23/09/2025
ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে টিকিট নিয়ে বাসে উঠে সিটে এলাম। পাশের সিটে মায়ের বয়সী একজন মহিলা ছিলেন। সব ঠিকঠাক করে আটসাট বসে গেলাম। জানালা খুলে বাইরে তাকাচ্ছি, ভেতর থেকেও বাহ্! সামনের সিট থেকে বেশ ভালো ফিল পাচ্ছি।
কিছুক্ষণ পর দেখি আন্টি উঠে গেলেন। ভাবলাম নামবেন হয়তো। পরে দেখি তার মেয়ে এসে সেই সিটে বসল। এখন জানালা দিয়ে বাইরে আবহাওয়া দেখতে দেখতে ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে।
দোয়া করবেন, ঘাড় যেন ফিক্সড না হয়ে যায়। 🙏