
17/03/2025
তুমি আমার ভালোবাসা
শীতের সকালে রোদ গায়ে মেখে বই পড়ছিল ঈশিতা। হঠাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে নাম দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো—"অরিত্র"।
— "হ্যালো?"
— "কি করছিলে?"
— "তোমার কথা ভাবছিলাম," মিষ্টি হেসে বললো ঈশিতা।
— "সত্যি?"
— "না রে পাগল! বই পড়ছিলাম। কিন্তু এখন তুমি কল দেওয়াতে শুধু তোমার কথাই ভাবছি!"
অরিত্রর মনটা আনন্দে ভরে গেল। সে অনেকদিন ধরেই ঈশিতাকে পছন্দ করত, কিন্তু সাহস করে বলতে পারেনি। আজ যেন কথাগুলো ঠোঁটের আগায় চলে এল।
— "ঈশিতা, একটা কথা বলবো?"
— "বলো না!"
— "আমি তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি... কিন্তু কখনো বলতে পারিনি। তুমি কি আমায় ভালোবাসো?"
ঈশিতা চুপ করে গেল। বুকের ভিতর ঢিপঢিপ শব্দ হচ্ছে। সে জানত এই দিনটা আসবে, তবু মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছিল। কিন্তু সে সত্যিটা জানত—অরিত্রকে ছাড়া তার জীবন কল্পনাই করা যায় না।
একটু বিরতির পর ঈশিতা বলল, "আমি তো অনেক আগেই তোমার প্রেমে পড়েছি, বোকা!"
অরিত্রর মুখে হাসি ফুটে উঠলো। সে যেন আকাশ ছুঁয়ে ফেলেছে!
সেদিন থেকেই তাদের প্রেমের গল্পটা শুরু হলো—শীতের সকালে, রোদের উষ্ণতায়, ভালোবাসার এক নতুন অনুভূতির সঙ্গে...