SADIA SUNNY

SADIA SUNNY Stay with us
(3)

23/11/2025

কুত্তার লেজে যত ঘি-ই মাখেন না কেন, সেটা কোনোদিনও সোজা হবে না।”

24/10/2025

সবাই ভাবে আমি অনেক হাসিখুশি মানুষ,
সবাই ভাবে আমি সব সামলে নিতে পারি।
কিন্তু তারা জানে না — আমার হাসিটা এখন মুখে আটকে রাখা এক প্রকার মুখোশ।
ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ি,
আর বাইরের পৃথিবীকে বোঝাই — “আমি ভালো আছি।”

কিন্তু সত্যি বলতে, আমি ক্লান্ত।
মানুষের অভিনয় দেখে, সম্পর্কের ভেতরের ফাঁপা ভালোবাসা দেখে,
প্রতিদিন নিজের ভেতরে একটু করে হারিয়ে যাই।
মন চায়, কেউ যেন বুঝে ফেলে —
আমি যতটা হাসি, তার চেয়েও বেশি আমি কাঁদি ভিতরে ভিতরে।

অনেক সময় নিজের কথাগুলো গলায় আটকে যায়।
বলার মানুষ নেই, বোঝার মানুষও নেই।
যে মানুষগুলোকে সবচেয়ে বিশ্বাস করেছিলাম,
তারা একে একে দূরে সরে গেছে — যেন কিছুই হয়নি কখনও।

এখন শুধু একটা নিরব ক্লান্তি আছে।
যেখানে হাসলেও কষ্ট হয়,
চুপ থাকলেও বুকের ভিতর ভারী হয়ে যায়।
মাঝে মাঝে ইচ্ছা করে —
সব ছেড়ে দূরে কোথাও চলে যাই,
যেখানে কেউ কিছু জিজ্ঞেস করবে না,
যেখানে শুধু নীরবতা থাকবে,
আর আমি নিজেকে একটু শান্তিতে খুঁজে পাব।

জীবনটা এখন একটা অভিনয়ের মঞ্চ —
আমি প্রতিদিন মুখে হাসি রাখি,
মনটা কাঁদে — কেউ জানে না, কেউ দেখেও না।
তবুও টিকে আছি, কারণ হয়তো এটাই বাস্তবতা।
সব কষ্ট চুপচাপ বয়ে নিয়ে বেঁচে থাকা —
এই তো আজকের “আমি”। 💔

---

23/10/2025
~বেইমান কখনো অনুতপ্ত হয় না.স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না..আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না😊🙂
23/10/2025

~বেইমান কখনো অনুতপ্ত হয় না.
স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না..
আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না😊🙂

সম্পর্ক যতই কাছের হোক না কেন, কিছুটা distance বা সীমারেখা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় ...
22/10/2025

সম্পর্ক যতই কাছের হোক না কেন, কিছুটা distance বা সীমারেখা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় সম্মান, শ্রদ্ধা ও ভারসাম্য নষ্ট করে ফেলে। সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখতে যেমন ভালোবাসা দরকার, তেমনি দরকার পরস্পরের প্রতি সীমা ও সংযম বজায় রাখা। প্রথমে বোঝা দরকার — দূরত্ব মানেই অবহেলা নয়। বরং একটু দূরত্বই সম্পর্ককে নিঃশ্বাস নেওয়ার জায়গা দেয়। যেমন: প্রেমের সম্পর্কে (GF–BF) — অতিরিক্ত নিয়ন্ত্রণ, সবসময় একে অপরের জীবনে হস্তক্ষেপ করলে সম্পর্ক ক্লান্তিকর হয়ে যায়। তাই পরস্পরকে নিজের মতো সময় দেওয়া, স্বাধীনতা দেওয়া, আর একটু দূরত্ব রাখা সম্পর্ককে আরও দৃঢ় করে। বন্ধুত্বে (Best Friend) — বন্ধুত্ব যত ঘনিষ্ঠই হোক, ব্যক্তিগত সীমারেখা থাকা দরকার। সবকিছু শেয়ার করা বা বন্ধুকে নিজের জীবনের প্রতিটি বিষয়ে জড়ানো ঠিক না। এতে ভুল বোঝাবুঝি, মান-অভিমান বাড়ে। সিনিয়র–জুনিয়র সম্পর্ক — এখানে দূরত্ব রাখা সবচেয়ে জরুরি। সিনিয়র যদি খুব বেশি ফ্রেন্ডলি হয়ে যায়, জুনিয়ররা অনেক সময় সেই শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে। আবার জুনিয়রদেরও বুঝতে হবে, অতিরিক্ত ঘনিষ্ঠতা মানেই প্রিয় হওয়া নয়। সম্মান বজায় রেখে যোগাযোগ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেক সময় দেখা যায়, সিনিয়ররা জুনিয়রদের খুব আপন করে নেয়, সবকিছু শেখায়, পাশে থাকে—কিন্তু যখন জুনিয়ররা সেই সুযোগের অপব্যবহার করে বা শ্রদ্ধা হারিয়ে ফেলে, তখন সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই জুনিয়রদের অতিরিক্ত মাথায় তোলা ঠিক নয়। একটু দূরত্ব রেখে, সম্মান বজায় রেখে সম্পর্ক রাখাই ভালো। শেষ কথা — দূরত্ব মানেই দূরত্ব নয়, বরং সম্পর্ক টিকে থাকার জায়গা দেওয়া। যেখানে ভালোবাসা, শ্রদ্ধা, আর সংযম তিনটিই একসাথে থাকে, সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী ও সুন্দর হয়। ❤️

জীবন থেকে নেওয়া 💔
২১/১০/২৫
সানি🦋

রিপন মিয়া বাবা মায়ের খেয়াল রাখে নাআর বাকি সব বায়েজিদ বোস্তামি।🥰হা হা হা হা
14/10/2025

রিপন মিয়া বাবা মায়ের খেয়াল রাখে না
আর বাকি সব বায়েজিদ বোস্তামি।🥰

হা হা হা হা

Address

Band Road
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when SADIA SUNNY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SADIA SUNNY:

Share