11/05/2025
মা—এই শব্দটাই যেন এক আশ্রয়, এক অনুভব, এক ভালোবাসার নাম। আমাদের জীবনের প্রতিটি শুরুর সঙ্গে জড়িয়ে আছে একজন মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর অগাধ স্নেহ। তিনি নিজের স্বপ্নগুলোকে পাশে সরিয়ে রেখে তৈরি করেন আমাদের স্বপ্নপথ।“তুমি সবসময় ছায়ার মতো পাশে থেকেছো, আমি টের পাইনি, কারণ তখন বুঝিনি মা কী জিনিস। আজ একটু বড় হয়ে বুঝি, মায়ের মতো আপন কেউ হয় না। মা দিবসে তোমাকে আমার সব ভালোবাসা জানাই, মা।”
I Love Soo Much Amma❤️❤️❤️❤️❤️