
05/04/2025
যে সকল বাবা মায়েরা ছেলেকে খুব ভালোবাসেন দাবি করেন অথচ ছেলের বউকে সয্য করতে পারেন না তার দোষ বলে ছেলের সাথে ঝগড়া মারামারি লাগিয়েই রাখেন তাদের উদ্যেশ্যে বলছি বিশ্বাস করেন আপনারা আপনার ছেলেকে ভালো বাসেন না যাস্ট ভালোবাসার নাটক করেন।
ভালো যে বাসেন না সেটার প্রমান দিচ্ছি।
আপনি যখন ছেলের বউকে কস্ট দেয়ন বা ছেলের কাছে নালিশ করে ঝগড়া বাধিয়ে দেয়ন অনেকেতো বউকে মাইরও দিয়ে থাকে এতে ঐ বউটা যতটা কস্ট পায় তার মত আপনার ছেলেও কস্ট পায় রাত হলে নির্ঘুম কাটে দুজনারই যদি আপনি আপনার ছেলেকে ভালোই বাসতেন তাহলে কি ছেলের কস্টের কারন হতে পারতেন?
আপনি মা, বাবা আপনাকে ছারা একটা সময় আপনার সন্তান ঠিকই থাকতে পারবে কিন্তু বউ ছারা কিন্তু থাকতে পারবে না হয়তো ১-২ দিন বউর সাথে কথা না বলে থাকবে ৩য় দিন ঠিকই পা ধরে হলেও বউকে মানায়ে নিবে।
দিন শেষে আপনাদেরই লস কারন একটা সময় আপনার ছেলেই দিন দিন অসান্তি থেকে বাচতে বউ নিয়ে আলাদা হয়ে যাবে এতে আপনার সন্তান আপনার থেকে দুরে সরে যাবে আর যে বউটাকে এত কস্ট দিলেন তার ঘৃনাও বারতেই থাকবে এভাবে একটা সময় আপনার সন্তানের আর আপনার মাঝে পাহার সমান দুরত্ব বারবে। কিন্তু ঐ বউকে যদি আপনি নিজের সন্তানের মত করে ভালোবাসেন আপনার সন্তানকে সে যেমন ভালোবাসা দিয়ে আগলে রাখবে তেমনি আপনাদের প্রতিও তার ভালোবাসা শ্রদ্ধা দিন দিন বারতেই থাকবে আর যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো দুরত্ব সৃষ্টি হয় না।