18/02/2025
এখনও পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির চার আসরে অংশগ্রহন করেছে বাংলাদেশ। চার আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা–
▪️তামিম ইকবাল খান, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ১ সেঞ্চুরি আর ২ ফিফটিতে করেন ২৯৩ রান, যার মধ্যে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানের একটি অনবদ্য ইনিংস। বাংলাদেশের জার্সিতে এক আসরে এখনও পর্যন্ত তামিমই সর্বোচ্চ রান সংগ্রাহক।
▪️শাহরিয়ার নাফিস, ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে ৩ ম্যাচে ১ সেঞ্চুরির সাহায্যে করেন ১৬৬ রান। সেই আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করেন তিনি।
▪️নাফিস ইকবাল খান, ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফিতে ২ ম্যাচে করেন মাত্র ৪২ রান, এই রান নিয়েই সে আসরে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
▪️অলক কাপালি ও তুষার ইমরান, ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে ২ ম্যাচে দু'জনেই যৌথভাবে করেন ৪৭ রান। তাদের মধ্যে অলক কাপালির ছিল সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস।
পঞ্চমবারের মত চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য দেশ ছেড়েছে টাইগাররা। এবারের আসরে লাল-সবুজের জার্সিতে কে হবেন সর্বোচ্চ রান সংগ্রাহক? পারবেন কী তামিমকে ছাড়িয়ে যেতে??