Update News

Update News Update News was a reliable and accurate social media news service ran by an amazing team of youngste

11/09/2025

ভ্যাপসা গরমের প্রতি মানুষের বিরক্তি দেখে বৃষ্টি বলয় ভাবছে দেশে তার জনপ্রিয়তাই বেশি এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

অথচ তার মাধ্যমেও যে বন্যা ভূমিধস সহ মানুষের ফসল ও জানমালের অনেক ক্ষতি হয় সেটা তার মাথাতেই নেই।সে ভাবছে এখন তার জনপ্রিয়তা যেহেতু বেশি তাই সবাই তাকে মাথায় তুলে রাখবে।কিন্তু বাস্তবতা ভিন্ন।

শেষে দেখবেন গরম আর বৃষ্টিকে পিছনে ফেলে শীত এসে মাঠ দখল করে নিবে। তবে এটাও বেশিদিন স্থায়ী হবেনা।কারন বাংলাদেশের মানুষের মন জয় করা এত সহজ না।

এই দেশ ষড়ঋতুর দেশ হলেও এই দেশের মানুষের কাছে শীতকালে গরম ভালো লাগে আবার গরমকালে বৃষ্টি ভালো লাগে,আবার বর্ষাকালে খরা ভালো লাগে।

তাই এখন এই দেশের আবহাওয়াতেও অনেক পরিবর্তন হচ্ছে। এই যেমন শীতকালে গরম পড়ে,বর্ষাকালে বৃষ্টি হয়না ইত্যাদি।

এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে দেশের এই অস্থিতিশীল আবহাওয়ায় কোনো স্বস্তি ফিরে আসে কিনা কিংবা কোনো পরিবর্তন হয় কিনা।

তবে আর যাই হোক না কেন আমরা সবাই চাই যে এই দেশে এমন আবহাওয়া বিরাজ করুক যাতে সবাই সুন্দর ভাবে শান্তিতে বসবাস করতে পারে।

Bangladesh weather observation team Ltd

11/09/2025

আগামী ২৪ ঘন্টায় দেশের যেসব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতেপারে তা নিচে উল্লেখ করা হলো।

ঢাকা বিভাগঃঢাকা,নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও এর আশেপাশের কিছু এলাকা(এসব জেলার সকল স্থানে বৃষ্টি হবেনা)

চট্টগ্রাম বিভাগঃ সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সব জেলার সকল স্থানে বৃষ্টি হবেনা।

সিলেট বিভাগঃ সকল জেলা।

ময়মনসিংহ বিভাগঃ সকল জেলা।তবে উত্তর দিকের স্থান গুলোতে সম্ভাবনা বেশি।

রংপুর বিভাগঃ সকল জেলা।তবে এখানেও সব জেলার সব স্থানে বৃষ্টি হবেনা।

রাজশাহী বিভাগঃরাজশাহী,নাটোর,চাঁপাইনবাবগঞ্জ বগুড়া, জয়পুরহাট, নওগাঁ। এখানেও উল্লেখিত জেলার সকল স্থানে বৃষ্টি হবেনা।কিছুকিছু স্থান বৃষ্টিহীন থাকবে।

বরিশাল বিভাগঃ পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল। তবে উপকূলীয় এলাকায় সম্ভাবনা বেশি।

খুলনা বিভাগঃ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম।তবে মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। তাই এই বিভাগের জেলাগুলোতে মেঘ তৈরি হলে লাইভ আপডেট দেওয়া হবে।

এই আপডেট আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত।

তবে বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরম ও থাকবে।শুধুমাত্র বৃষ্টি চলাকালীন সময়ে গরম কিছুটা কমতে পারে।
পরবর্তীতে মেঘ তৈরি হলে জেলাভিত্তিক আরো নিখুঁত আপডেট পাবেন।



Bangladesh weather observation team Ltd

09/09/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান

এটি একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়।

এটি একটি আংশিক বৃষ্টি বলয়, সুতরাং এই বৃষ্টি বলয়ে দেশের একটি নির্দিষ্ট অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টি বলয় সক্রিয় এলাকা "" সম্পুর্ন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগের উত্তর অংশ।

নোট : এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের উত্তর অঞ্চল বাদে বাকি এলাকায় বৃষ্টির পরিমাণ মোটামুটি বৃদ্ধি পেতে পারে।

সম্ভাব্য সময়সূচি : ১৪ ই সেপ্টেম্বর হতে ১৯ শে সেপ্টেম্বর পর্যায়ক্রমে দেশের বেশ কিছু এলাকায়।

বিস্তারিত বর্ণনা আসছে সামনে, সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন।

Bwot

08/09/2025

আজ মধ্যরাতে ও আগামীকাল মধ্যরাতে দেশের উত্তরাঞ্চল এর ৩ বিভাগ অর্থাৎ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্র বৃষ্টি হতে পারে। আজকের তুলনায় আগামীকাল মধ্য রাতে বেশি সম্ভাবনা৷

আগামীকাল রাতে সেখানে ভারী বৃষ্টিও হতে পারে।

07/09/2025

এখন থেকে প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা ও ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে নিয়মিত বজ্রবৃষ্টি হতে পারে।

এই প্রবণতা অন্তত আগামী ১২ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবং ১২ তারিখের পরে দেশের অন্যত্র বজ্র বৃষ্টির প্রবণতা ছড়িয়ে পড়তে পারে।

06/09/2025

আজ দেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে যে ভ্যাপসা গরম পড়েছে, এর কারনে কেকে বৃষ্টি বলয়ের কথা মনে করছেন?? কমেন্ট করুন।
মধ্য ও দক্ষিণ বাংলায় এই ভ্যাপসা গরম আরও ১ সপ্তাহ বা তারও বেশি চলতে পারে।
এর ভেতরে মাঝেমধ্যে আকস্মিকভাবে কিছুটা বৃষ্টি হয়ে গরম আরও বাড়িয়ে দিতে পারে।

অপরদিকে রংপুর, সিলেট বিভাগ ও উত্তর ময়মনসিংহ বিভাগে নিয়মিত বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
Bwot

06/09/2025............at 04:16 pm

05/09/2025

গভীর রাতে আবারো সিলেট বিভাগে ভারী বজ্রবৃষ্টি শুরু হতে পারে! এবং ভোরে বা সকালের দিকে তা ময়মনসিংহ বিভাগের বিস্তার লাভ করতে পারে।

03/09/2025

আগামী ২ মাস দেশের কোথায় কেমন ভ্যাপসা গরম অনুভব হতেপারে এটা নিয়ে একটা সুখবর এবং দুঃখের খবর দিচ্ছি।

সূর্য ধীরে ধীরে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে সরে যাচ্ছে।যারফলে এই মাসের মাঝামাঝি সময় থেকে দেশের দক্ষিনাঞ্চলে ভ্যাপসা গরমের তীব্রতা অনেক বৃদ্ধি পেতে পারে(যদি বৃষ্টি বন্ধ থাকে তাহলে।বৃষ্টিপাত চালু থাকলে গরম কম অনুভব হবে)।এই ধারাবাহিকতা চলতে পারে প্রায় অক্টোবর এর শেষ সপ্তাহ পর্যন্ত।

অন্যদিকে সূর্য উত্তর গোলার্ধ থেকে সরে যাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে।আমরা আশা করছি অক্টোবর এর প্রথম সপ্তাহের পর থেকে উত্তর পশ্চিমাঞ্চলে ভ্যাপসা গরমের দাপট অনেক কমে আসতে পারে।

03/09/2025

চট্টগ্রামের উপরে ছোট একটি মেঘ তৈরি হয়েছে।এই মেঘ থেকে চট্টগ্রাম সিটি ও এর আশেপাশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে পরবর্তী ১/২ ঘন্টার মধ্যে।
ইতোমধ্যেই কোথাও বৃষ্টি শুরু হলে কমেন্টে জানান।

01/09/2025

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে রাতেই প্রচুর বৃষ্টি হতে পারে

01/09/2025

প্রিয় ঢাকাবাসী আজকে সারাদিন প্রচন্ড ভ্যাপসা গরম অনুভব হলেও রাতে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।

01/09/2025

বজ্রবৃষ্টির সতর্কতা!!!
আজকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী,নোয়াখালী, ভোলা,পটুয়াখালী, বরিশাল,বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, ও এর আশেপাশের কিছু জেলা এবং কুতুবদিয়া,সন্দীপ, হাতিয়া,সেইন্ট মার্টিনে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যেই কিছুকিছু স্থানে বজ্রবৃষ্টি শুরু হয়েছে।

বর্তমানে উল্লেখিত অধিকাংশ জেলাতেই কড়া রোদের উপস্থিতি রয়েছে। তবে বেলা বৃদ্ধির সাথেসাথে আকাশে মেঘের আনাগোনা বৃষ্টি পাবে এবং বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবৃষ্টি ঘটাবে।

Address

Barishal
820P

Alerts

Be the first to know and let us send you an email when Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category