
05/08/2025
আজকে ভোলা থেকে এম ভি দোয়েল পাখি ১০ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এই লঞ্চেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলো ১ দিন বয়সী একটা বাচ্চা। বাচ্চাটার শারীরিক অব! স্থা ভালো না থাকায় অক্সি!জেন সিলি! ন্ডার সাথে করেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো হয়তো। সমস্যা হয় লঞ্চ যখন মুন্সীগঞ্জ পার হয় তখন অক্সিজেন শেষ হয় যায়। বাচ্চার পরিবারের লোকজন তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে পুরো বিষয়টি বলে।
৯৯৯ থেকে কুইক এ্যাকশন নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই কোষ্ট গার্ডের একটা টিম অক্সি!জেন সিলিন্ডা!রসহ প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে স্পীড বোটে করে লঞ্চে পৌঁছে যায়। এরপর কোষ্টগার্ডের দুইজন সদস্যকে লঞ্চে উঠিয়ে দিয়ে সার্বক্ষণিক বা' চ্চাটার মনিটরিং এর জন্য রেখে বাকিরা লঞ্চের সাথে সাথেই সদরঘাট পর্যন্ত আসে। এরপর আগে থেকেই ঘাটে দাঁড়ানো কোষ্টগার্ডের অ্যাম্বু' লেন্সে করে বাচ্চাটাকে হসপিটালে পাঠানো হয়।
অনেক অনেক নেগেটিভ নিউজের ভীড়ে এই পজিটিভ নিউজগুলোই আমাদেরকে আবার নতুন করে দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে।
অসংখ্য ধন্যবাদ জানাতে চাই Bangladesh Coast Guard এবং National Emergency Helpline 999 কে ❤️
©Collected