Mow's Diary

Mow's Diary We always maintain best quality of products and ornaments

নকশি ঘর পেইজে অর্ডার করার নিয়মাবলি :

�অর্ডার করার আগে অবশ্যই সম্পূর্ন কর্নফর্ম হয়ে অর্ডার করতে হবে। অর্ডার কর্নফর্ম বা বুক করার পর ক্যান্সেল করার কোনো অপশন নেই

�এটা অনলাইন বিজনেস । ইনবক্সে দামাদামির কোনো সুযোগ নেই

�বরিশাল শহরের মধ্যে ডেলিভারি চার্জ ৩০-৬০ টাকা এবং বরিশালের বাইরে যেকোনো জায়গায় ১২০ - ১৫০ টাকা( জায়গা অনুযায়ী)। বরিশাল শহরের ভিতরে ক্যাশ অন ডেলিভারি। বরিশালের বাইরে যারা অর্ডার করবেন

তাদেরকে অবশ্যই কুরিয়ার করার আগে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে বাকি টা ক্যাশ অন দেয়া হবে ।�

�অর্ডার করার ৭ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। চায়না শিপমেন্ট হলে 20-25 দিন বা আরো লেট হতে পারে।

�সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পিক-আপ পয়েন্ট থেকে পার্সেল নেয়া যাবে। এরপর পিক-আপ পয়েন্ট থেকে কোনো ডেলিভারি দেওয়া হবে না

**আমাদের পিক-আপ পয়েন্ট #চৌমাথা_বরিশাল_সদর

�হোম ডেলিভারি দেওয়ার আগের দিন মোট টাকা এবং ডেলিভারির সময় জানিয়ে দেওয়া হবে। ডেলিভারির দিন অবশ্যই ফোন অন রাখতে হবে

�ডেলিভারি নিতে আপনাকে অবশ্যই নিচে নামতে হবে। একসাথে অনেক ডেলিভারি দেওয়া হয় তাই সবার বাসায় উপরে উঠে উঠে ডেলিভারি দেওয়া সম্ভব না

�ডেলিভারিম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্ট চেক করে নিবেন। কোনো সমস্যা থাকলে তখনই তার কাছে ফেরত দিয়ে দিতে হবে। ডেলিভারি ম্যান ফেরত আসার পরে কোনো সমস্যা হলে আর ফেরত নেওয়া হবে না

�যারা পিক আপ পয়েন্ট থেকে নিবেন তারা অবশ্যই আমাদের সামনে চেক করে নিবেন। নেওয়ার পরে কোনো সমস্যা হলে সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না

�বরিশাল এর বাইরে যারা নিবেন তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রোডাক্ট হাতে পাওয়ার সাথে সাথে আমাদের জানাতে হবে। এরপর কোনোও সমস্যা বের হলে আমাদের কিছু করার নেই

�ডেলিভারি ম্যান আপনাকে সর্বোচ্চ ৪ বার কল করবে। আপনি ফোন না ধরলে বা বন্ধ থাকলে ডাবল ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিতে হবে �

� অনেকেই প্রোডাক্ট নেয়ার সময় খুচরা টাকা রাখেন না এতে করে আমাদেরকে সমস্যায় পড়তে হয়। তাই অবশ্যই খুচরা টাকা রাখবেন�

�উপরের নিয়মগুলো পড়ে বুঝে এবং রাজি থাকলে তবেই অর্ডার করবেন। ��

Birthday gift by students ❤️❤️
08/07/2025

Birthday gift by students ❤️❤️

01/07/2025

Check out Mowmita Tasnim’s video.

Evening
01/07/2025

Evening

Ict training,, Barisal
01/07/2025

Ict training,, Barisal

13/06/2025

আমি শুধু ভাবতেছি, ভূমি বলে যে মেয়েটা জ্যামের কারণে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা মিস করছে, ওর তখন ঠিক কতটা রাগ হচ্ছিল!

নিশ্চয়ই সারাক্ষণ নিজের কপাল,নিজের শহর,নিজের দেশকে গালি দিছে মনে মনে! ফ্রাস্ট্রেশনে ফেটে পড়ছে বারবার!

আর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সে রিয়েলাইজ করছে, জীবনটারে যাপনের কি আশ্চর্য সুন্দর সুযোগটা একটুর জন্য হাতছাড়া হয় নাই তার! আরো কিছুটা সময় পাইলো সে!

জীবনটা বিচিত্র।

এক মুহূর্ত মনে হয় 'অমুককে' পাইলে নিকারাগুয়া পাড়ি জমাইতাম, জীবনটা হইতো 'দ্যা নোটবুকের' নোয়া আর এ্যালির মতোন!

তার ঠিক পর মুহূর্তে সেই 'অমুক' হয়ে যায় আপনার জীবনের সবচেয়ে প্যাথেটিক একটা চরিত্র!

আমরা বাস মিস করি, ফ্লাইট মিস করি, মানুষ মিস করি!
কিন্তু ঠিক সময়মত বুঝে যাই, এই হারানো আসলে হারানো না! আমরা হেরে গিয়েও জিতে যাই বারবার..!

ঈশ্বর তখন মুচকি হাসেন নিশ্চয়ই!

09/06/2025

আমার আম্মা,আব্বা আর ভাই ছাড়া এই পৃথিবীর সবার সাথে আমার সম্পর্ক disposable.
মানে,যেকোন সময় ওয়ান টাইম প্লেটের মত গুটায় ডাস্টবিনে ফেলে দিতে পারি।

আমি খুব দ্রুত সম্পর্ক কাটতে পারি, এই নিয়ে আমার পরিবার আর বন্ধু মহলে ব্যাপক বদনাম আছে।
আমার মায়ের দিক আর বাপের দিকের আত্মীয় স্বজনের প্রায় ৬০% আমার মেমরি থেকে ১০০% ডিলিটেড প্রায়।
This is why you will see very less people around me.
And am totally unapologetical about it.

আমার যেই কাজিন আমার নামে গ্রামে গিয়ে বাজে কথা রটায়, সেই এখন কাইন্দা দশ জায়গায় নক দিলে ও আমি ওর সাথে কথা বলি না,দেখলে না দেখার ভান করি।
আমার যেই ফ্রেন্ড আমার সামনে এক কথা,পিছে এক কথা বলে, প্রমান পাওয়া মাত্র-ই তারে সব জায়গা থেকে আনফ্রেন্ড করা।

আমার যেই প্রতিবেশী বাসায় দাওয়াত দিয়ে আমাকে 'uninvited'
ফিল করাইসে, তার ইনভাইটেশন seen করে ফেলে রাখি।

আমার মাস্টার্স এর এক uni friend, আমাকে ঘুরতে নিয়ে গিয়ে ওর ১০০ ছবি আমি তোলার পর যখন আমার ছবি তোলার টাইম আসছে- তখন আমার চোখ বন্ধ ২/৩ টা ছবি তুলে দিয়ে হাপায় দেয়ার ঢং করসে।

এখন সব জায়গায়-মেসেজ দিয়ে রাখসে 'summer vacation plan' করবে, Graduation day এর জামা শপিং এ যেতে চায়।
seen করে ফেলে রাখসি।

এরকম silly silly বিষয়ে আমি মানুষ ক্যান্সেল করি।

কারন,এমন silly silly বিষয়ে যখন আপনি মানুষ ক্যান্সেল করবেন না, তখন তারা একদিন আপনার হো*গায় বাশ দিয়ে নাগরদোলা বানায় তাতে উঠে 'চিল' করবে।

Choice is always yours. 🏵️🏵️🌻🌻

09/06/2025

নিজেকে এতো বিধ্বস্ত লাগে যে আল্লাহর সামনে কি বলবো সেটা বুঝিনা। অথচ কত চাওয়া কত নালিশ বাকি! কই থেকে শুরু করবো বুঝে উঠি না।অন্তরে থাকলেও মুখে আসে না, খালি চোখের পানি টাই আসে।বলতে গেলে বোবা হয়ে যাই৷পাথর হয়ে যাই! মনের খবর তো তিনি জানেন। এমন বিধ্বস্ত মনের সব কবুল করে নিক আল্লাহ! না বলা প্রতিটা চাওয়া মন দেখে বুঝে নিক আল্লাহ ।ভাঙতে ভাঙতে গুঁড়িয়ে যাচ্ছি!

🌷🌷 Taking Pre Orders 🌷🌷💥Price: tk😍❣Delivery 15 days❣Feel free for ask anything..
24/11/2023

🌷🌷 Taking Pre Orders 🌷🌷

💥Price: tk😍

❣Delivery 15 days
❣Feel free for ask anything..

🌷🌷 Taking Pre Orders 🌷🌷💥Price: tk😍❣Deliver 15 days❣Feel free for ask anything..
24/11/2023

🌷🌷 Taking Pre Orders 🌷🌷

💥Price: tk😍

❣Deliver 15 days
❣Feel free for ask anything..

🌷🌷 Taking Pre Orders 🌷🌷😍pendent set😍💥Price: tk😍❣Delivery 15 days❣Feel free for ask anything..
24/11/2023

🌷🌷 Taking Pre Orders 🌷🌷

😍pendent set😍

💥Price: tk😍

❣Delivery 15 days
❣Feel free for ask anything..

🌷🌷 Taking Pre Orders 🌷🌷😍 Sunglass😍💥Price: tk😍❣Last date in 20 September ❣Delivery Approximately October last ❣Feel free ...
04/09/2023

🌷🌷 Taking Pre Orders 🌷🌷

😍 Sunglass😍

💥Price: tk😍

❣Last date in 20 September
❣Delivery Approximately October last
❣Feel free for ask anything..

🌷🌷 Taking Pre Orders 🌷🌷😍Key ring😍💥Price: tk😍❣Last date in 20 September ❣Delivery Approximately October last ❣Feel free f...
04/09/2023

🌷🌷 Taking Pre Orders 🌷🌷

😍Key ring😍

💥Price: tk😍

❣Last date in 20 September
❣Delivery Approximately October last
❣Feel free for ask anything..

Address

Barishal

Telephone

+8801728513925

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mow's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share