11/09/2025
ভ্যাপসা গরমের প্রতি মানুষের বিরক্তি দেখে বৃষ্টি বলয় ভাবছে দেশে তার জনপ্রিয়তাই বেশি এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
অথচ তার মাধ্যমেও যে বন্যা ভূমিধস সহ মানুষের ফসল ও জানমালের অনেক ক্ষতি হয় সেটা তার মাথাতেই নেই।সে ভাবছে এখন তার জনপ্রিয়তা যেহেতু বেশি তাই সবাই তাকে মাথায় তুলে রাখবে।কিন্তু বাস্তবতা ভিন্ন।
শেষে দেখবেন গরম আর বৃষ্টিকে পিছনে ফেলে শীত এসে মাঠ দখল করে নিবে। তবে এটাও বেশিদিন স্থায়ী হবেনা।কারন বাংলাদেশের মানুষের মন জয় করা এত সহজ না।
এই দেশ ষড়ঋতুর দেশ হলেও এই দেশের মানুষের কাছে শীতকালে গরম ভালো লাগে আবার গরমকালে বৃষ্টি ভালো লাগে,আবার বর্ষাকালে খরা ভালো লাগে।
তাই এখন এই দেশের আবহাওয়াতেও অনেক পরিবর্তন হচ্ছে। এই যেমন শীতকালে গরম পড়ে,বর্ষাকালে বৃষ্টি হয়না ইত্যাদি।
এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে দেশের এই অস্থিতিশীল আবহাওয়ায় কোনো স্বস্তি ফিরে আসে কিনা কিংবা কোনো পরিবর্তন হয় কিনা।
তবে আর যাই হোক না কেন আমরা সবাই চাই যে এই দেশে এমন আবহাওয়া বিরাজ করুক যাতে সবাই সুন্দর ভাবে শান্তিতে বসবাস করতে পারে।
Bangladesh weather observation team Ltd