23/03/2025
"রানা-সভাপতি, আক্তার-সম্পাদক"
মেহেন্দিগঞ্জ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মালিক সমিতির কমিটি গঠন।
মেহেন্দিগঞ্জ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মালিক সমিতির কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ-উপলক্ষ্যে শনিবার (২১শে রমজান) বাদ আছর পাতারহাট বন্দরের হাসপাতাল রোডস্থ "ফুড হ্যাভেন রেস্টুরেন্টে" এক আলোচনা সভা, দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভায় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমিতির কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম উপস্থিত সকল ব্যবসায়ী এবং সদস্যদের সর্বসম্মতিক্রমে হাওলাদার প্লাজা'র সত্ত্বাধিকারী মেহেদি হাসান (রানা)-কে সভাপতি ও পাতারহাট ইলেকট্রিক হাউজ'র সত্ত্বাধিকারী মোঃ আক্তার হোসেন-কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট মেহেন্দিগঞ্জ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মালিক সমিতির কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইলিয়াস মিঠু (রাফি টেলিকম), সহ-সাধারণ সম্পাদক মোঃ দুলাল খান (খান ইলেকট্রনিক্স), কোষাধ্যক্ষ মোঃ মামুন হোসেন (মামুন ইলেকট্রিক), দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম (পালোয়ান ট্রেডার্স), সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (শুভেচ্ছা টেলিকম), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (হাজী ইলেকট্রনিক্স), আইন ও বিচার বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম (বিসমিল্লাহ ইলেকট্রিক), প্রচার সম্পাদক মোঃ রকি মিয়া (রকি এন্টারপ্রাইজ), সহ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন (সাদ্দাম ইলেকট্রনিক্স), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (বাংলার আলো সোলার), সদস্য মোঃ দিদারুল ইসলাম (রাফিন ইলেকট্রনিক্স), মোঃ বারেক হোসেন (শাহীন ইলেকট্রিক), আব্দুল কাদের (ফাহিম ইলেকট্রিক), চিত্তরঞ্জন নাথ (মেহেন্দিগঞ্জ ওয়াচ) ও মোঃ আনোয়ার হোসেন (মা ইলেকট্রিক)।
পরে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।