মানুষের পাশে দাড়াবে।

শুকরিয়া 🤍

04/11/2024

🥰🥰🥰

Barishal Sadar girl's School
26/10/2024

Barishal Sadar girl's School



HVP Vaccination Campaign 2024২৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে ৭টি বিভাগে (ঢাকা বিভাগ ব্যতীত) ইপিআই কর্তৃক ১০ থেকে ১৪ বছর বয়সী ক...
22/10/2024

HVP Vaccination Campaign 2024

২৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে ৭টি বিভাগে (ঢাকা বিভাগ ব্যতীত) ইপিআই কর্তৃক ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

সম্পূর্ণ বিনামূল্যে ১ ডোজ এইচপিভি টিকা পেতে
👉 https://www.vaxepi.gov.bd/

ওয়েবসাইটে জন্মসনদের তথ্য দিয়ে আজই নিবন্ধন করুন।


🤍
26/09/2024

🤍

এদের জন্যই আমরা আজকের এই দেশটা পেলাম। এদের অবদান কখনো ভুলে যাবার নয়। 🖤

এক বিষণ্ণ দিন শেষেযদি খানিক আঁধার এসে,ভীষণ আপন হয়ে বসেতোমার আঙুলগুলোর ফাঁকে?তখন আমার আঙুল ছাড়াতুমি খুঁজবে কোথায় কাকে?~ স...
08/09/2024

এক বিষণ্ণ দিন শেষে
যদি খানিক আঁধার এসে,
ভীষণ আপন হয়ে বসে
তোমার আঙুলগুলোর ফাঁকে?

তখন আমার আঙুল ছাড়া
তুমি খুঁজবে কোথায় কাকে?

~ সাদাত হোসাইন

🇧🇩🇧🇩
01/09/2024

🇧🇩🇧🇩

বাংলাদেশ আসলেই বদলে গিয়েছে। এই যে দেখুন একটু আশে পাশে তাকিয়ে। বরাবরের মতো আজকেও রাস্তায় জ্যাম তবে সব ত্রাণের গাড়ি। ছ...
29/08/2024

বাংলাদেশ আসলেই বদলে গিয়েছে। এই যে দেখুন একটু আশে পাশে তাকিয়ে। বরাবরের মতো আজকেও রাস্তায় জ্যাম তবে সব ত্রাণের গাড়ি। ছোট্ট বাচ্চা যে টুকটুকে লাল স্বপ্ন কেনার জন্য টাকা জমিয়েছিল সেও চাচ্ছে মানুষ আগে বাঁচুক। এই ছাত্রসমাজ যারা মিমস শেয়ার করে তারা একের পর এক হেল্প পোস্ট দিচ্ছে। আর অনেকেই উপকারের ঝুলি নিয়ে পাড়ি দিচ্ছে প্লাবিত সকল জেলার উদ্দেশ্যে।✊🫡

এই বদল হতে আসলে একটা বড় প্রেক্ষাপট লাগে। কদিন আগেই সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে। এখন প্রতিটা মানুষ এক একটি সাহসের তরবারি। যেকোনো বিপদ যেনো সকলের কাছে ঐক্যবদ্ধ হওয়ার নতুন হাতিয়ার। এই দেশকে ভাঙতে এসে আর লাভ হবেনা কারণ এই জাতি জেনে গেছে "একতাই দেশের মূল সম্পদ"।🇧🇩

collected

 #দৃষ্টি আকর্ষন করছিবরিশালে সাগরদি থেকে রূপাতলী পর্যন্ত এই রাস্তায় সন্ধ্যা হলে জ্যাম লেগে থাকে।আশে পাশের রাস্তা থেকে গাড়...
29/08/2024

#দৃষ্টি আকর্ষন করছি

বরিশালে সাগরদি থেকে রূপাতলী পর্যন্ত এই রাস্তায় সন্ধ্যা হলে জ্যাম লেগে থাকে।আশে পাশের রাস্তা থেকে গাড়ি উঠে একটার গায়ে আর একটা লাগে।
অবস্থা অনেক খারাপ মানুষের ভোগান্তি।

আজকে আমরা সাথে যারা ছিলো তারা বললো ট্রাফিকের দায়িত্বে যারা আছে এখন টাকা পায় না দেখে দাড়িয়ে থাকে নয়তো চায়ের দোকানে বসে থাকে।

যারা আছেন এই বেপারটা একটু কয়েক দিন অবজারভার করেন প্লিজ 🙏

Address

BM College
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share