Setu's Dream

Setu's Dream Alhamdulillah
(25)

23/07/2025

শহীদ মিরসাদের শোকে
তার আম্মু গতকাল রাতে ইন্তে**কাল করেন।

23/07/2025

আহারে মানুষের বিবেক!🥲 ২ লিটার পানি ৬০০ টাকা..যে রিকশাওয়ালাদের আমরা ১০ টাকা বেশি দিয়ে সাহায্য করি। কই তারা তো
আমাদের বাচ্চা গুলো রে সাহায্য
করলো না,কিভাবে পারলো! 🥲

23/07/2025

ইন্নালিল্লাহ,
এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আগ*ন লেগে গেছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি,
স্থান সিটি ক্লাবের দক্ষিণ পাশে
কি শুরু হলো আল্লাহ সবাইকে রক্ষা করুন।

23/07/2025

আমার ভাই মিরসাদের লাশ শনাক্ত হইছে , হ্যাঁ লাশ শনাক্ত হইছে। শুনে খুশি লাগতেছে না? আমিও খুশি হইছিলাম! কিন্তু....
( পুরো পড়েন তারপর জানতে পারবেন লাশগুলো কিভাবে শনাক্ত করা হচ্ছে , যাদের সমস্যা আছে দয়া করে পোস্ট এড়িয়ে যাবেন , মিরসাদের চাচী বলছে আর আম্মুর পাশে বসে সব নিজ কানে শুনছি )

বডি পাইছে মানে দেহ আরকি , মানে আমার ভাই আরকি ;

কেমন বডি জানেন? এমন একটা বডি যেখানে মাথা , পা , হাত কিচ্ছু নাই। তো কি আছে? শার্ট পাইছে , ফুল প্যান্ট এর ছেড়া ছেড়া অংশ পাইছে। শার্টের পিছনের অংশে পিঠের চামড়া লেগে আছে। ওর শার্ট যে এইটা কিভাবে বুঝছে? এইটা আম্মুকে শিখায় দেওয়ার পর আম্মু জিজ্ঞাস করছে। কলের ঐপাশ থেকে উত্তরগুলো ছিল এইরকম :

এক আলাদা রুমে নাকি সবার ড্রেসগুলো খুব আলাদা আলাদা করে সিকিউর করে রাখছে , আলাদা আলাদা করে অনেকের পায়ের আঙুল , হাতের আঙ্গুল , কান এইরকম অংশও রাখা আছে ক্লাস ভিত্তিক। মিরসাদের মামা আর নানা আজকে গেলো খোঁজ নিতে , আজকে বিকালে তারা ঢাকা পৌঁছাইছে মাত্র। তারা আজকে লাশ শনাক্ত গেছে কারণ স্কুল কমিউনিটি থেকে কল আসছে , তাঁরা বলছে অন্তত একবার দেখে যান
কোন অংশ পান কিনা! আমরা সবাই তো লাশ এর ছিটে ফোঁটাও পাবো ধরেই নিছিলাম , বুঝাই ফেলছিলাম মনকে সবাই!

তারপর : গেলো লাশ শনাক্ত করতে....

সব ক্লাস ভিত্তিক বক্স থেকে ক্লাস 1 এর বক্সে যত আঙুল , কান যা যা আছে সবগুলো থেকে আলাদা আলাদা স্যাম্পল সংগ্রহ করছে , কিন্তু একটা স্যাম্পলও মিলেনি আন্টির ডিএনএ এর সাথে , মাইশার ডিএনএ এর সাথে।
(উল্লেখিত যে : আন্টি থেকে ডিএনএ স্যাম্পল উনি যখন আইসিইউতে জীবিত ছিলেন তখন নিয়ে রাখা হইছিলো।)
তারপর দেখলো সব সংগ্রহীত শার্ট ঘেটে , একটা শার্টে ঝাপসা লিখা আছে :
মিরসাদ ইসলাম আযান!

ওই শার্টের পিছনে পিঠের অংশে লেগে আছে মাংস আর চামড়া। আন্টি আর ওর বোন মাইশা এর সাথে ডিএনএ টেস্ট করছে শার্টে লেগে থাকা মাংস , চামড়ার অংশ থেকে। আল্লাহ্ এর রহমতে এই স্যাম্পল মিলে গেছে , না মিললে এই শার্ট নিতে পারতো না ফ্যামিলি। এই শার্টে লেগে থাকা চামড়ার অংশ ছাড়া আমার ছোট ভাইয়ের দেহ হিসেবে আর কিচ্ছু নাই , আর কিচ্ছু নাই। এইটাই আমার ছোট্ট ভাইয়ের শরীর।
এই শার্ট দিয়েই জানাজা হবে আমার ভাইয়ের , এইটাই দাফন হবে কবরে।

ওহ্ আল্লাহ্ আমি তোমার পাপি বান্দাহ , আমি তোমার কাছে জানতে চাই কেনো এমন মৃত্যু আমার ছোট ভাইরে দিলা?😓

Cp😭

20/07/2025

মানুষ বলে সুখে থাকলে নাকি মোটা হয়। আমাকে দেখে সবাই তাহলে সুখী ই মনে করছে কিন্তু কথা হলো এখন যদি আমি শুকিয়ে যাই তাহলে কি আমাকে অসুখী ভাববে! এই চিন্তা করে করে আর শুকাইতে পারতেছি নাহ 😒😒

নিজেদের গাছের কাঁঠাল। আলহামদুলিল্লাহ ❤️
19/07/2025

নিজেদের গাছের কাঁঠাল। আলহামদুলিল্লাহ ❤️

18/07/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল

আগে ভাবতাম পুরুষ মানুষ হয়তো সৌন্দর্যে আটকায়! কিন্তু কিছু মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পরকীয়া, ডির্ভোস দেখে এই ধারণ...
02/06/2025

আগে ভাবতাম পুরুষ মানুষ হয়তো সৌন্দর্যে আটকায়! কিন্তু কিছু মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পরকীয়া, ডির্ভোস দেখে এই ধারণাই পাল্টে গেছে। এত সুন্দর ,ভদ্র,কোনো কিছুর কমতি নেই তাদের বলতে গেলে আমাদের সমাজে যাকে এক কথায় পারফেক্ট বলা হয়। এমন সব আপুদের ডিভোর্স দেখে বুঝতে পারতেছি না আসলেই পুরুষ মানুষ কিসে আটকায় বলতে পারেন? পুরুষ মানুষের কেন একটা দিয়ে হয় না।কেন তারা loyalty ধরে রাখতে পারে না।পুরান হয়ে গেলেই কি সব ভালোবাসা, মায়া,টান সব শেষ হয়ে যায়।?কেন চিট করে??🙂

03/05/2025

যে তোমার নীরবতা উপলব্ধি করতে পারে,তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে নাহ!🙂

29/04/2025

কি দিনকাল পড়ল আল্লাহ,কিছু মানুষকে
আমি শিখাই যে কোন জিনিস টা ভালো হবে,আর কোন জিনিস টা খারাপ,
তারা আমার থেকে শিখে আবার
আমাকেই শিখাতে আসে।
আবার আমার সাথেই
ভাব নেয়!😂

28/04/2025

আজকাল মানুষ চোখের
পলকের আগে,সব কিছু
ভুলে যায়,সেখানে দুই
দিন তো অনেক
বেশি সময়! 🙂🍀

23/04/2025

কি হবে এত টাকা দিয়ে,
যদি আমি শখের বয়সে
শখই না পূরণ করতে পারি!!
🙂🙂🙂

Address

Mathbaria
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Setu's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Setu's Dream:

Share