১০১ পৃষ্ঠা

১০১ পৃষ্ঠা ‘why I’m never good enough for anyone’

16/08/2025

চুপচাপ বয়ে যাচ্ছে—
একটা অদৃশ্য নদী,
কোনো শব্দ নেই তার,
তবুও প্রতিটা ঢেউয়ে মনে হচ্ছে আমি তলিয়ে যাচ্ছি..!!

20/07/2025

নিংশব্দে প্রস্থান,
সবচেয়ে বড় চিৎকার....
তারও কষ্ট হয় যদি সে জড় পদার্থ হিসেবে বিবেচিত না হয়!🙂

06/07/2025

সবচেয়ে হার্টব্রেকিং ব্যাপার হইলো এইটা, একটা সময় যে মানুষটাকে আগপিছু কিছু না ভেবেই দুম করে একটা ফোন করে আগামাথা ছাড়া কথাবার্তা বলা যাইতো, এখন আপনি আর সেইটা করতে পারেন না। সেই মানুষ আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকবে ঠিকই, কিন্তু লাস্ট ডায়ালড হবে হাজারো দিন আগে। চ্যাটবক্সে যে নাম সবার উপরে থাকতো সেই নাম আস্তে আস্তে নিচে তলায়ে যাবে। কালেভদ্রে স্ক্রল করে নিচে গিয়ে আগের কনভারসেশনে ঢুকে তাকে অনলাইন পেয়ে গেলে বুকের মধ্যে একটা ধাক্কার মতো লাগবে। খুব ইচ্ছা করবে একটা নক করতে অথচ পারবেন না। আটকায়ে যাবেন।

‎একটা সময় ওই মানুষের রুটিন হয়তো আপনার মুখস্থ ছিলো। চোখ বন্ধ করে বলে দিতে পারতেন দিনের কোন সময়ে সে কোথায় আছে, কোন সময়টায় সে একটু ন্যাপ নেয়, কখন পড়তে বসে। এখন সেইগুলি হয়ে গেছে প্লাস মাইনাস। এখন হয়তো ওইটা করতেসে, নাকি অন্য কিছু? একটা সময় গিয়ে হয়তোগুলিও আর মিলবে না। এক পৃথিবীর নিচে দুইটা অনেক চেনা মানুষ একদিন সম্পূর্ণ অচেনা হয়ে যাবে। অথচ দুইজনেই বেঁচে থাকবে দুইজনের দুইটা আলাদা জীবনে। কী অদ্ভুত কষ্টের একটা ব্যাপার!

‎পৃথিবী গোল- এই নিয়মে বিশ্বাস করে আপনি মনে মনে তীব্রভাবে চাইবেন কোনো এক বৃষ্টিভেজা হঠাৎ সন্ধ্যায় আপনাদের আবার দেখা হোক। অথচ একই শহরে থেকেও কখনো আপনাদের আর দেখা হবে না। এই ছোট জীবনের দীর্ঘ অপেক্ষায় একদিন ফুরাবে অথচ সেই হঠাৎ দেখার সন্ধ্যা আপনাদের জীবনে আর কোনোদিন আসবে না।

26/06/2025

অস্তিত্ব নিরন্তর তোলপাড় থেকে একটা দীর্ঘ অবকাশের আকাঙ্ক্ষা করছি!!🙂

11/06/2025

আমি হাসি & আমি হাসাই😊
তবে আমি জোকার নই🙂

20/05/2025

নিঃশব্দে প্রতিস্মৃতিতে শব্দ এক অপার্থিব বিভ্রম!
ভাষা সেখানে প্রাকশূন্য মায়া!🙂

02/05/2025

স্নিগ্ধতাহীন স্বপ্নচ্ছায়ার শব্দহীন সুপ্ততা হৃদয়জুড়ে শুধু অব্যক্ত অতৃপ্ততা!!

21/04/2025

চন্দ্রপ্রভা কি'বা অগুনতি আঁধারে,
পৃথিবীর নির্জন পথে প্রান্তরে,
এখনো কেউ স্বপ্ন দেখে,
এপাড়ে ওপাড়ে পৃথিবী জুড়ে।

11/04/2025

আকাশ পানে মৃত সূর্যের আর্তনাদ,
অস্তিত্ব ভেঙে গড়ে নিঃশেষের স্বাদ!!🙂

09/04/2025

নিস্পন্দ অন্ধকারে সমাধিস্ত হৃদয়ে,
প্রতিধ্বনীয় নির্বাসিত!!🙂

06/04/2025

অস্তিত্বহীনতার অন্তর অন্ধকার,
পরিসীমাহীন আত্মাত্যাগের একাকী অধ্যায়!!💙

03/04/2025

অপ্রকাশিত ক্ষরণে জ্বলে অন্ত কথা,
নির্বাক যন্ত্রণায় মিশে যায় পরিচ্ছদহীন ব্যাথা.!🙂

Address

Barishal

Telephone

+8801776540781

Website

Alerts

Be the first to know and let us send you an email when ১০১ পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ১০১ পৃষ্ঠা:

Share