DH. SAYED

DH. SAYED I'm a writer, designer & SMM. I can give full support of your digital marketing & Writing project... This is Delower Hossain. I'm from United Arab emirate.
(6)

I'm a Digital Marketer and writer.

15/09/2025

বাংলা-কবিতা ডটকমে প্রকাশিত দেলোয়ার হোসেন বরিশাল-এর কবিতা - অন্তঃকরণের ছিন্নতন্ত্রী।

শিরোনাম -- বিশ্বাস ও যুক্তির দ্বন্দ্বতারিখ ------ ১৫-০৯-২০২৫কলমে ------ ডি এইচ সাইদ, বরিশালআমার ভেতর এক নির্জন দ্বীপ,যেখ...
15/09/2025

শিরোনাম -- বিশ্বাস ও যুক্তির দ্বন্দ্ব
তারিখ ------ ১৫-০৯-২০২৫
কলমে ------ ডি এইচ সাইদ, বরিশাল

আমার ভেতর এক নির্জন দ্বীপ,
যেখানে বিশ্বাস আর যুক্তি মুখোমুখি দাঁড়িয়ে—
একজন পাথরের মতো স্থির,
আরেকজন নদীর মতো অস্থির।

বিশ্বাস বলে, "আমি আছি, কারণ হৃদয় বলে আছি।"
যুক্তি হেসে উঠে, "হৃদয় কি সত্যের মানদণ্ড?"
বিশ্বাস চুপ করে থাকে,
কেননা তার অস্তিত্বের প্রয়োজন নেই কোনো প্রমাণের।

যুক্তি ছুরি হাতে দাঁড়ায়—
প্রতিটি অনুভূতিকে কেটে কেটে দেখে,
তন্নতন্ন করে খোঁজে দৃশ্যমান শিকড়,
অথচ বিশ্বাস অন্ধকারে বুনে চলে অদৃশ্য ফসল।

আকাশের তাঁরা কি যুক্তির আলোয় জ্বলে?
নাকি বিশ্বাসের নীরবতাতেই তারা জেগে থাকে?
একটি প্রশ্ন, দুটি উত্তর—
তবুও তারা পাশাপাশি হাঁটে এই অন্তর্গত রাস্তায়।

বিশ্বাস জানে, তার শেকড় দেখা যায় না,
কারণ যে দৃশ্যমান, সেখানে বিশ্বাসের আবাস নেই।
যুক্তি জানে, যা দেখা যায়, সেটিই সত্য নয়,
কারণ চোখও অনেক সময় ধোঁকা খায়।

এ দ্বন্দ্ব অন্তহীন,
তবু মানুষ বুক পকেটে বিশ্বাস লুকিয়ে রাখে,
আর মস্তিষ্কে জ্বালায় যুক্তির প্রদীপ।
কারণ তারা জানে—
অন্ধকার দূর করতে আলো লাগে,
কিন্তু পথ চলতে লাগে সাহস।

বিশ্বাস আর যুক্তি,
একটি ছায়া, আরেকটি রোদ্দুর!
একসঙ্গে তারা বুনে চলে মানুষের মন,
কখনো সংঘাতে, কখনো সহমতে।

=======

বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় পোর্টাল। কবিতা প্রকাশের মাধ্যম এবং লক্ষাধিক কবিতার সমৃদ্ধ আর্কাইভ।

14/09/2025

বাংলা-কবিতা ডটকমে প্রকাশিত দেলোয়ার হোসেন বরিশাল-এর কবিতা - অন্তরীক্ষে জন্ম নেওয়া আঁধার।

শিরোনাম -- মনুষ্যত্ববিহীন মেধাযন্ত্রতারিখ ------ ১৪-০৯-২০২৫কলমে ------ ডি এইচ সাইদ, বরিশালশিশুমনের স্বাভাবিক বিকাশ আজ দম...
14/09/2025

শিরোনাম -- মনুষ্যত্ববিহীন মেধাযন্ত্র
তারিখ ------ ১৪-০৯-২০২৫
কলমে ------ ডি এইচ সাইদ, বরিশাল

শিশুমনের স্বাভাবিক বিকাশ আজ দমনপীড়িত, প্রতিযোগিতামূলক প্রথার নিপুণ কষাঘাতে ক্ষতবিক্ষত।
স্বপ্নময় শৈশব রূপান্তরিত হয়েছে ভবিষ্যৎমুখী অর্থোপার্জনমুখী যান্ত্রিক অনুশাসনে।
আদর্শিক মানবিকতা আজ লুপ্ত,
স্থলে স্থলে স্থাপিত হচ্ছে বাণিজ্যিক কৃতিত্বের কৃত্রিম দেবালয়।
মানবিক বিকাশ নয়, অর্থের প্রত্যাশায় গড়ে তোলা হচ্ছে মানসিকভাবে বিধ্বস্ত এক যন্ত্রমানব প্রজন্ম।

শৈশবের সহজাত স্বপ্নবীক্ষা আজ পরিণত হয়েছে আর্থিক উৎকর্ণতার নিপীড়ক রূপে।
নবজাগ্রত মনোজগৎ চাপা পড়ে যান্ত্রিক উৎকর্ষের কৃত্রিম অভিঘাতে।
লালিত্যবর্জিত লালনপ্রণালী শৈশবকে রূপান্তর করছে প্রতিযোগিতার নির্দয় যন্ত্রে।
মনুষ্যত্বের দীপ্তি নিভে যাচ্ছে বৈদেশিক কল্পলোকের আর্থ-বাস্তবতা গ্রাসে।

শৈশবের স্বকীয় উচ্ছ্বাস ও নির্মল বিকাশ আজ নির্বিচারে প্রতিস্থাপিত হয়েছে ফলপ্রসূতা-কেন্দ্রিক প্রাতিষ্ঠানিক শৃঙ্খলের মাধ্যমে।
সাংস্কৃতিক স্বাতন্ত্র্য উপেক্ষিত হয়ে,
বহির্জাগতিক কৃতিত্বের প্রতিযোগায় শিশুদের রূপান্তরিত করা হচ্ছে এক ধ্যানহীন দক্ষতাযন্ত্রে।
আবেগহীন উৎকর্ষতার আড়ালে চাপা পড়ে যাচ্ছে মনুষ্যত্ব,
অপারগ কিশোর চিত্ত নিষ্ঠুরভাবে জর্জরিত অদম্য প্রত্যাশার অভিঘাতে।
এই নিয়ন্ত্রিত সামর্থ্যপ্রবণতায়, শিশুমন হয়ে উঠছে এক প্রগ্রামড সত্তা!
যেখানে ‘মানব’ নয়, 'মুদ্রা' হচ্ছে চূড়ান্ত পরিণতির মানদণ্ড।

=======

বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় পোর্টাল। কবিতা প্রকাশের মাধ্যম এবং লক্ষাধিক কবিতার সমৃদ্ধ আর্কাইভ।

13/09/2025

বাংলা-কবিতা ডটকমে প্রকাশিত দেলোয়ার হোসেন বরিশাল-এর কবিতা - স্বপ্নজাহাজের অগ্নিযাত্রা।

শিরোনাম -- শিষ্টাচারের শুদ্ধ আভাতারিখ ------ ১৩-০৯-২০২৫কলমে ------ ডি এইচ সাইদ, বরিশালশিষ্টাচার এক মহত্তম আদর্শ, যার প্র...
13/09/2025

শিরোনাম -- শিষ্টাচারের শুদ্ধ আভা
তারিখ ------ ১৩-০৯-২০২৫
কলমে ------ ডি এইচ সাইদ, বরিশাল

শিষ্টাচার এক মহত্তম আদর্শ, যার প্রান্তদেশ স্পর্শ করে নৈতিকতার সুগভীর স্রোতধারা।
এ নিছক বাহ্যিক কোন সৌজন্য নয়, বরং অন্তর্নিহিত চরিত্রের দীপ্ত প্রতিচ্ছবি।
যে হৃদয় শিষ্টাচারের সুরভি ধারণ করে, সে কখনও পথভ্রষ্টতার অন্ধকূপে পতিত হয় না;
বরং সত্যের অমল ধারায় নিজেকে শুদ্ধ করে তোলে।
নৈতিকতার আদলে গঠিত এই শিক্ষা অটল প্রাচীরসম,
যা বিপথগামী চিন্তার প্রতিটি আক্রমণ রুখে দাঁড়ায়।

গুরুজন — যাঁরা অভিজ্ঞতার গহ্বর থেকে তুলে আনেন প্রজ্ঞার মুক্তো,
তাঁদের প্রতি শ্রদ্ধা হলো আত্মার পরিশুদ্ধ প্রতিধ্বনি।
এই শ্রদ্ধা কেবল আনুষ্ঠানিক কুর্নিশ নয়,
এটি হলো এক অনির্বচনীয় আত্মস্ফূর্তি,
যা ভক্তির সুধারসে সিঞ্চিত হয়ে মনুষ্যত্বকে মহিমান্বিত করে তোলে।
গুরুজনের আশীর্বাদ যেন নীরব শপথ —
যেখানে বিনয়ী মনবৃত্তি ন্যায়ের সোপানে আরোহণ করে।

শিক্ষকতা শুধুমাত্র পাণ্ডিত্যের প্রচার নয়,
এটি হলো মানবগঠনের অনবদ্য কর্মযজ্ঞ।
শিক্ষক তাঁর জ্ঞানের আলো দিয়ে অজ্ঞতার ঘনঘটা চূর্ণ করেন এবং শিষ্যের অন্তরলোকে প্রজ্বলিত করেন শুদ্ধতার মশাল।
তাঁদের শিক্ষা মুক্তির সমতলে নিয়ে যায় —
যে মুক্তি বাহ্যিক সাফল্যের নয়, বরং আত্মার মুক্তি, সত্যের মুক্তি, চরিত্রের পরিশুদ্ধ মুক্তি।

এই শিষ্টাচার, এই নৈতিক শিক্ষা —
এগুলোই আত্মার অলংকার, চরিত্রের দুর্গ।
কারণ শিষ্টাচারহীন জ্ঞান হলো ধারালো অস্ত্র,
যা সমাজের অস্থিরতা বাড়ায়;
নৈতিকতার অলঙ্কৃত শিক্ষা হলো প্রশান্তির বীজ,
যা মানবতার বৃক্ষকে সবুজে স্নিগ্ধ রাখে।

শিষ্টাচারের দীপ্ত আলোকেই জ্ঞানের শিখা প্রজ্জ্বলিত হয়।
সেই আলোয় পথচলা মানুষগুলোই হয় বিনয়ী,
হয় পরিশুদ্ধ ও সত্যের প্রতি অবিচল।
শিক্ষকতার স্বার্থকতা খুঁজে পাক মুক্তির আঙিনায়,
যেখানে গুরুজনদের শ্রদ্ধা আর ভক্তি মিলে এক মহৎ সমাজের ভিত্তি গড়ে তুলবে।

========

বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় পোর্টাল। কবিতা প্রকাশের মাধ্যম এবং লক্ষাধিক কবিতার সমৃদ্ধ আর্কাইভ।

12/09/2025

বাংলা-কবিতা ডটকমে প্রকাশিত দেলোয়ার হোসেন বরিশাল-এর কবিতা - করুণার অমৃতস্রোত।

Address

Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when DH. SAYED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DH. SAYED:

Share