28/08/2025
বাজার দর বরগুনা
আজকের
ফলের বাজারে দামের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মৌসুমি ফলের পাশাপাশি বিদেশি ফলের দামও বেড়েছে কয়েক গুণ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো।বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে, আম কেজি ১৮০ টাকা, কাঠিবন আম কেজি ২২০ টাকা, চায়না আপেল কেজি ৪৫০/৫০০ টাকা, সবুজ আপেল কেজি ৪০০/৪৫০ টাকা, লাল আঙুর কেজি ৪৫০/৫০০ টাকা, সবুজ আঙুর কেজি ৫২০/৫৫০ টাকাদরে বিক্রি হচ্ছে। এছাড়া, কমলা কেজি ৪৫০ টাকা, মাল্টা ৪০০ টাকা, নাশপাতি কেজি ৩৫০ টাকা, বেদানা কেজি ৪৫০–৫০০ টাকা, ড্রাগন ফল কেজি ৩২০ টাকা, দেশি পেয়ারা কেজি ৭০ টাকা, সাগর কলা প্রতি ডজন ১৫০ টাকা, তরমুজ পিস ৩০০ টাকা, জাম্বুরা পিস ৭০ টাকা, হানি ডিউ পিস ১৫০ টাকা, আনারস পিস ৭০ /৮০টাকা, কাঁচা কমলা কেজি ১০০ /২৫০টাকা।