SB News.TV

SB News.TV Update Video News Portal

14/08/2024
16/06/2024

সৌদিতে আজ পবিত্র ঈদুল আজহা ..

13/05/2024

দালালদের খপ্পরে সহজ সরল নেত্রকোনার রাব্বি.....

দালালদের খপ্পরে পড়ে সৌদি এসে বিপদগ্রস্ত হচ্ছে রাব্বির মত হাজারো প্রবাসী। কেউ পাচ্ছে না ইকামা, কেউ পাচ্ছে না কাজ। খেয়ে না খেয়ে হতাশার জীবন যাপন করছে লাখ লাখ প্রবাসী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন প্রবাসীরা।

30/08/2023

জমি নিয়ে বিরোধের জেরে স্বামী স্ত্রীকে পিটিয়া আ*হত করেছে প্রতিপক্ষরা.....

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমতলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে স্বামী স্ত্রীকে পিটিয়া আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মানিক মিয়া জানায় আমরা অনেক বছর ধরে জমি ভোগ দখল করছি। এটি আমার পৈত্রিক সম্পত্তি। হঠাৎ বাদশ ও তার ভাই আলি হায়দার আমাদ দখলীকৃত জমির মালিক দাবি করছে। এটা নিয়ে স্থানীয়ভাবে সালিশ বিচার হলেও মানছে না বাদশা ও তার ভাই আলী হায়দার।

প্রতিপক্ষ বাদশা মিয়ার ছোট ভাই মোঃ আলী হায়দার জানান, মানিক কোন জমি পাবে না। সে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে। সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের উপস্থিতিতে সালিশ বৈঠক বসলেও তা মানছে না মানিক মিয়া। ঘটনার দিন গতকাল সকালে আমি ট্রাক্টর মেশিন নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে মানিক ও তার স্ত্রী বাধা দেয়। তাৎক্ষণিক আমি এমপি মহোদয় কে জানালে তিনি আমাকে লোকজন নিয়ে গিয়ে জমিতে হাল চাষ করতে বলে। মানিক নামলে তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার নির্দেশনা-ও আছে।

আলী হায়দার আরও জানায়, জমি আমাদের তারা জোর করে দখল করার চেষ্টা করছে। সামাজিক বিচার মানছে না মানিক। জমিতে হাল চাষ করতে গেলে মানিক বাধা দিলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমাদের লোক আহত রয়েছে। তোদের চিকিৎসা দিতে মেডিকেলে থাকায় আলী হায়দারের ভিডিও বক্তব্য নেওয়া যায় নি।

27/08/2023

মেডিকেলে ছাত্রী র‍্যাগিং: হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবী।

রোববার (২৭ আগস্ট) বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন আইনজীবী তামজিদ হাসান।

18/08/2023

দুই ট্রলারের মাছে-ই সয়লাভ বাজার
নিষেধাজ্ঞার সুফল বলছে আড়তদাররা।

17/08/2023

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটা নারী-পুরুষের মারামারি।

17/08/2023

পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে সাবেক ইউপি সদস্যসহ (সংরক্ষিত মেম্মার) চারজন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত সবাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।অভিযুক্ত ইব্রাহিম জানায় আমি দুই পক্ষকে থামানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। দুই পক্ষের মধ্যে মারামারির সময় থামাতে গিয়ে আমার বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়েছি।এ ঘটনায় ইব্রাহিম এর বাবা জানায় জমির বিষয়ে আদালতে দেওয়ানী মামলা চলমান। আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। আমি মামলার বাদি হওয়ায় আমি জমিতে হাল চাষ করতে পারব। অন্য কেউ জমির কাছে আসতে পারবে না। ক্যামেরায় বক্তব্য চাইলে পিতা পুত্রের কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। এ ঘটনায় দুই পক্ষ থানায় মামলর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

16/08/2023

মাছের কর্কশিট বক্সে ১০ ফুট লম্বা অজগর!

মোঃ সোলায়মান: বরগুনার পাথরঘাটার রুহিতা থেকে একটি মাছের কর্কশিট বক্স থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন্যপ্রাণী প্রেমী জাকির মুন্সি।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা বটতলা মাছ বাজারের একটি মাছের আড়ত থেকে অজগরটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের নিজ আড়তে যান হেলাল। আড়তের গেট খোলার পরেই মাছ সংরক্ষণের জন্য রাখা কর্কশিটের বক্সের মধ্যে সাপটি দেখতে পান এসময় হেলাল ভয়ে চিৎকার দেন । চিৎকার শুনে জড়ো হন উৎসুক জনতা। পরে হেলাল আমাকে খবর দিলে দ্রুত আড়তে উপস্থিত হয়ে মাছের কর্কশিট থেকে অজগর সাপটি উদ্ধার করি। এরপর বনবিভাগকে খবর দেই।।

জাকির আরও জানান, এখন পর্যন্ত আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।

বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা বাজারের মাছের কর্কশিটের ভেতর থেকে ১০ ফুট দৈর্ঘ একটি অজগ উদ্ধারের খবর শুনেছি। অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি ।

মাছের কর্কশিট বক্সে ১০ ফুট লম্বা অজগর!মোঃ সোলায়মান:  বরগুনার পাথরঘাটার রুহিতা থেকে একটি মাছের কর্কশিট  বক্স থেকে ১০ ফুট ...
16/08/2023

মাছের কর্কশিট বক্সে ১০ ফুট লম্বা অজগর!

মোঃ সোলায়মান: বরগুনার পাথরঘাটার রুহিতা থেকে একটি মাছের কর্কশিট বক্স থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন্যপ্রাণী প্রেমী জাকির মুন্সি।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা বটতলা মাছ বাজারের একটি আড়ত থাকা কর্কশিটের ভেতর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের নিজ আড়তে যান হেলাল। আড়তের গেট খোলার পরেই মাছ সংরক্ষণের জন্য রাখা কর্কশিটের বক্সের মধ্যে সাপটি দেখতে পান এসময় হেলাল ভয়ে চিৎকার দেন । চিৎকার শুনে জড়ো হন উৎসুক জনতা। পরে হেলাল আমাকে খবর দিলে দ্রুত আড়তে উপস্থিত হয়ে মাছের কর্কশিট থেকে অজগর সাপটি উদ্ধার করি। এরপর বনবিভাগকে খবর দেই।।

জাকির আরও জানান, এখন পর্যন্ত আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।

বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা বাজারের মাছের কর্কশিটের ভেতর থেকে ১০ ফুট দৈর্ঘ একটি অজগ উদ্ধারের খবর শুনেছি। অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি ।

পাথরঘাটার কাকচিড়া থেকে খালে ভাসতে থাকা বৃদ্ধের মৃতদেহ উদ্ধারমোঃ সোলায়মান: বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন কা...
16/08/2023

পাথরঘাটার কাকচিড়া থেকে খালে ভাসতে থাকা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

মোঃ সোলায়মান: বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন কাকচিড়া-মুচিঘাটা খাল‌ থেকে ৬৫ বছর বয়সের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।

বুধবার (১৬ আগষ্ট) সকালে কাকচিড়া খালের নৌ-পুলিশ ফাঁড়ীর জেটির কাছাকাছি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধের নাম নজরুল ইসলাম, তিনি পেশায় একজন বিক্ষুক। মৃত নজরুল ইসলাম পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হোগলপাতি গ্রামের মৃত: কাছেম আলীর সন্তান।

হোগলপাতি গ্রাম থেকে কাছাকাছি হওয়ায় বিক্ষার জন্য প্রায়ই তিনি কাকচিড়া বাজাের আসতেন। স্থানীয়দের ধারনা ওজু বা আন্যকোন কারণে পানির প্রয়োজনে খালে নামলে তখন পরে গিয়ে মৃত্যু হতে পারে তার।

এবিষয়ে রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম বলেন, আজ সকালে কাকচিড়া বাজার সংলগ্ন খালে নৌ-পুলিশের জেটি সংলগ্ন একটি লাশ ভাসতে দেখে প্রথমে স্থানীয় ইউপি সদস্যকে জানায় স্থানীয়রা। এরপরে আমাকে জানালে তাৎক্ষণিক আমি বিষয়টি কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তবে প্রাথমিক পর্যায়ে এ লাশ আমাদের এলাকার কেউ নয় বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াসহ লোকজনের মাধ্যমে বিভিন্ন এলাকায় জানাজানি হলে মৃতের পরিবার ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করেন।

পাথরঘাটা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আ. জলিল বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল করেছি। সুরতহাল শেষ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। উর্ধতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইন-আনুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

10/08/2023

খুলনায় নারী ফুটবলারে উপর হা*মলা ও হু*মকির প্রতিবাদে পাথরঘাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধ করেছে স্কুল শিক্ষার্থীরা ।

Address

Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when SB News.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SB News.TV:

Share