Anim Rafsan mom dreams

Anim Rafsan mom dreams সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে চাই আপনাদের সামনে।

যে সকল বাবা মায়েরা ছেলেকে খুব ভালোবাসেন দাবি করেন অথচ ছেলের বউকে সয্য করতে পারেন না তার দোষ বলে ছেলের সাথে ঝগড়া মারামারি...
05/04/2025

যে সকল বাবা মায়েরা ছেলেকে খুব ভালোবাসেন দাবি করেন অথচ ছেলের বউকে সয্য করতে পারেন না তার দোষ বলে ছেলের সাথে ঝগড়া মারামারি লাগিয়েই রাখেন তাদের উদ্যেশ্যে বলছি বিশ্বাস করেন আপনারা আপনার ছেলেকে ভালো বাসেন না যাস্ট ভালোবাসার নাটক করেন।
ভালো যে বাসেন না সেটার প্রমান দিচ্ছি।
আপনি যখন ছেলের বউকে কস্ট দেয়ন বা ছেলের কাছে নালিশ করে ঝগড়া বাধিয়ে দেয়ন অনেকেতো বউকে মাইরও দিয়ে থাকে এতে ঐ বউটা যতটা কস্ট পায় তার মত আপনার ছেলেও কস্ট পায় রাত হলে নির্ঘুম কাটে দুজনারই যদি আপনি আপনার ছেলেকে ভালোই বাসতেন তাহলে কি ছেলের কস্টের কারন হতে পারতেন?
আপনি মা, বাবা আপনাকে ছারা একটা সময় আপনার সন্তান ঠিকই থাকতে পারবে কিন্তু বউ ছারা কিন্তু থাকতে পারবে না হয়তো ১-২ দিন বউর সাথে কথা না বলে থাকবে ৩য় দিন ঠিকই পা ধরে হলেও বউকে মানায়ে নিবে।
দিন শেষে আপনাদেরই লস কারন একটা সময় আপনার ছেলেই দিন দিন অসান্তি থেকে বাচতে বউ নিয়ে আলাদা হয়ে যাবে এতে আপনার সন্তান আপনার থেকে দুরে সরে যাবে আর যে বউটাকে এত কস্ট দিলেন তার ঘৃনাও বারতেই থাকবে এভাবে একটা সময় আপনার সন্তানের আর আপনার মাঝে পাহার সমান দুরত্ব বারবে। কিন্তু ঐ বউকে যদি আপনি নিজের সন্তানের মত করে ভালোবাসেন আপনার সন্তানকে সে যেমন ভালোবাসা দিয়ে আগলে রাখবে তেমনি আপনাদের প্রতিও তার ভালোবাসা শ্রদ্ধা দিন দিন বারতেই থাকবে আর যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো দুরত্ব সৃষ্টি হয় না।

আমি এক মত না কারন মরে গেলেতো ওর দুনিয়ায় থাকা সাস্তি কমে গেলো। ধর্ষকের সাস্তি হলো ওর মেশিন এবং ২ হাত কেটে ফেলা যাতে ঐ হাত...
26/02/2025

আমি এক মত না কারন মরে গেলেতো ওর দুনিয়ায় থাকা সাস্তি কমে গেলো।
ধর্ষকের সাস্তি হলো ওর মেশিন এবং ২ হাত কেটে ফেলা যাতে ঐ হাত দুটো দিয়ে কাউকে আর ব্যট টাচ না করতে পারে আর..............।

কেমন হয়েছে গোলাপ গুলো বলেন তো?????
12/02/2025

কেমন হয়েছে গোলাপ গুলো বলেন তো?????

09/02/2025

নামাজের মধ্যে ফিজিক্যালি উইক এবং সবচেয়ে নড়বড়ে অবস্থাটা হচ্ছে "রুকু"। রুকুরত অবস্থায় কেউ যদি নামাজীকে হালকা করেও একটা ধাক্কা দেয়, সে ধপাস করে মাটিতে পড়ে যাবে। চমৎকার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন নামাজে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকি, তখন বলি "আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী!" আবার, আমরা যখন নামাজের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে থাকি, তখন আল্লাহকে বলি যে, "আল্লাহ আপনি সবচেয়ে উঁচু!" সুবহানাল্লাহ!
জাস্ট এই কনসেপ্টটা আমাদের নামাজকে অন্য আরেক ডাইমেনশানে নিয়ে যায়! নামাজ পড়তে পড়তে যেখানেই মন চলে যাক না কেন, রুকু আর সিজদাহ দেওয়ার সময় মনে পড়ে যায় যে, "আল্লাহ সবচেয়ে শক্তিধর এবং আল্লাহ সর্বোচ্চ!" ❤️

(C)

27/01/2025

ইয়া রাব্বুল আলামিন পবিত্র এই রাতে আমার মা,বাবা আত্মীয়স্বজন সহ সকল কবর বাসীকে মাফ করেদিন।

জাজার পাপা এই সুযোগটা কেন হাত ছারা করলেন?? ওনারে আপনার কাছে নিয়া যায়ন ভাই আমরা আর পারছি না ওনার কস্ট দেখতে🤣🤣🤣
24/01/2025

জাজার পাপা এই সুযোগটা কেন হাত ছারা করলেন??
ওনারে আপনার কাছে নিয়া যায়ন ভাই আমরা আর পারছি না ওনার কস্ট দেখতে🤣🤣🤣

20/01/2025

তনি বুইড়া বেটাকে বিয়া করছে টাকার জন্য এমন ধারনার সুশিল ব্যক্তিগনের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ৯৫% ব্রেইন ডেমেজ হয়ে যাবার পর ডাঃ আশা ছেরে দেয়ার পরও নিজের সব গয়না (৭০ ভরি) বিক্রি করে তনি ঐ বুড়া বেটাকে ব্যঙ্কক নিয়ে লাইফ সাপোর্টে রেখেছেন ৩ মাস কিন্তু আপনার এমন অবস্থা হলে আপনার ওয়াইফ ১-২ ভরিও বিক্রি করবেতো?? নিজেকে সেই অবস্থানে নিতে পেরেছেন কি ওয়াইফের কাছে??????
তনিকে নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখবেন।

শুভ সন্ধ্যা। সন্ধ্যার নাস্তায় ফুসকা আর এমন এক কাপ চা হলে আর কি কিছুর দরকার হয়??????
10/11/2024

শুভ সন্ধ্যা।
সন্ধ্যার নাস্তায় ফুসকা আর এমন এক কাপ চা হলে আর কি কিছুর দরকার হয়??????

09/11/2024

স্টার গিফট করে যারা পরে আবার তা তুলে নেয়ন তাদের উদ্দেশ্যে বলছি এমন মনোভাব থাকলে আর কখনো গিফট করতে আসবেন না দয়া করে।
এটা ছোটলোকী।

08/11/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Tarikul Islam, M.K. Azizur Rahman, MD Rubel Hossain, Jamal Uddin

07/11/2024

উপর থেকে সুনে সমালোচনার ঝড় বইয়ে দেয়া যায় কিন্তু ভিতরটা দেখলে তখন হয়তো চিন্তাভাবনাটাই বদলে যায়।

Address

বানারীপাড়া , বরিশাল
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Anim Rafsan mom dreams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anim Rafsan mom dreams:

Share