Update News

Update News Update News was a reliable and accurate social media news service ran by an amazing team of youngste

04/11/2025

সম্ভবত আজ সকালেও বিশ্বাস করতে পারেননি যে চট্টগ্রামের দক্ষিণে এত বৃষ্টি শুরু হয়ে যাবে!

04/11/2025

ভারিবৃষ্টির সতর্কতা!!

আজ বিকেল ৪ টা থেকে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। অলরেডি কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি।

অপরদিকে, ফেণী, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ভোলা, বিবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, বরিশাল ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।

সকল বৃষ্টিযুক্ত এলাকায় যথেষ্ট বজ্রপাত এর আশঙ্কা আছে। ও চট্টগ্রাম সমুদ্র উপকূল যথেষ্ট উত্তাল থাকতে পারে।

নোট : উপরে নাম দেওয়া জেলা বাদে দেশের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আপডেট :
Bwot

03/11/2025

ভারী বৃষ্টির সতর্কতা!!!

৪ নভেম্বর রাত ১০ টা থেকে ৭ নভেম্বর সকাল ১০ টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ফেনী,নোয়াখালী ও এর আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

একই সময়ে কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, বি বাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও এর আশেপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছুকিছু স্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ও আছে।তাই এসব জেলার কৃষক ভাইয়েরা বিশেষ ভাবে সতর্ক থাকবেন।

নোটঃ লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই লঘুচাপের গতিপথের উপর নির্ভর করে আপডেটে কিছুটা পরিবর্তন হলেও হতেপারে।

Bangladesh weather observation team Ltd

❤️❤️
03/11/2025

❤️❤️

আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়লো। সেই সমস্যা সমাধান করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন৷ এটা খুব ভালো কাজ৷ ভালো মানু...
02/11/2025

আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়লো। সেই সমস্যা সমাধান করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন৷ এটা খুব ভালো কাজ৷ ভালো মানুষ হিসেবে আপনি বিবেচিত হলেন।

কিন্তু এক অর্থে সেই আত্মীয় বা প্রতিবেশীকে আপনি পঙ্গু করে দিলেন। তাকে আপনার প্রতি নির্ভরশীল করে দিলেন।

উদাহরণ দিচ্ছি— আপনার চাচার কাছে কেউ টাকা পায়৷ ডেডলাইন পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি। বাড়ির ওপর পাওনাদার এসে আপনার চাচাকে অকথ্য ভাষায় গা'লি'গা'লা'জ করছে। অ'প'মা'ন করছে৷ চাচাকে অ'প'মা'নে'র হাত থেকে বাঁচাতে আপনি এগিয়ে গেলেন। তার এই সমস্যা থেকে মুক্তি দিতে আপনি নিজে পাওনা টাকা পরিশোধ করলেন।

আপনি আপনার চাচার কাছে ভালো মানুষ বলে বিবেচিত হলেন। কিন্তু আদতে কী লাভটা হলো?

আপনার উচিৎ হবে পাওনাদারকে বুঝিয়ে কিছুটা সময় বাড়িয়ে নেয়া। তারপর চাচার সাথে আলাপ করে সমাধানের উপায় বের করা। কিভাবে উপার্জনের রাস্তা বের করা যায়, ঋণ পরিশোধ করা যায়, এ নিয়ে বুদ্ধি পরামর্শ করবেন, তার মতামত নেবেন। যার সমস্যা, সমাধান তাকেই করতে হবে। তাহলে তার অভিজ্ঞতা হবে, সে বাস্তবতা বুঝবে।

পুরো সমাধান আপনি করে দিলেন মানে তাকে পঙ্গু করে দিলেন, আপনার প্রতি নির্ভরশীল করে তুললেন, আপনার ওপর চাপ বাড়লো।

শুধু একটা উদাহরণ দিলাম। প্রতিটা সমস্যার সমাধান তাকেই করতে হবে, যে ভুক্তভোগী। আপনি শুধুমাত্র পরামর্শদাতা। আপনার কাজ বাদ দিয়ে অন্যের কাজ করে দিতে যাবেন না।তাকে কাজ করার প্রসেস দেখিয়ে দেবেন। কিন্তু কাজটা তাকেই করতে হবে।

অফিসে কেউ হয়তো পাওয়ার পয়েন্ট বা এক্সেলের কাজ বোঝে না। তাকে আপনি নিয়মটা শিখিয়ে দেবেন৷ সেই নিয়ম মেনে কাজটি সে করবে, আপনি করে দেবেন না৷ তাহলে সে শিখতে পারবে৷ কারো প্রতি নির্ভরশীল হতে হবে না।

আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াবো অবশ্যই৷ তবে তার একটা লিমিট আছে৷ যার ঘরে আ'গু'ন লেগেছে, তার অবশ্যই ইচ্ছা থাকতে হবে ঘর থেকে দৌড়ে বের হওয়ার। আপনি জ'ল'ন্ত ঘরে গিয়ে দেখলেন সে খাটে শুয়ে আছে, বের হওয়ার ইচ্ছা নাই৷ তাহলে তাকে আপনার কোলে করে বাইরে বের করে আনার দরকার নাই।

ঠিক অনেকের খাসলত আছে তেমন। সে টাকা ধার করে বিলাসিতা করে বেড়ায়, চকচকে পোশাক কিনে বড়লোকি দেখায়, কিন্তু ঋণ পরিশোধের বিন্দু পরিমাণ আগ্রহ রাখে না৷

যার সমস্যা থেকে মুক্তির আগহ নেই, বরং জিইয়ে রাখতে চায়, তাকে যেচে সাহায্য করতে যাবেন না৷ এতে ভালোর বদলে মন্দ হয়ে যাবে। কথাগুলো একটু ভালোভাবে পড়ে তারপর বিশ্লেষণ করুন৷ আপনার জীবন সুন্দর হোক।

01/11/2025

দেশের বিভিন্ন স্থানের উপরদিয়ে চলমান শক্তিশালী বৃষ্টি বলয় আঁখি আগামীকাল থেকে দুর্বল হয়ে যেতে পারে ও পর্শুদিন থেকে দেশের প্রায় ৯৫ শতাংশ এলাকার আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ।

ইতোমধ্যে, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আঁখি দূর্বল হয়েছে, এবং কাল বিদায় নিতে পারে। তবে আগামী ৫ ই নভেম্বর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পুর্ব এলাকায় আবার বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। তবে তা বৃষ্টি বলয় ঘোষণার উপযুক্ত হলে আমরা দ্রুত আপনাদের জানিয়ে দিবো।

দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টি হলেও তা ধীরে ধীরে সকালের মধ্যে ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগে বিস্তার লাভ করতে পারে।এবং ...
31/10/2025

দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টি হলেও তা ধীরে ধীরে সকালের মধ্যে ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগে বিস্তার লাভ করতে পারে।
এবং এরপর কাল দুপুর থেকে রাতের মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে বিস্তার লাভ করতে পারে। বৃষ্টিপাত অনেক বড় এলাকা নিয়ে হওয়ায় পুরো বিভাগের জন্যই পূর্বাভাসটি প্রযোজ্য।

নোট: বৃষ্টি বলয়ের মূল আপডেট অনুযায়ী, বৃষ্টি বলয় আঁখি চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম সক্রিয় থাকতে পারে।

বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সতর্কতা!!আজকে রাত ১২ টার মধ্যে পটুয়াখালী, বরগুনা, ভোলা,ঝালকাঠি, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশ...
28/10/2025

বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সতর্কতা!!

আজকে রাত ১২ টার মধ্যে পটুয়াখালী, বরগুনা, ভোলা,ঝালকাঠি, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ফেনী,চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, শরিয়তপুর, ঢাকা ও এর আশেপাশের কিছু জেলার খুবই অল্পকিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবৃষ্টি হতেপারে।

ইতোমধ্যেই কয়েকটি স্থানে বৃষ্টি শুরু হয়েছে। তবে আবারো বলছি উল্লেখিত জেলাগুলোর সকল স্থানে বৃষ্টি হবেনা। তাই আপনার এলাকায় রোদ মানে যে কোথাও বৃষ্টি হচ্ছে না এমন ভাবলে ভুল করবেন।

আহারে জীবন 😴🤕
28/10/2025

আহারে জীবন 😴🤕

28/10/2025

প্রত্যেকটা শখের একটা নির্দিষ্ট সময় থাকে।
সময়মতো শখ পূরণ না হলে, পরে সেই শখ সত্যি আর আনন্দ দেয় না !!

নিজের অবস্থান জানান 😆😆
23/10/2025

নিজের অবস্থান জানান 😆😆

আপনারা কি বলেন 🤣😆
21/10/2025

আপনারা কি বলেন 🤣😆

Address

Barishal
820P

Alerts

Be the first to know and let us send you an email when Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category