বি ডি বরগুনা বাজার অনলাইন Md Sahadat Mirza

  • Home
  • Bangladesh
  • Barishal
  • বি ডি বরগুনা বাজার অনলাইন Md Sahadat Mirza

বি ডি বরগুনা বাজার অনলাইন Md Sahadat Mirza বিশ্বস্ততার সাথে ভাল মানের পণ্য কিনু?

বাজার দর বরগুনা আজকের  ফলের বাজারে দামের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মৌসুমি ফলের পাশাপাশি ...
28/08/2025

বাজার দর বরগুনা
আজকের
ফলের বাজারে দামের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মৌসুমি ফলের পাশাপাশি বিদেশি ফলের দামও বেড়েছে কয়েক গুণ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো।বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে, আম কেজি ১৮০ টাকা, কাঠিবন আম কেজি ২২০ টাকা, চায়না আপেল কেজি ৪৫০/৫০০ টাকা, সবুজ আপেল কেজি ৪০০/৪৫০ টাকা, লাল আঙুর কেজি ৪৫০/৫০০ টাকা, সবুজ আঙুর কেজি ৫২০/৫৫০ টাকাদরে বিক্রি হচ্ছে। এছাড়া, কমলা কেজি ৪৫০ টাকা, মাল্টা ৪০০ টাকা, নাশপাতি কেজি ৩৫০ টাকা, বেদানা কেজি ৪৫০–৫০০ টাকা, ড্রাগন ফল কেজি ৩২০ টাকা, দেশি পেয়ারা কেজি ৭০ টাকা, সাগর কলা প্রতি ডজন ১৫০ টাকা, তরমুজ পিস ৩০০ টাকা, জাম্বুরা পিস ৭০ টাকা, হানি ডিউ পিস ১৫০ টাকা, আনারস পিস ৭০ /৮০টাকা, কাঁচা কমলা কেজি ১০০ /২৫০টাকা।

সরেজমিনে বরগুনায়  সবজি বাজারে ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে আলু প্রতিকেজি ২৫ /৩০টাকা, পুঁইশাক প্রতি আঁটি ৩৫ থেকে ৪০ টাকা...
23/08/2025

সরেজমিনে বরগুনায় সবজি বাজারে ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে আলু প্রতিকেজি ২৫ /৩০টাকা, পুঁইশাক প্রতি আঁটি ৩৫ থেকে ৪০ টাকা, পুঁইশাক মেচড়ী ১২০ টাকা, পটল ৫০ /৬০টাকা, বেগুন ১০০ টাকা, আমড়া ৩০ /৪০থেকে ৩৫ টাকা, করলা ৮০ থেকে ১১০ টাকা, ওল ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ /৭০টাকা, পেঁপে ৩০ টাকা, কাচ কলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা থাকলেও এই সপ্তাহের শুরু থেকে মরিচের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। একইভাবে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, রসুন ১০০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ২৫০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। তবে এসব শাক সবজির দাম পাইকারি বাজারে গড়ে ১০ থেকে ১৫ টাকা কমে ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে।

22/08/2025

আগামী কাল সকালে লাইভে হবে
বরগুনা বাজার অনলাইনে দর পেতে পেইজে ফলো
দিয়ে সাথে থাকুন

19/08/2025

আপনারা কি চান আবার বরগুনা অনলাইনে বাজার দর পেতে

19/07/2025

আসসালামু আলাইকুম অনেক দিন পারে সেই বরগুনা অনলাইন থেকে

16/07/2025
বরগুনা বাজার দর আজকের এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ১০০-১৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও...
04/05/2025

বরগুনা বাজার দর
আজকের
এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ১০০-১৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০/২১০ টাকায়। সোনালি মুরগি ৩৩০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

কেজি প্রতি রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস মাছ ২০০-২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সরাসরি আগামী কাল সকালের বাজার দর বরগুনা পেতে সঙ্গে থাকুন
03/05/2025

সরাসরি আগামী কাল সকালের বাজার দর বরগুনা
পেতে সঙ্গে থাকুন

বরগুনা বাজার দর  মৌসুমে সেসে বাজার  গরম  বাজার ঘুরে দেখা যায়, সবজির দোকানগুলোতে গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, ...
02/05/2025

বরগুনা বাজার দর
মৌসুমে সেসে বাজার গরম
বাজার ঘুরে দেখা যায়, সবজির দোকানগুলোতে গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়শসহ অন্যান্য সবজি সাজিয়ে রাখা হয়েছে। এরমধ্যে প্রায় অধিকাংশটির দামই কেজি প্রতি ৮০ টাকা বা তার বেশি। বরবটি, কচুর লতি, পটোল, চিচিঙ্গা, বেগুন ও শালগম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। আর কাঁকরোল ও শজনের দাম আকাশছোঁয়া। সবজি দুটি মানভেদে ১২০-১৬০ টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আর তুলনামূলকভাবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে করলা, লাউ, ঝিঙে, ধুন্দুল, ঢ্যাঁড়স ও পেঁপে, যেগুলোর কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। সবচেয়ে কম দামের সবজি এখন টমেটো, যা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। এছাড়া, আলু ২০-২৫ টাকা কেজি এবং কাঁচামরিচ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আবার  চালু করবো বরগুনা বাজার দর?
27/04/2025

আবার চালু করবো বরগুনা বাজার দর?

17/03/2025

বরগুনায় তরমুজ
মানে অগুন

12/03/2025

🐟বরগুনা জেলা মাছের জেলা
তবে বরগুনায় মাছের দামে
অগুন🐋🐟

Address

Barguna
Barishal
8700

Alerts

Be the first to know and let us send you an email when বি ডি বরগুনা বাজার অনলাইন Md Sahadat Mirza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share